T20 World Cup 2024: বিশ্বকাপের আসরে এই ৩ ক্রিকেটার হবে ভারতের 'ট্রাম্প কার্ড', হঠাৎ টিমে নেবেন এন্ট্রি !! 1

T20 World Cup 2024: আইসিসি টি-২০ বিশ্বকাপ হল একটি বহুল প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্ট যেখানে বিশ্বের নামজাদা দলগুলি একে অপরের বিরুদ্ধে কাপ জেতার জন্য লড়াই করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর সমাপ্তির ঠিক পরে ১ জুন থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। ২০০৭ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ভারত আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য দলকে প্রস্তুত করছে বিসিসিআই। এই বিশ্বকাপের জন্য দলের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ১ মে।

এপ্রিলের শেষ সপ্তাহে স্কোয়াডের আনুষ্ঠানিক ঘোষণা আশা করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এই বিশ্বকাপের স্কোয়াড তালিকা নিয়ে ক্রিকেট ফ্যানরা খুবই উচ্ছ্বসিত। আসন্ন টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট দলের ঘোষণার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখে নেওয়া যাক এই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে কোন ৩ খেলোয়াড় চমক দিয়ে টিমে জায়গা করে নিতে পারেন।

রিয়ান পরাগ

Riyan parag, ipl 2024

এই তালিকায় অন্যতম বড় নাম অবশ্যই রিয়ান পরাগ। শেষ কয়েকটি মরশুমে তাকে ফ্লপ মাস্টার ধরা হলেও, এই মরশুমে নিজের জাত চিনিয়ে দিচ্ছেন রাজস্থান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এইবার তিনি রাজস্থান দলের অন্যতম ম্যাচ উইনার হয়ে উঠেছেন। দলে অনেকজন ম্যাচ উইনার থাকলেও, রিয়ান এবার নিজের ছাপ আলাদা করে ফেলেছেন। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৩৩২ রান করেছেন তিনি। সব মিলিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নিজের দাবি বেশ জোরালো করে তুলেছেন এই উঠতি তারকা ব্যাটসম্যান।

যুজবেন্দ্র চাহাল

T20 World Cup 2024: বিশ্বকাপের আসরে এই ৩ ক্রিকেটার হবে ভারতের 'ট্রাম্প কার্ড', হঠাৎ টিমে নেবেন এন্ট্রি !! 2

বিশ্বকাপে হঠাৎ এন্ট্রি নেওয়ার বিষয়ে অন্যতম বড় নাম অবশ্যই যুজবেন্দ্র চাহাল। একটা সময় টিম ইন্ডিয়ার সেরা স্পিনার হলেও, বিগত কয়েকবছর ধরে ভারতের প্রথম দলের বাইরে রয়েছেন তিনি। তবে এবারের আইপিএলে যেন খোলস ছেড়ে বেড়িয়ে এসেছেন তিনি। বল হাতে ভের ভেল্কি দেখাতে শুরু করেছেন ইউজি। ৯টি ম্যাচ খেলে তুলে নিয়েছেন মোট ১৩টি উইকেট। টি-২০ বিশ্বকাপের আগে তার এই ফর্ম বিশেষ চমকপ্রদ। আর এই পারফরমেন্সের ওপর ভিত্তি করে তিনি যদি ভারতীয় দলে জায়গা করে নেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

শিবম দুবে

SHIVAM DUBE

ভারতীয় দলের অলরাউন্ডার বিভাগে অন্যতম বড় নাম হয়ে উঠছেন শিবম দুবে। আর নামটা করেছেন নিজের পারফরমেন্সের ওপর ভর করেই এই জায়গাটা করে নিয়েছেন তিনি। চলতি মরশুমের আইপিএলে ব্যাট হাতে আগুন জ্বালাচ্ছেন তিনি। চেন্নাইয়ের হয়ে মিডলঅর্ডারে ব্যাট করতে নেমে বহু ম্যাচ উতরে দিয়েছেন তিনি। তার সাবলীল ভঙ্গিতে ছয় মারার ধরণ দেখে সবার নজর কেড়ে নিয়েছে। এখনও পর্যন্ত চেন্নাইয়ের হয়ে আইপিএল ২০২৪-এ ৯টি ম্যাচে মাঠে নেমেছেন শিবম দুবে। আর সব মিলিয়ে তিনি রান করেছেন ৩১১। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *