ভারতীয় দলের প্রধান কোচ হলেই এই ৩ ক্রিকেটারের জীবন অতিষ্ঠ করে তুলবেন গৌতম গম্ভীর !! 1

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতীয় দলের পরবর্তী প্রধান কোচের নাম প্রকাশ করবে বিসিসিআই। ইতিমধ্যেই বেশ কিছু গণমাধ্যম জানিয়ে দিয়েছে ভারতীয় দলের আগামী প্রধান কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দীর্ঘ ৩ বছর ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকার পর আর ভারতীয় দলের সঙ্গে সময় কাটাতে চাইছেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বাধ্য হয়েই টিম ইন্ডিয়ার নতুন কোচের পরিবর্তন করতে চাইছে বিসিসিআই। গত ২৭ মে, তারিখ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া গিয়েছে। তবে টিম ইন্ডিয়া প্রধান কোচ হিসাবে গম্ভীরকে দেখা গেলে কপাল পুড়বে তিন ভারতীয় খেলোয়াড়ের।

বিরাট কোহলি

Virat Kohli, gautam gambhir
Virat Kohli | Image: Getty Images

এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। বেশ কয়েকবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে বিরাট কোহলির লড়াই দেখা গিয়েছে ময়দানে। আইপিএলে যখন কোহলির দল ও গম্ভীরের দল মুখোমুখি হয়েছে তখনই এই দুই কিংবদন্তির মধ্যে আগ্রাসনের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গিয়েছে। গম্ভীর কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন থাকাকালীন কোহলির উপর চড়াও হয়ে উঠেছিলেন, ক্যামেরায় দুই কিংবদন্তির লড়াই চোখে পড়েছিল। ২০২৩ সালের আইপিএলে দুই কিংবদন্তির মধ্যে আইপিএলের সময় সম্পর্কের বেশ অবনতি দেখা গিয়েছিল। পরিস্থিতির বেশ পরিবর্তন ঘটে এবং দুই দলের খেলোয়াড়দের বিরাট ও গম্ভীরকে একে অপরের থেকে আলাদাও করতে হয়েছিল।

এখানেই শেষ নয়, গম্ভীরকে মাঝে মধ্যেই কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে যেখানে গম্ভীর বারবার বিরাট কোহলির ব্যাটিংয়ের খুঁত ধরে থাকতেন। এমনকি ২০২৩ ওডিআই বিশ্বকাপ চলাকালীন বিরাটকে স্বার্থপর ব্যাটসম্যানও বলেছিলেন গম্ভীর। আসলে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচটি সহজেই জিতছিল টিম ইন্ডিয়া, তবে দলের জয়ের আগে নিজের শতরানের জন্য বেশ কয়েকটি বল নষ্ট করেছিলেন বিরাট এমনকি সহজ সিঙ্গেল রান গুলিও নিতে নাকচ করছিলেন। যদিও কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে মিটমাট করে ফেলেছেন গম্ভীর। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে বিরাটকে জড়িয়ে ধরেন গম্ভীর এবং নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করেও নিয়েছেন।

Read More: বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪ বল বাকি থাকতেই কানাডাকে হারিয়ে জয় সুনিশ্চিত করলো আমেরিকা যুক্তরাষ্ট্র !!

মোহাম্মদ সিরাজ

Mohammed Siraj,
Mohammed Siraj | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের প্রমুখ পেসার মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। আপাতত টিম ইন্ডিয়ার বিরাট কোহলির সবথেকে বড় দোসর হলেন সিরাজ। যে কারণেই, গৌতম গম্ভীরের নিশানায় থাকবেন তিনি। প্রসঙ্গত, গম্ভীরের সঙ্গে সিরাজের সম্পর্কের কোনো টানাপোড়েন দেখা না গেলেও সিরাজের বর্তমান পারফরমেন্সের ফলে তাকে সমস্যায় পড়তে হতে পারে। ভারতীয় দলের হয়ে এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিগত কয়েক সময় ধরে তার পারফরমেন্সের বেশ পরিবর্তন লক্ষ করা গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে এই আইপিএলে সিরাজ ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন এবং ওভার পিছু ৯.১৯ রান দিয়েছেন তিনি।

এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) ওডিআই বিশ্বকাপ ২০২৩’ (World Cup 2023) মঞ্চেও সিরাজের পারফরমেন্স ছিল খুবই সাধারণ। এই পরিস্থিতিতে ভারতীয় দলে টিকে থাকতে গেলে তার পারফরম্যান্স দেখানো আবশ্যক। চলতি আইপিএলে দুর্দান্ত প্রদর্শন দেখানোর পর কলকাতা নাইট রাইডার্স দলের তরুণ পেসার হার্ষিত রানা (Harshit Rana) খুব জলদি টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চলেছেন। এই পরিস্থিতিতে সিরাজের উপর তৈরি হয়েছে চাপ। চলতি আইপিএলে রানা ওভার পিছু ৯.০৫ রান দিয়েছেন এবং ১৩ নাচে ১৯ টি উইকেট নিয়েছেন।

হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya | Image: Getty Images

ভারতীয় দলের স্টার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে চলতে পারে গৌতম গম্ভীরের মন কষাকষি। মূলত চলতি সময়ে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স খুবই সাধারণ দেখাচ্ছে। ক্রিকেট বিশ্বকাপ ২০২৪’এ চোট পাওয়ার পর আইপিএলের মঞ্চেই প্রথম হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেখতে পাওয়া গিয়েছিল। অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছিলেন হার্দিক। ব্যাট হাতে পান্ডিয়া আইপিএল ২০২৪’এ ১৪ ম্যাচে ১৮ গড়ে বানিয়েছেন কেবলমাত্র ২১৬ রান এবং তার স্ট্রাইক রেট ছিল ১৪৩। বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট তবে ওভার পিছু দিয়েছিলেন ১০.৭৫ রান। বিশ্বকাপের মঞ্চে রোহিতের ডেপুটি হিসাবে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তবে, আইপিএলের মতন যদি তিনি আবার বিশ্বকাপের মঞ্চে ফ্লপ হন তাহলে তাকে আগেই দল থেকে বাদ দেবেন গৌতম গম্ভীর। হার্দিকের পরিবর্তে তিনি তার নাইট ফ্র্যাঞ্চাইজির ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) সুযোগ দিতে পারেন।

Read Also: Gautam Gambhir: জল্পনার ঘটলো অবসান, ভারতীয় দলের নতুন কোচের দায়িত্ব তুলে দেওয়া হলো গৌতম গম্ভীরের হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *