ipl-2025-mi-vs-kkr-dream-11-prediction

IPL 2025: গত বছরের আইপিএলে (IPL) লীগ তালিকায় দশম স্থানে শেষ করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। এবারও শুরুটা মোটেও ভালো হয় নি তাদের। প্রথম ম্যাচে হারতে হয়েছিলো চেন্নাইয়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে তাদের বিরুদ্ধে বাজিমাত করেছিলো গুজরাত টাইটান্স। পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচে হারের পর আজ ঘরে ফিরছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স (KKR)। হোমগ্রাউন্ডে সাফল্য পাওয়াই এখন পাখির চোখ হার্দিক পান্ডিয়াদের। জসপ্রীত বুমরাহ এখনও চোটের কারণে বাইরে। তাঁর শূন্যস্থান পূরণ করাই বড় চ্যালেঞ্জ কোচ মার্ক বাউচারের জন্য। সূর্যকুমার, তিলক বর্মা, ট্রেন্ট বোল্টদের উপরেই আস্থা রাখতে হচ্ছে মুম্বইকে। বেঙ্গালুরুর বিপক্ষে মরসুমের প্রথম ম্যাচটি হেরেছিলো নাইট রাইডার্স’ও। কিন্তু গুয়াহাটিতে রাজস্থানকে হারিয়ে ছন্দে ফিরেছে তারা। ফর্মে রয়েছেন ডি কক, রাহানেরা। অসুস্থতা সারিয়ে ফিরছেন নারাইন। আজকের ম্যাচে তফাত গড়ে দিতে পারেন তিনিও।

Read More: IPL 2025: ওয়াংখেড়েতে KKR বনাম MI’এর মহারণ, মেগা অনুষ্ঠানে উত্তাপ বাড়াবেন এই লাস্যময়ী অভিনেত্রী !!

IPL ম্যাচের সময়সূচি-

মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)

ম্যাচ নং- ১২

তারিখ- ৩১/০৩/২০২৫

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | Image: Getty Images
Wankhede Stadium, Mumbai | Image: Getty Images

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। আরব সাগরের তীরে অবস্থিত এই মাঠে সাধারণত ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়। ইনিংসের শুরুতে পেসারদের জন্য খানিক সাহায্য থাকলেও ম্যাচ যত গড়ায় ততই বাড়তে থাকে ব্যাটারদের দাপট। ছোট বাউন্ডারি ও দ্রুত গতির আউটফিল্ডকে কাজে লাগিয়ে চার-ছক্কা হাঁকাতে পারেন তাঁরা। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৭০-এর আশেপাশে। সোমবারের ম্যাচে বড় রানের আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও অবধি আয়োজিত হয়েছে ১১৬টি আইপিএল (IPL) ম্যাচ। তার মধ্যে ৫৪টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ৬২টি ম্যাচ। সোমবার হার্দিক বা রাহানে, টস যিনিই জিতুন না কেন, সম্ভবত শুরুতে বোলিং-ই করতে চাইবেন।

Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mumbai Weather Forecast | Image: Twitter
Mumbai Weather Forecast | Image: Twitter

বাণিজ্যনগরীতে সম্মুখসমরে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মুম্বই শহরে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৩০ শতাংশ। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ ৬ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর মিলেছে।

MI vs KKR হেড টু হেড পরিসংখ্যান-

MI vs KKR | IPL | Image: Getty Images
MI vs KKR | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩৪
  • মুম্বয়ের জয়- ২৩
  • কলকাতার জয়- ১১
  • শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ২৪ রানে জয়ী।

IPL 2025 লাইভ স্ট্রিমিং-

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি সরাসরি টিভির পর্দায় দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ।

দুই দলের সম্ভাব্য একাদশ-

MI vs KKR | IPL | Image: Getty Images
MI vs KKR | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটরক্ষক) ✈️, উইল জ্যাকস ✈️, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবিন মিঞ্জ, নমন ধীর, মিচেল স্যান্টনার ✈️, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ✈️।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটরক্ষক) ✈️, উইল জ্যাকস ✈️, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার ✈️, দীপক চাহার , ট্রেন্ট বোল্ট ✈️, সত্যনায়ারণ রাজু।

ইমপ্যাক্ট প্লেয়ার– রবিন মিঞ্জ/সত্যনারায়ণ রাজু, রাজ অঙ্গদ বাওয়া, অশ্বিনী কুমার, করবিন বশ ✈️।

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

সুনীল নারাইন ✈️, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক) ✈️, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ✈️, রমনদীপ সিং, অনরিখ নর্খিয়া ✈️, বৈভব আরোরা, হর্ষিত রাণা।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

সুনীল নারাইন ✈️, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক) ✈️, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ✈️, রমনদীপ সিং, অনরিখ নর্খিয়া ✈️, বৈভব আরোরা, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট প্লেয়ার- অঙ্গকৃষ রঘুবংশী/ বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, মঈন আলি ✈️, মনীশ পাণ্ডে, লভনীত সিসোদিয়া।

KKR vs MI Dream 11 Prediction-

ব্যাটার- অজিঙ্কা রাহানে, তিলক বর্মা, সূর্যকুমার যাদব

অলরাউন্ডার- রমনদীপ সিং, হার্দিক পান্ডিয়া, সুনীল নারাইন

উইকেটরক্ষক- ক্যুইন্টন ডি কক

বোলার- ট্রেন্ট বোল্ট, বরুণ চক্রবর্তী, দীপক চাহার, মিচেল স্যান্টনার

অধিনায়ক- ক্যুইন্টন ডি কক

সহ-অধিনায়ক- বরুণ চক্রবর্তী

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2025: ‘নিজেদের পায়ে কুড়ুল মারলো…’ রাজস্থানের বিরুদ্ধে হেরে ট্রলিং-এর শিকার চেন্নাই, তোপের মুখে ধোনি’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *