T20 World Cup Prize Money: বার্বাডোজের কেনসিংটন ওভালে নজরকারা পারফরম্যান্স দেখালো টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর বিশ্বকাপ শিরোপা জয় করল টিম ইন্ডিয়া। গত এক বছরে তিনটি ফাইনাল খেলা ভারতীয় দলের কাছে এটিই ছিল প্রথম বিশ্বকাপ জয়। ২০২৩ সালের জুন মাসে অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাস্ত হতে হয়েছিল ভারতীয় দলকে। এরপর ২০২৩ সালের নভেম্বরে আবার একবার অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলকে ঘরের মাটিতেই ওডিআই বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পরাস্ত হতে হয়েছিল। এবার ছিল বদলা নেওয়ার শেষ সুযোগ। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat kohli) এবং কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) আইসিসি শিরোপা জেতার এটিই ছিল শেষ সুযোগ।
কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে, আর শেষ রাতেই ট্রফি জয় করলেন ভারতীয় দলের এই কিংবদন্তি প্লেয়াররা। গতকাল ফাইনাল ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে এসে দ্বিতীয় ওভারেই তিনি উইকেট হারিয়ে ভারতীয় দলকে ব্যাক ফুটে দেখা যায়। তবে সেই মুহূর্তে দলকে সামাল দেন বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেলের জুটি। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৭৬ রানের ইনিংসটি খেলেন বিরাট কোহলি এবং ৪৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে ভারতকে কঠিন অবস্থা থেকে বার করে আনেন অক্ষর।
Read Also: T20 World Cup: “আমাদের মত অপেক্ষায় ছিলেন দেশবাসীও…” বিশ্বকাপ জিতে আবেগবিহ্বল রোহিত প্রশংসায় ভরালেন সতীর্থদের !!
দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া
শেষের দিকে দুবের একটি গুরুত্বপূর্ণ ইনিংসে ভারতীয় দল ১৭৯ রানে পৌঁছে যায়। এই রান তাড়া করতে এসেই পাওয়ারপ্লের ভিতর দুই উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তারপর ট্রিস্টান স্টাবস এবং কুইন্টন ডি ককের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে এই পার্টনারশিপটা ভেঙ্গে দেন অক্ষর প্যাটেল। ভারতীয় দলের কিছুটা কামব্যাক হলেও দক্ষিণ আফ্রিকার দিক থেকে ব্যাটিং করতে আসেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং তার ব্যাট থেকে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চার ছক্কার বৃষ্টি দেখা যায়।
ভারতীয় দলের কাছে এই ম্যাচটি প্রায় হাত ফসকে বেরিয়ে গিয়েছিল। তবে ভারতীয় পেশারদের দুর্দান্ত কাম ব্যাক দলকে আবার জয়ের দোরগোড়ায় ফিরিয়ে নিয়ে আসে। শেষ ওভারে ১৬ রান ডিফেন্ড করার দায়িত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার উপরে, প্রথম বলে বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলারকে আউট করে ভারতের নামে প্রায় ম্যাচটি ছিনিয়ে নিয়ে আসেন হার্দিক। সাত রানের ব্যাবধানে ম্যাচ জিতে ভারতীয় দল দ্বিতীয়বারের জন্য এই শিরোপা (T20 World Cup 2024) জয় করল।
২০২৪’ বিশ্বকাপে পুরস্কার অর্থ
অন্যদিকে মেগা ফাইনালে প্রাপ্ত পুরস্কারের কথা বলতে গেলে বিজয়ী দল ভারতকে ২.৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে ২০ কোটি ৪২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। রানার্সআপ হিসেবে দক্ষিণ আফ্রিকার জিতল ১.২৮ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৬৭ লক্ষ টাকার সমান। অন্যদিকে যে সমস্ত দলগুলি সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় নিয়েছে সেই সমস্ত দলগুলির দেওয়া হয়েছে সাত লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৬ কোটি ৫৬ লক্ষ টাকার সমান।
সুপার এইটের দৌড় থেকে যে দল গুলো ছিটকে গিয়েছে তাদের জন্য ৩৮২,৫০০ মার্কিন ডলার অর্থাৎ ৩ কোটি ১৭ লক্ষ টাকা পেয়েছে। তাছাড়া ৯ম থেকে ১২তম স্থানে থাকা দলগুলিকে প্রায় ২ কোটি টাকা দেওয়া হয়েছে। ১৩ থেকে ২০ তম স্থানে থাকা দলগুলি পাবে ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার করে। যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকার সমান। শুধু তাই নয়, সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা ছাড়া প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলোকে আলাদা করে ৩১ হাজার ১৫৪ ডলার বা ২৫ লক্ষ ৮৯ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে দলগুলিকে।