TOP 3: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা বিশ্বকাপের মঞ্চে পয়সাওসুল পারফর্মেন্স করে চলেছেন !! 1

এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়ে হয়েছে এই বছরের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের। এই বছরের ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছে ভারতের মাটিতে এবং ইতিমধ্যেই পয়েন্টস টেবিল এর মধ্যে রীতিমতো কাপ যুদ্ধ শুরু হয়েছে বলেই আমরা সকলে জানি। এছাড়াও এই বছরের বিশ্বকাপে যেমন অনেক তরুণ ক্রিকেটার নিজেদের প্রমান করার জন্য মুখিয়ে বসে রয়েছেন ঠিক অপরদিকে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার নিজেদের ক্রিকেট কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন বলেই মনে করা যাচ্ছে। এই বছর বিশ্বকাপে যেমন ইতিমধ্যেই বেশ কিছু অসাধারণ শতরানের ইনিংস আমরা দেখেছি ঠিক তেমনি কিছু কমজোরি দল শক্তিশালী দলগুলিকে হারিয়ে অঘটন ঘটিয়ে ফেলেছে।

স্বপ্ন বিশ্বকাপ জয়ের লক্ষ্য। লক্ষ্য প্রত্যেকটি ধাপ অতিক্রম করার। সেই লক্ষ্যে এখনো অব্ধি লেটার মার্কস নিয়ে পাশ করেছে ভারতীয় দল। দলের নির্ভরযোগ্য ক্রিকেটাররা ফিরে এসেছেন নিজেদের চেনা ছন্দে। আর কি চাই? অংকের প্রতিটি ধাপ ঠিক মতো কষে পাকাপাকি উত্তর বার করার অপেক্ষা। ব্যাটিং এর পাশাপাশি ভারতীয় বোলিং বিভাগকেও যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে যেখানে পোয়ারপ্লে যেমন বিপক্ষ দলের ওপেনিং জুটি ভেঙে দিচ্ছে ঠিক তেমনি মাঝের দিকে অল্প রান খরচ করে ভারতীয় স্পিন বোলাররা বেশ কিছু উইকেট শিকার করে নিতে সক্ষম হচ্ছে। আমরা এখানে এমন ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা এই বছর বিশ্বকাপের মঞ্চে এতটাই অসাধারণ পারফর্মেন্স করে চলেছেন যার জন্য মাঠে আসা দর্শকদের মনোরঞ্জন পুরোপুরি পয়সাওসুল হচ্ছে বলেই মনে করা যাচ্ছে।

কে এল রাহুল:

KL RAHUL

এই তালিকায় সর্বপ্রথম নামটি হলো কে এল রাহুলের (KL Rahul)। বিশ্বকাপ শুরুর আগেই তিনি নিজের চোট সরিয়ে ক্রিকেটের ময়দানে ফিরে এসেছেন এবং তার চোট এবং পারফর্মেন্সের জন্য অনেকেই মনে করেছিলেন এই বিশ্বকাপে তিনি হয়তো দলের হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেননা। কিন্তু তিনি সমস্ত সমালোচনার মুখ বন্ধ করে দিয়ে দলের হয়ে যেমন বিধংসী মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে প্রমান করেছেন ঠিক তেমনি উইকেটের পেছনে দস্তানা হাথে একের পর এক অসাধারণ ক্যাচ এবং সঠিক ডিআরএস নিয়ে অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়ে চলেছেন। এখনো ভারতীয় দল এই বছরের বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলেছে যেখানে প্রায় প্রতিটা ম্যাচেই কে এল রাহুল নিজের অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে ক্রমশই মুগ্ধ করে চলেছেন।

জাসপ্রিত বুমরাহ:

Jasprit Bumrah

তালিকায় দ্বিতীয় নামটি হলো জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। কে এল রাহুলের মতোই এই স্পিডস্টার নিজের চোট সরিয়ে ক্রিকেটের ময়দানে ফেরত এসেছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ডানহাতি ফাস্ট বলার ভারতীয় দলের অন্যতম বোলিং অস্ত্র সে কথা নিঃসন্দেহে বলা যেতেই পারে এবং তিনি ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়ে থাকেন সে কথাও বলা যেতে পারে। জাসপ্রিত বুমরাহ যেমন পাওয়ারপ্লেতে তার বিধংসী সুইং বোলিং দেখিয়ে তাবড় তাবড় ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম ঠিক তেমনি ডেথ ওভারে তার বিষাক্ত ইয়র্কার বহু ব্যাটসম্যানের উইকেট ছিটকে দিয়েছে। এই বছরের বিশ্বকাপের মঞ্চে তিনি এখনো অব্ধি দ্বিতীয় সর্বোচ্য উইকেট শিকারির মালিক। তাই এটা মনে করা যেতেই পারে তার এই অনবদ্য পারফর্মেন্স দর্শককে ক্রমশই মুগ্ধ করে চলছে।

বিরাট কোহলি:

Virat kohli
Virat Kohli | Image: Getty Images

তালিকায় সর্বশেষ নামটি হলো বিরাট কোহলির (Virat Kohli)। ডানহাতি এই ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি সর্বাধিক শতরানের মালিক। প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক বিশ্ব ক্রিকেটে যেমন কিং কোহলির তকমা পেয়েছেন ঠিক তেমনি চেস মাস্টার হিসাবেও খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে তার অনবদ্য ম্যাচ জেতানো শতরানের ইনিংস মাঠে আসা শতাধিক দর্শকদের পয়সাওসুল করে চলেছেন সে কথা বলার অবকাশ রাখে না। বিরাট কোহলি তার অনবদ্য ব্যাটিংয়ের পাশাপাশি মন্ত্র মুগ্ধ ফিল্ডিং দেখিয়েও দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *