ক্রমশ পরিনতির দিকে এগোচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ।ইতিমধ্যে বেশ কিছু চমক উপভোগ করেছে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা।সেমিফাইনালর জন্য ফেবারিট সাউথ আফ্রিকা ইতিমধ্যে ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে , অন্যদিকে প্রতিযোগিতায় একেবারে খাদের কিনারায় পৌঁছে যাওয়া পাকিস্তান এখনো টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব রেখেছে টিকিয়ে।আবার এবছর বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ান মনে করা ইংল্যান্ডের উপর ঝুলছে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার খাড়া।সব মিলিয়ে দারুন এক জমজমাট পরিবেশ এখন লক্ষ্য করা যাচ্ছে এবারের বিশ্বকাপে।
ইতিমধ্যে আগামী ১৪ ই জুলাই লর্ডসে ফাইনাল খেলবে কোন দুই দল।তা নিয়ে জল্পনা তুঙ্গে।এমন একটি প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষন জানিয়ে দিলেন তার পছন্দের দুই ফাইনালিস্ট এর নাম।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে লক্ষন জানিয়েছেন আগামী ১৪ ই জুলাই ক্রিকেটের মক্কায় এবারের বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত – অস্ট্রেলিয়া।প্রসঙ্গত , এই মুহূর্তে বিশ্বকাপের একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।এ্যরন ফিন্চের নেতৃত্বাধীন অজি দল এইমুহূর্তে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে।সাত ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা বারো।এখনও তাদের নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে খেলা বাকি।
অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত এবারের বিশ্বকাপে এখনও অবধি অপরাজিত দল।গত ৫ ই জুন সাউথ আফ্রিকা কে হারিয়ে এবারের বিশ্বকাপ জয়ধ্বজা উড়িয়েছিলো বিরাটরা।এরপর তারা একে একে হারিয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দল গুলো কে।এইমুহূর্তে তাদের পয়েন্ট সংখ্যা ১১ ।আর একটি ম্যাচ জিতলে নিশ্চিত বিরাটদের সেমিফাইনাল।
এদিন শুধু ভারতীয় দলই, ধোনিকে নিয়েও নিজের ব্যক্তিগত মতামত পোষণ করেছেন লক্ষন ।একদিকে যখন ধোনির ব্যাটিং নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন সকলে ঠিক তখন উল্টো দিকে ধোনির পাশে থেকে লক্ষন জানিয়েছেন, এই মুহূর্তে দলের সবচেয়ে এক্সপেরিয়েন্সড ক্রিকেটার হলেন ধোনি।দলের প্রতিটি ক্রিকেটার সমৃদ্ধ হয়ে উঠবে খেলাটার সম্পর্কে ওর নলেজ নিয়ে।শুধু ব্যাটসমান না, বোলাররাও সমৃদ্ধ হয় ধোনির দ্বারা।এরপর লক্ষন বলেন ভারতীয় ক্রিকেট দল খুবই ভাগ্যবান যে তাদের দলে একজন ধোনির মতো ক্রিকেটার রয়েছে বর্তমানে।
আগামী রোববার এজবাস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত।