আইপিএলের আঙিনায়ক আরসিবির জার্সি গায়ে এই ৩ বড় বিতর্ক ঘটিয়েছেন বিরাট, ভুলতে পারেননি ফ্যানরা !! 1

ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) মাহাত্ম নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। কেরিয়ারের শুরুর দিন থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, এই আঙিনায় তিনি রাজত্ব করতে এসেছেন। শুধু ভারতের জার্সিতে নয়, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও ব্যাট হাতে আগুন জ্বালিয়েছেন বিরাট। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারেন যে নিজের দলকে একবারও আইপিএলের ট্রফি দিতে পারেননি কোহলি। সেটা যেমন ঠিক তেমন এটাও অস্বীকার করার জায়গা নেই যে প্রতিটা মরশুমেই নিজের সেরাটা দিয়েছে তিনি। ব্যাট হোক কিংবা মেজাজ, সব সময়ই একটা চড়া মেজাজে দেখা যায় প্রাক্তন আরসিবি আধিনায়ককে। আর এই মেজাজের জন্য বেশ কয়েকবার বিতর্কিত মুহূর্ত তৈরি করেছেন তিনি। আর এই বিতর্কের জন্য বেশ কয়েকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। আর এই ঝামেলা শুধুমাত্র বিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে নয়, প্রাক্তন খেলোয়াড়দের সঙ্গেও হয়েছে। দেখে নেওয়া যাক বিরাটের আইপিএল কেরিয়ারের এমনই তিন বড় বিতর্কের মুহূর্ত।

বিরাট বনাম গম্ভীর

আইপিএলের আঙিনায়ক আরসিবির জার্সি গায়ে এই ৩ বড় বিতর্ক ঘটিয়েছেন বিরাট, ভুলতে পারেননি ফ্যানরা !! 2

২০১৩  সালে দুজনের মধ্যে ঝগড়া হয়। সেই সময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর।  আরসিবির অধিনায়ক ছিলেন। কোহলি আউট হয়ে মাঠ ছাড়ার সময় গৌতম গম্ভীরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। তবে সেই সময় ঝামেলা কমেনি এবং তা গড়ায় মাঠের বাইরেও। এরপর অনেক বছর কেটে যাওয়ার পর লখনউয়ের কোচ হন গম্ভীর। ২০২৩ সালে ফের এই দু’জনের মধ্যে ঝামেলা হয়। তবে এবার একজন খেলোয়াড়কে কেন্দ্র করে এই দুই তারকা ঝামেলায় জড়ান। এখনও অবশ্য এই দু’জনকে মাঝে মধ্যেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায়।

বিরাট বনাম নবীন

আইপিএলের আঙিনায়ক আরসিবির জার্সি গায়ে এই ৩ বড় বিতর্ক ঘটিয়েছেন বিরাট, ভুলতে পারেননি ফ্যানরা !! 3

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের মধ্যে আইপিএল ২০২৩ ম্যাচ চলাকালীন মাঠে বিরাট কোহলি এবং নবীন উল হকের মধ্যে ঝগড়া হয়। দুই খেলোয়াড়কে টিভিতে রেগে কথা বলতে দেখা যায়। খেলা শেষে খেলোয়াড়রা যখন একে অপরের সাথে করমর্দন করছিলেন, তখন কোহলির কিছু মন্তব্যের কারণে নবীন উল হক হাত নাড়ান। কিন্তু এই বিতর্ক এখানেই থামেনি। এর পরে ক্রিকেটপ্রেমীরা বিরাট কোহলি এবং লখনউ দলের মেন্টর গৌতম গম্ভীরের মধ্যে তুমুল তর্ক-বিতর্কও দেখেন। আইপিএল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে ম্যাচ ফির ১০০% জরিমানা করে। অন্যদিকে লখনউয়ের হয়ে খেলা আফগান খেলোয়াড় নবীন-উল-হককে ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়।

বিরাট বনাম সৌরভ

আইপিএলের আঙিনায়ক আরসিবির জার্সি গায়ে এই ৩ বড় বিতর্ক ঘটিয়েছেন বিরাট, ভুলতে পারেননি ফ্যানরা !! 4

ভারতের প্রাক্তন দুই অধিনায়ক বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব কারো অজানা নয়। ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে হাত মেলানোর সময় বিরাটকে বাদ দেন সৌরভ। এরপর ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করেন বিরাট। এই দুই তারকার দ্বন্দ্ব শুরু হয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। বিশ্বকাপ ব্যর্থতায় টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট। তবে তিনি চেয়েছিলেন ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যেতে। কিন্তু কিছুদিন পর এই সংস্করণ থেকেও তাকে সরিয়ে দেয় বিসিসিআই। তখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন সৌরভ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *