T20 World Cup 2022: ৩ জন ক্রিকেটার যারা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে এক্স ফ্যাক্টর প্রমাণিত হতে পারেন !! 1

এই বছর অক্টোবর ম্যাশ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে T20 বিশ্বকাপের আসর (T20 World Cup 2022)। এই বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট নির্বাচক মন্ডলী ১৫জন সদস্যের দল ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছে বলে আমরা জানি। বিশ্বকাপ অভিযানের দল বেছে নিতে নিরাপদ পথেই হাঁটলেন ভারতীয় নির্বাচকরা। মোটামুটি যেমন প্রত্যাশা করা গিয়েছিলো সেই ভাবেই দল বেছে নিলো চেতন শর্মার কমিটি। সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফিরে এলেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ এবং হার্শাল প্যাটেল। চোট পাওয়া রবীন্দ্র জাদেজার জায়গাতে সুযোগ পেয়েছেন আক্সার প্যাটেল এবং তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিংকেও দলে রাখা হয়েছে। কিন্তু মহম্মদ শামিকে ১৫ সদস্যের দলে রাখা হয়নি। বাংলার এই পেসার রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়। যে তালিকায় রয়েছেন আর এক পেসার দীপক চাহার।

T20 World Cup 2022: ৩ জন ক্রিকেটার যারা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে এক্স ফ্যাক্টর প্রমাণিত হতে পারেন !! 2

এই বিশ্বকাপের দলে কারও যদি রূপকথার প্রত্যাবর্তন ঘটে থাকে তবে তিনি হলেন দীনেশ কার্তিক। এক বছর আগেও কেউ ভাবেনি ধারাভাষ্যকার হয়ে যাওয়া কার্তিককে আবার ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে। অথচ সেটাই হয়েছে। ৩৭বছর বয়সী ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান দলে ফিরে এসেছেন নতুন এক ফিনিশারের ভূমিকায়। কার্তিকের পাশাপাশি আরো একজন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আইপিএল এর মঞ্চে অসাধারণ পারফর্মেন্স করে দলে প্রত্যাবর্তন করেছেন। এবহারাও ফর্মে না থাকা বিরাট কোহলি এশিয়া কাপের মঞ্চে আবার নিজের পুরোনো ব্যাটিং মেজাজে ফিরে এসেছেন। তাই আমরা এখানে এমন ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা এই বছর T20 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এবং তাদের কাঁধেই ভর করে দল এই বছর বিশ্বকাপ জিততে পারে বলে মনে করা যাচ্ছে।

হার্দিক পান্ডিয়া

Hardik Pandya

বিশ্ববিখ্যাত এই তারকা অলরাউন্ডার চোট পেয়ে দীর্ঘ্য সময় ধরে ভারতীয় দলের বাইরে ছিলেন এবং তার জটিল অস্ত্রপ্রচারের পর তিনি পুনরায় ভারতীয় দলে ফিরে এসেছেন। কিন্তু ভারতীয় দলে তার এই কামব্যাক মোটেও সহজ ছিলোনা বলেই আমরা জানি। কিন্তু ডানহাতি এই অলরাউন্ডার সমস্ত কঠিন প্রতিকূলতা পেরিয়ে আইপিএল এর মঞ্চে যেমন অসাধারণ পারফর্মেন্স করেছিলেন ঠিক তেমনি নিজের দলকেও একজন অধিনায়ক হিসাবে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতিয়েছিলেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপের মঞ্চেও হার্দিক চেনা মেজাজেই ছিলেন। তার এই পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই বিশ্বকাপের মঞ্চে তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং এটাই আশা করা যাচ্ছে তিনি এখানেও ভারতীয় দর্শকদের নিরাশ করবেন না এবং ভারতীয় দলের এই বছর বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর হতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *