IPL 2025: এখনও অবধি অষ্টাদশতম আইপিএলের (IPL) একমাত্র অপরাজিত দল দিল্লী ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে তারা। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে তারা। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে পারেন নি ফাফ দু প্লেসি। ওপেনিং স্লটে ফিরতে চলেছেন তিনি। অভিষেক পোড়েল, কে এল রাহুলদের ধুন্ধুমার ব্যাটিং চিন্নাস্বামীতে সাফল্য এনে দিতে পারে দিল্লীকে। নজর থাকবে স্টার্ক, কুলদীপদের বোলিং-এর দিকেও। চলতি টুর্নামেন্টে ভালো ছন্দে রয়েছে বেঙ্গালুরুও। ইতিমধ্যে চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে তারা। দিল্লীর অশ্বমেধের ঘোড়ায় লাগাম দিতে পারলে প্লে-অফের দিকে নিঃসন্দেহে এক পা এগিয়ে যাবে রজত পাটিদারের নেতৃত্বাধীন দল। বিরাট কোহলি, ফিল সল্ট, ক্রুণাল পাণ্ডিয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ম্যাচে। বোলিং-এ নজর কাড়তে পারেন হ্যাজেলউড, সুয়শ শর্মারা।
Read More: হারিয়েছেন পুরোনো জৌলুস, এই বিস্ফোরক ব্যাটসম্যানের ব্যর্থতা জন্য ডুবছে দল !!
IPL 2025: ম্যাচের সময়সূচি-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)
তারিখ- ১০/০৪/২০২৫
ম্যাচ নং- ২৪
ভেন্যু- এম চিদাম্বরম স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট
M Chinnaswamy Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইশ গজ সাধারণত ব্যাটিং সহায়কই হয়ে থাকে। প্রচুর রান ওঠে এখানে। দ্রুত আউটফিল্ড ও ছোটো বাউন্ডারিও বড় শট খেলার ক্ষেত্রে সাহায্য করে ব্যাটারদের। বৃহস্পতিবারের বেঙ্গালুরু বনাম দিল্লী (RCB vs DC) ম্যাচেও ব্যাটিং বান্ধব বাইশ গজই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। ইনিংসের একদম শুরুতে নতুন বলে খানিক সাহায্য পেতে পারেন বোলাররা। কিন্তু যত ম্যাচ গড়াবে ততই জাঁকিয়ে বসার সম্ভাবনা ব্যাটারদের। এখনও অবধি এখানে ৯৬টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাট করে জয় এসেছে ৪১টি ম্যাচে। রান তাড়া করে জয় এসেছে ৫১টি খেলায়। বাকি ৪টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। এখানে শিশির নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে। তা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Bengaluru Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

বৃহস্পতিবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লী ক্যাপিটালস (RCB vs DC)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে ‘গার্ডেন সিটি’র আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে সেদিন। ৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তা ক্রিকেটের পথে বাধা সৃষ্টি করবে না বলেই আশা বিশেষজ্ঞদের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৭ শতাংশ। এছাড়া খেলা চলাকালীন ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।
RCB vs DC হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩১
- বেঙ্গালুরুর জয়- ১৯
- দিল্লীর জয়- ১১
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ৪৭ রানে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
ফিল সল্ট ✈️, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন ✈️, টিম ডেভিড ✈️, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ডিয়া, জশ হ্যাজেলউড ✈️, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
ফিল সল্ট ✈️, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন ✈️, টিম ডেভিড ✈️, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ডিয়া, জশ হ্যাজেলউড ✈️, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, সুয়শ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদত্ত পাডিক্কল/সুয়শ শর্মা, রসিক দার সালাম, স্বপ্নীল সিং, স্বস্তিক চিকারা, জেকব বেথেল।
দিল্লী ক্যাপিটালস (DC)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
ফাফ দু প্লেসি ✈️, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ✈️, অভিষেক পোড়েল, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস ✈️, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, মিচেল স্টার্ক ✈️, মোহিত শর্মা।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
ফাফ দু প্লেসি ✈️, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ✈️, অভিষেক পোড়েল, কে এল রাহুল (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস ✈️, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, মিচেল স্টার্ক ✈️, মোহিত শর্মা, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার- আশুতোষ শর্মা/মুকেশ কুমার, করুণ নায়ার, ডোনোভান ফেরেইরা ✈️, সমীর রিজভি, ত্রিপুরাণা বিজয়।
RCB vs DC Dream 11 Prediction-
ব্যাটার- বিরাট কোহলি, রজত পাটিদার, ফাফ দু প্লেসি
অলরাউন্ডার- ক্রুণাল পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল
উইকেটরক্ষক- ফিল সল্ট, কে এল রাহুল
বোলার- মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, কুলদীপ যাদব, মোহিত শর্মা
অধিনায়ক- রজত পাটিদার
সহ-অধিনায়ক- বিরাট কোহলি
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।