“এই ম্যাচটাও জমিয়ে খেলবো…” বিয়ের আসরে মস্করা মুকেশ কুমারের, হেসে ফেললেন নববধূ’ও !!

জন্ম বিহারের গোপালগঞ্জে হলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। অল্প বয়সে ক্রিকেটের টানে পাশের রাজ্য থেকে এসেছিলেন কলকাতায়। তারপর ‘সিটি অফ জয়’-ই এখন তাঁর ঘরবাড়ি। বাংলার হয়ে খেলেই ভারত-এ দলের প্রতিনধিত্ব করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের পারফর্ম্যান্স তাঁকে এনে দিয়েছে দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ। ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত খেলেছেন। এশিয়া কাপ […]

মুকেশ কুমার (Mukesh Kumar)-

বর্তমানে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। ১৯৯৩ সালের ১২ অক্টোবর বিহারের গোপালগঞ্জ জেলার কাকরকুণ্ড গ্রামে জন্ম তাঁর। বাবা কাশীনাথ সিং (Kashinath Singh) ছিলেন পেশায় ট্যাক্সি ড্রাইভার। মা মালতী দেবী গৃহবধূ। ভাই ধানসেত ও চার বোন রয়েছে মুকেশের (Mukesh Kumar Family Information)। ২০১২ সালে কলকাতা চলে আসেন মুকেশ (Mukesh Kumar)। আচমকাই কঠিন ‘বোন এডেমা’ রোগে আক্রান্ত হন তিনি। অনিশ্চিত হয়ে পড়ে কেরিয়ার।

সেই সময়ই তিনি নজরে পড়েন প্রাক্তন বাংলা ক্রিকেটার রণদেব বোসের (Ranadeb Bose)। তৎকালীন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহায়তায় চিকিৎসার ব্যবস্থা হয় তাঁর। হয় থাকা-খাওয়ার ব্যবস্থাও। রোগকে পিছনে ফেলে এরপর দৃপ্ত পদক্ষেপে কেবল সাফল্যের সিঁড়ি চড়েছেন মুকেশ (Mukesh Kumar)।২০১৫ সালে র নভেম্বর হরিয়ানার বিরুদ্ধে রোহতাকে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মুকেশ কুমারের (Mukesh Kumar Debut)।

২০১৫-র ডিসেম্বর মাসে লিস্ট-এ ক্রিকেটে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথমবার বাংলার জার্সিতে মাঠে নামেন তিনি। বাংলা। ২০১৬’র জানুয়ারিতে নাগপুরে গুজরাতের বিরুদ্ধে টি-২০ অভিষেক হয় মুকেশের। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম্যান্সের সুবাদে সুযোগ পান ভারত-এ দলের হয়েও। নিউজিল্যান্ড, বাংলাদেশের যুব দলের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্স করে সিনিয়র জাতীয় নির্বাচকদের নজর কেড়ে নেন মুকেশ। ২০২৩-এ পোর্ট অফ স্পেনের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান মুকেশ (Mukesh Kumar)। গত ডিসেম্বরে দিব্যা সিং-কে বিয়ে করেছেন মুকেশ।

বাংলায় মুকেশ কুমারের বায়োগ্রাফি (Mukesh Kumar Biography in Bengali)-

সম্পূর্ণ নাম মুকেশ কুমার
ডাকনাম
জন্মস্থান গোপালগঞ্জ, বিহার
জন্মতারিখ ১২ অক্টোবর, ১৯৯৩
উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি (১৭৫ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল দিল্লী ক্যাপিটালস
জার্সি নম্বর ৩০
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা ডান হাতি ফাস্ট মিডিয়াম পেসার
স্ত্রী-র নাম দিব্যা সিং
সন্তানের নাম
রাশিচিহ্ন তুলা
শখ
পঠনপাঠন ভিএম হাইস্কুল
ইন্সটাগ্রাম প্রোফাইল @mukeshkumar3924
ফেসবুক প্রোফাইল
ট্যুইটার (X) হ্যান্ডেল

মুকেশ কুমারের আন্তর্জাতিক অভিষেক (Mukesh Kumar International Debut in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ২৩/০৭/২০২৩ ওয়েস্ট ইন্ডিজ পোর্ট অফ স্পেন
ওয়ান ডে ২৭/০৭/২০২৩ ওয়েস্ট ইন্ডিজ ব্রিজটাউন
টি-২০ ০৩/০৮/২০২৩ ওয়েস্ট ইন্ডিজ তারুবা

যে দলগুলির হয়ে খেলেছেন মুকেশ কুমার (Mukesh Kumar Teams in Bengali)-

ভারত, ভারত-এ, অবশিষ্ট ভারত, বাংলা, দিল্লী ক্যাপিটালস

মুকেশ কুমারের পরিসংখ্যান (Mukesh Kumar Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট বোলিং গড় ইকোনমি রেট সেরা বোলিং ইনিংসে ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট রান
Test ০৩ ০৭ ২৫.৫৭ ৩.৭৮ ০/২ ০০ ০০ ০০
ODI ০৬ ০৫ ৪৩.৪০ ৫.৫৬ ৩/৩০ ০০ ০০ ১০
T20i ১৪ ১২ ৩৪.৩৩ ৯.৩৯ ৩/৩২ ০০ ০০ ০৫
IPL ১৭ ১৭ ৩২.২৯ ১০.৫৬ ৩/১৪ ০০ ০০ ০৭
FC ৪৩ ১৬৬ ২০.৭২ ২.৭৩ ৬/৩২ ০৭ ০১ ২০১
List-A ৩০ ৩১ ৩৮.৪১ ৫.১৮ ৩/৩০ ০০ ০০ ৪৭
T20 ৫৮ ৫৬ ৩০.৮৫ ৮.৮৩ ৩/১২ ০০ ০০ ১৭

মুকেশ কুমারের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Mukesh Kumar Records in Bengali)-

  • ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে কোনো রান খরচ না করে টেস্ট ক্রিকেটে একাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন মুকেশ কুমার। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২.২ ওভারে ০ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। (Mukesh Kumar Achievements)
  • টি.নটরাজনের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একই সফরে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে অভিষেক হয়েছে মুকেশ কুমারের।

মুকেশ কুমারের নেটওয়ার্থ (Mukesh Kumar Net Worth in Bengali)-

  • ভারতীয় বোর্ডের গ্রেড C চুক্তি- ১ কোটি টাকা
  • আইপিএল ২০২৪- ৫.৫০ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ১৬.৬১ কোটি টাকা (আনুমানিক)

মুকেশ কুমার সম্পর্কীত প্রশ্নাবলী (Mukesh Kumar FAQs)-

মুকেশ কুমারের জন্ম কোথায়?

মুকেশ কুমারের জন্ম বিহারের গোপালগঞ্জ গ্রামে

মুকেশ কুমারের স্ত্রী’র নাম কি?

মুকেশ কুমারের স্ত্রী’র নাম দিব্যা সিং।

মুকেশ কুমার কোন আইপিএল দলের প্রতিনিধিত্ব করেন?

মুকেশ কুমার আইপিএলে খেলেন দিল্লী ক্যাপিটালসের হয়ে।

মুকেশ কুমার কবে প্রথম ভারতের হয়ে খেলেন?

২০২৩-এর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুকেশ কুমার প্রথম ভারতের হয়ে মাঠে নামেন।

কোন তিন ক্রিকেটার টেস্টে কোনো রান না খরচ করেই একাধিক উইকেট পেয়েছেন?

রিচি বেনো (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), মুকেশ কুমার (ভারত)।