আজ আইপিএলের (IPL 2024) ৬৯তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস (SRH vs PBKS)। চলতি মৌসুমে তৃতীয় দল হিসেবে আইপিএল ২০২৪’এর মঞ্চে কোয়ালিফাই করে হায়দ্রাবাদ। গতদিন গুজরাটের বিরুদ্ধে হায়দ্রাবাদের ম্যাচে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেতেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করে ফেলে হায়দ্রাবাদ। আজকের ম্যাচটি হায়দ্রাবাদের কাছে প্লে-অফে শীর্ষ দুই স্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
চলতি মরশুমে দুই দল আগে একবার মুখোমুখি হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাঞ্জাবকে ২ রানে পরাজিত করেছিল হায়দ্রাবাদ। ম্যাচের কথা বলতে গেলে, আইপিএল ২০২৪’এর ২৩তম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ধাওয়ান। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স। এই ম্যাচে জন্ম নেয় হায়দ্রাবাদ দলের নতুন সুপারস্টার নীতিশ রেড্ডি (Nitish Reddy), ৩৭ বলে ৪টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৬৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ১৮২ রানে শেষ হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ব্যাটিং এবং এই রান তাড়া করতে এসে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ফেলে।
পাঞ্জাব কিংসের হয়ে ২৫ বলে ৬টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৪৬ রান বানান শশাঙ্ক সিং (Shashank Singh) এবং ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৩ রানের ইনিংস খেলে পাঞ্জাব দলকে ম্যাচের মধ্যে টিকিয়ে রাখে। যদিও পাঞ্জাবকে ২ রানে এই ম্যাচে পরাজিত হতে হয়েছিল। আজকের ম্যাচে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। চলতি মরশুমে ১৩ ম্যাচে ৭ ম্যাচ জিতে ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে আপাতত পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং ১৩ ম্যাচে নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS)।
Read More: IPL 2024: অসম্ভবকে সম্ভব করলো বেঙ্গালুরু, চেন্নাইকে ২৭ রানে হারিয়ে শেষ চারে পা রাখলো বিরাট-বাহিনী !!
SRH vs PBKS, MATCH 69, IPL 2024, PITCH REPORT
আজকের ম্যাচটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই মাঠে একাধিক ম্যাচেই রানের বৃষ্টি দেখা গিয়েছে। চলতি মরশুমের দ্বিতীয় সর্বাধিক রান (২৭৭) এসেছে এই মাঠেই। মাঠের বাউন্ডারি বাঁকি মাঠ গুলির তুলনায় একটু বড় হলেও এখানে পিচ ব্যাটসম্যানদের কাছে স্বর্গ, বোলারদের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠতে পারে এখানের পিচে বাজে বোলিং করলে। প্রসঙ্গত, বোলারদের কাছে এই উইকেটে কোনো সুযোগ নেই বললেই চলে তবে ম্যাচ জিততে গেলে বোলারদের কৃপণ বোলিং করতে হবে।
SRH vs PBKS, MATCH 69, IPL 2024, WEATHER UPDATE
আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আবহাওয়ার কথা বলতে গেলে, সকালে সর্বাধিক ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং তা খেলা চলাকালীন কমতে কমতে ২৬ ডিগ্রি তাপমাত্রায় নেমে আসবে। বাতাসে ৬৮ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকবে এবং ১০ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। তবে, ভক্তদের জন্য দুঃসংবাদ হতে চলেছে আজকের ম্যাচের বৃষ্টি। আজ ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার রয়েছে সম্ভাবনা।
SRH vs PBKS, MATCH 69, IPL 2024, HEAD to HEAD
আইপিএল এর মৌসুমে দুই দল মোট ২২ বার মুখোমুখি হয়েছে। হায়দ্রাবাদের কাছে ১৫ বার পরাজিত হয়েছে পাঞ্জাব কিংস এবং ৭ বার পাঞ্জাব, হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে সক্ষম হয়েছে।
SRH vs PBKS, MATCH 69, IPL 2024, সম্ভব্য একাদশ
সানরাইজার্স হায়দ্রাবাদ- অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সানভির সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাত, বিজয়কান্ত ভিয়াস্কান্ত। [ইমপ্যাক্ট প্লেয়ায়: টি নটরাজন]।
পাঞ্জাব কিংস- প্রভসিমরান সিং, অথর্ব তাইদে, রিলি রোসোউ, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (অধিনায়ক ও উইকে), আশুতোষ শর্মা, হারপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, হর্ষাল প্যাটেল, নাথান এলিস, রাহুল চাহার। [ইমপ্যাক্ট প্লেয়ার: আরশদীপ সিং]।