ipl-2025-pbks-vs-rr-dream-11-prediction

IPL 2025: দুরন্ত গতিতে অষ্টাদশতম আইপিএলের (IPL) শুরুটা করেছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PBKS)। পরপর দুটি ম্যাচ বড় ব্যবধানে জিতে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। আজ ঘরের মাঠ মুল্লানপুরে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে তারা। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ধারে-ভারে সঞ্জু স্যামসনদের থেকে পাঞ্জাবকে বেশ খানিকটা এগিয়েই রাখছেন বিশেষজ্ঞরা। ছন্দে থাকা প্রভসিমরণ সিং, শ্রেয়স আইয়ার ,শশাঙ্ক সিং-রা আজ ট্রাম্প কার্ড হতে পারেন পাঞ্জাবের জন্য, মনে করছেন তাঁরা। বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং’রা। অন্যদিকে নবম স্থানে থাকা রাজস্থানের (RR) জন্য এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর সুযোগ। উইকেটকিপিং-এর ছাড়পত্র পেয়েছেন সঞ্জু স্যামসন। নেতৃত্বে ফিরছেন তিনি। যা আত্মবিশ্বাস যোগাচ্ছে দলকে। এছাড়াও নজর থাকবে রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, যশস্বী জয়সওয়ালদের দিলে।

Read More: PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ১৮

তারিখ- ০৫/০৪/২০২৪

ভেন্যু- মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

MYSICS Pitch Report (পিচ রিপোর্ট)-

Maharaja Yadavindra Singh International Cricket Stadium | Image: Getty Images
Maharaja Yadavindra Singh International Cricket Stadium | Image: Getty Images

আজ মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। মোহালি ছেড়ে গত বছরই মুল্লানপুরের নতুন ভেন্যুতে সরে এসেছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। এখানে খেলার শুরুতে খানিক সিম মুভমেন্ট দেখা গেলেও খেলা যতই গড়ায় ততই ব্যাটিং সহায়ক হয়ে পড়ে পিচ। মুল্লানপুরে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৯। এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। গত বছর ৭ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিলো তারা। এখনও অবধি আইপিএলের (IPL) ৫টি ম্যাচ আয়োজিত হয়েছে এখানে। তার মধ্যে ২টিতে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে। বাকি ৩টিতে জয় এসেছে রান তাড়া করে। আজ টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

Mullanpur Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mullanpur Weather Forecast | Image: Twitter
Mullanpur Weather Forecast | Image: Twitter

পাঞ্জাবের মুল্লানপুর ডাকায় আজ বসতে চলেছে আইপিএলের আসর। স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে আজ, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ২৪ শতাংশ। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ থাকতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা।

PBKS vs RR হেড টু হেড পরিসংখ্যান-

PBKS vs RR | IPL | Image: Getty Images
PBKS vs RR | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ২৮
  • পাঞ্জাবের জয়- ১২
  • রাজস্থানের জয়- ১৬
  • শেষ সাক্ষাতে ফলাফল- পাঞ্জাব ৫ উইকেটে জয়ী

দুই দলের সম্ভাব্য একাদশ-

PBKS vs RR | IPL | Image: Getty Images
PBKS vs RR | IPL | Image: Getty Images

পাঞ্জাব কিংস-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াংশ শেগড়ে, আজমাতুল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াংশ সেগড়ে, আজমাতুল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বৈশাখ।

ইমপ্যাক্ট প্লেয়ার- নেহাল ওয়াধেরা, প্রবীণ দুবে, বিজয়কুমার বৈশাখ/প্রিয়াংশ আর্য, হরপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ

রাজস্থান রয়্যালস-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, নীতিশ রাণা, ধ্রুব জুরেল, শিমরণ হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ তীক্ষণা, তুষার দেশপাণ্ডে।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, নীতিশ রাণা, ধ্রুব জুরেল, শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ তীক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- শুভম দুবে/সন্দীপ শর্মা, কুমার কার্তিকেয় সিং, কোয়েনা মাপাখা, কুণাল রাঠৌর, আকাশ মাধওয়াল।

PBKS vs RR Dream 11 Prediction-

ব্যাটার- শ্রেয়স আইয়ার, শিমরণ হেটমায়ার, যশস্বী জয়সওয়াল

অলরাউন্ডার- মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসেন

উইকেটরক্ষক- প্রভসিমরণ সিং, সঞ্জু স্যামসন

বোলার- আর্শদীপ সিং, তুষার দেশপাণ্ডে, যুজবেন্দ্র চাহাল, জোফ্রা আর্চার

অধিনায়ক- শ্রেয়স আইয়ার

সহ-অধিনায়ক- শিমরণ হেটমায়ার

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2025: ঔদ্ধত্বের পরিচয় দিলেন হার্দিক পান্ডিয়া, লাইভ ম্যাচে রোহিত শর্মাকে করলেন উপেক্ষা, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *