গতবারের এশিয়া কাপ করোনা মহামারীর কারণে ভেস্তে যাবার জন্য এই বছরের এশিয়া কাপের (Asia Cup 2022) উন্মাদনা ছিল তুঙ্গে সে কথা বলাই যেতে পারে। এছাড়াও এই বছরের এশিয়া কাপের আসর t20 ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি কারণ চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোট ফরম্যাটের বিশ্বকাপের আসর। এই বছর এশিয়া কাপের আসর শ্রীলংকার মাটিতে হবার কথা থাকলেও পরবর্তীতে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে দুবাইয়ের মাটিতে শুরু হয়েছে এই বছরের এশিয়া কাপ। এই বছর এশিয়া কাপে ভারত,পাকিস্তান,শ্রীলংকা,বাংলাদেশ এবং আফগানিস্তানের পাশাপাশি হংকং মূল পর্বের জন্য কোয়ালিফাই করেছে। এখনো পর্যন্ত্য গ্রুপ পর্বের সব খেলা শেষ হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে সুপার ফোরের লড়াই। এই সুপার ফোর রাউন্ড থেকেই দুটি দল ফাইনালে একে ওপরের মুখোমুখি হবে এবং সেই ফাইনাল থেকেই আমরা এই বছরের এশিয়া কাপ বিজয়ী দলকে পেয়ে যাবো।
এখনো অব্ধি এশিয়া কাপের ইতিহাসে ভারতীয় দল সব থেকে বেশিবার (৭বার) এশিয়া কাপের বিজয় মুকুট নিজেদের মাথায় তুলেছে এবং তারা গতবারের এশিয়া কাপ বিজেতা। এই বছর এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দল গ্রুপ পর্বে অসাধারণ পারফর্মেন্স করে দেখালেও সুপার ফোর রাউন্ডে পরস্পর ২টি ম্যাচ হেরে ফাইনাল ওঠার অঙ্ক কঠিন করে ফেলেছে বলেই মনে করা যাচ্ছে। এই বছর এশিয়া কাপ শুরুর আগে ভারতীয় দলের বোলিং বিভাগের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাবার কারণে ভারতীয় দল বেশ ধাক্কা খেয়েছিলো এবং সেই পরিস্থিতি থেকে ভারতীয় দলের ব্যাটিং বিভাগ এই বছরের এশিয়া কাপে ভালো পারফর্মেন্স করে দেখালেও বোলিং বিভাগ সেটা করে দেখাতে পারেনি যার কারণে ভারতীয় দল এই কঠিন অবস্থার সম্মূখীন হয়েছে বলে মনে করা যাচ্ছে। আমরা এখানে এমন ৩ জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যাদের ভারতীয় টীম ম্যানেজমেন্ট যদি এশিয়া কাপের জন্য দলে রাখতো তাহলে ভারতীয় দল নিশ্চিত ভাবে এই বারেও এশিয়া কাপ বিজেতা হতে পারতো বলে মনে করা যাচ্ছে।