lsg-vs-kkr-toss-report-in-bengali

আগামীকাল আইপিএলের ৫৪তম ম্যাচ (IPL 2024) ও দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস (LSG) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মৌসুমে আগে একবার মুখোমুখি হয়েছে এই দুই দল। প্রথম সাক্ষাতে জয়লাভ করেছিল কলকাতা নাইট রাইডার্স। বিখ্যাত ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাটিং করে লখনৌ দল কেবলমাত্র ১৬১ রান বানাতে সক্ষম হয়েছিল, যে রান তাড়া করতে এসে কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনার কাম উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসের একটি ইনিংস খেলেছিলেন এবং তাকে সঙ্গ দিয়েছিলেন ৩৮ বলে ৩৮ রান বানানো ক্যাপ্টেন আইআর।

আগামীকাল ম্যাচটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। পয়েন্ট তালিকার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বইকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। আগামীকাল ম্যাচে কলকাতা দল জিতলে প্লে অফের জন্য টিকেট কনফার্ম করে ফেলবে দলটি। যেখানে লখনৌ দলের কাছে সুযোগ থাকবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসার। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে কলকাতা (KKR)। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় সুনিশ্চত করেছে দলটি। দলের হয়ে ফর্মে ফিরেছে মিচেল স্টার্ক (Mitchell Starc), মুম্বাইয়ের বিরুদ্ধে চারটি উইকেট নিয়ে তিনি তার নিজের জাত চেনালেন।

Read More: T20 বিশ্বকাপে ওপেনিং করবেন না রোহিত শর্মা, এই প্লেয়ারের হাতেই তুলে দেওয়া হলো গুরুদায়িত্ব !!

শুধু তাই নয়, মিডিল অর্ডারে বেশ ভালো প্রদর্শন দেখাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। গত ম্যাচে কঠিন উইকেটে দুর্দান্ত একটি অর্ধ-শতরান হাকিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন নারায়ন ও সল্টের উপরেই কলকাতা দল ভরসা করে না। অন্যদিকে লখনৌ দলের কথা বলতে গেলে তারাও তাদের শেষ ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই খেলেছিল। যেখানে আবারও একবার ফ্লপ প্রদর্শন দেখায় মুম্বাই, দলটি প্রথমে ব্যাটিং করে ১৪৪ রান বানাতে সক্ষম হয়েছিল। যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে শেষ ওভারে লখনৌ জয় সুনিশ্চিত করে। দলের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে মায়ঙ্ক যাদবের চোট, আগামীকাল ম্যাচটি তিনি নাও খেলতে পারেন। তবে কলকাতা দলের জন্য সুখবর হতে চলেছে হার্ষিত রানার (Harshit Rana) কামব্যাক। এক ম্যাচের ব্যান কাটিয়ে তিনি ফিরবেন দলে।

LSG vs KKR, IPL 2024 MATCH 54 PITCH REPORT

Ekana stadium, ipl 2024
Ekana Stadium | Image: Twitter

আগামীকাল ম্যাচটি লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপাই একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। বিগত কয়েকটি ম্যাচের বিচারে আগামীকালের উইকেট বোলারদের পক্ষে উপযুক্ত হতে চলেছে। একাধিক ক্রিকেট খেলার জন্য পিচটি ধীরগতিতে পরিণত হয়েছে। বাঁকি মাঠ গুলির মতো এখানে অতিরিক্ত রান দেখতে পাওয়া যাবে না। জয়ের জন্য এখানে ১৬০-১৭০ রান প্রয়োজনীয়। তবে পাওয়ার প্লের ভিতরেই ব্যাটসম্যানদের যতটা সম্ভব রান লুটে নেওয়ার প্রয়োজন রয়েছে। আগামীকাল ম্যাচে টস জয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন কারণ দ্বিতীয় ইনিংসে পিচ আরও ধীর গতিতে পরিণত হবে।

LSG vs KKR, IPL 2024 MATCH 54 WEATHER REPORT

আগামীকাল ম্যাচে সর্বাধিক ৪২ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি তাপমাত্রা থাকবে। বাতাসে ১৮% আপেক্ষিক আদ্রতা দেখা যাবে ও ১৯ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। যদিও বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামীকাল দুই দলের মধ্যেই একটি হাইভোল্টেজ ম্যাচ দেখা যাওয়ার রয়েছে প্রবল সম্ভাবনা।

LSG vs KKR, IPL 2024 MATCH 54 HEAD TO HEAD

LSG vs KKR IPL 2024 Match 54 Preview in Bengali: কলকাতার বিরুদ্ধে বদলা নিতে প্রস্তুত লখনৌ, গম্ভীরের নতুন চালে KKR করবে প্লে-অফের টিকিট কনফার্ম !! 1

দুই দল নিজেদের মধ্যে ৪ ম্যাচ খেলেছে যেখানে লখনৌ দল ৩ বার কলকাতাকে পরাস্ত করছিল এবং চলতি সিজিনে প্রথম বারের জন্য কলকাতা লখনৌ দলকে পরাজিত করেছে। আগামীকাল এই পরিসংখ্যানের পরিবর্তন হবে।

LSG vs KKR, IPL 2024 MATCH 54, দুই দলের সম্ভব্যা একাদশ

লখনৌ সুপার জায়ান্টস

কেএল রাহুল (C/WK), কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, মহসিন খান, যশ ঠাকুর [ইমপ্যাক্ট প্লেয়ার: আরশিন কুলকার্নি]

কলকাতা নাইট রাইডার্স

ফিলিপ সল্ট (WK), সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (C), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। [ইমপ্যাক্ট প্লেয়ার: মণীশ পাণ্ডে ]

Read Also: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *