ipl-2025-lsg-vs-mi-dream-11-prediction

IPL 2025: একানা স্টেডিয়ামে আজ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (MI vs LSG)। দিনকয়েক আগে হোমগ্রাউন্ডে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছেন ঋষভ পন্থরা। আজ হার্দিক বাহিনীর বিরুদ্ধে সাফল্যের সরণিতে প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ তাঁদের সামনে। স্পিন সহায়ক উইকেটে রবি বিষ্ণোই, দিগভেশ সিং রাঠীদের ঘূর্ণি বোলিং আজ বড় অস্ত্র হতে পারে লক্ষ্ণৌর জন্য। ব্যাটিং বিভাগের মুখ হয়ে উঠতে পারেন নিকোলাস পুরান, মিচেল মার্শরা। আতসকাঁচের নীচে রয়েছেন অধিনায়ক ঋষভ স্বয়ং। অফ ফর্ম ঝেড়ে ফেলতে আজ মরিয়া থাকবেন তিনি। পক্ষান্তরে আইপিএলের (IPL) শুরুটা খুব একটা ভালো হয় নি মুম্বইয়েরও। তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে তারা। জয় একটিতে। আজ অ্যাওয়ে গ্রাউন্ডে সাফল্যের সন্ধানে নামছেন হার্দিকরা। রোহিত শর্মাকে ফের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। তিলক বর্মা, সূর্যকুমার যাদবরা হতে পারেন তুরুপের তাস।

Read More: IPL 2025, LSG vs MI MATCH PREVIEW: জয়ের ধারা অব্যহত রাখতে প্রস্তুত হার্দিক বাহিনী, ঘরের মাঠে মুম্বই বধের ‘ব্লু প্রিন্ট’ তৈরি ঋষভ পন্থের !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ১৬

তারিখ- ০৪/০৪/২০২৫

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

BRSAVB Ekana Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

BRSAVB Ekana Stadium, Lucknow | IPL | Image: Getty Images
BRSAVB Ekana Stadium, Lucknow | Image: Getty Images

আইপিএলের (IPL) অধিকাংশ মাঠে ব্যাটিং সহায়ক বাইশ গজ চোখে পড়লেও খানিক ব্যতিক্রম বলা যেতে পারে লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামকে। এখানের চটচটে উইকেটে বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। ফলে বড় শট খেলা কঠিন হয় ব্যাটারদের জন্য। সাধারণত এই মাঠে কার্যকরী ভূমিকা নিতে দেখা যায় স্পিনারদের। ১৬০-১৭০ রানের মধ্যেই স্কোর ঘোরাফেরা করে অধিকাংশ ম্যাচে। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সাধারণত কঠিন হয় লক্ষ্ণৌর বাইশ গজে। অপেক্ষাকৃত নতুন এই স্টেডিয়ামে এখনও অবধি মাত্র ১৫টি আইপিএল (IPL) ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ৭, রান তাড়া করে জয়ের সংখ্যাও ৭। ২০২৩ সালের লক্ষ্ণৌ বনাম চেন্নাই ম্যাচটি থেকেছিলো অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং-এর কথা ভাবতে পারেন।

Lucknow Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Lucknow Weather Forecast | Image: Twitter
Lucknow Weather Forecast | Image: Twitter

শুক্রবার নবাবের শহরে মুখোমুখি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। জমজমাট লড়াইতে বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশ মেঘমুক্ত থাকারই সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। লক্ষ্ণৌর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা হতে পারে ২২ শতাংশ। ম্যাচ চলাকালীন ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে বলে জানা গিয়েছে।

LSG vs MI হেড টু হেড পরিসংখ্যান-

LSG vs MI | Image: Getty Images
LSG vs MI | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৬
  • লক্ষ্ণৌর জয়- ০৫
  • মুম্বইয়ের জয়- ০১
  • শেষ সাক্ষাতে ফলাফল- লক্ষ্ণৌ ১৮ রানে জয়ী

দুই দলের সম্ভাব্য একাদশ-

LSG vs MI | Image: Getty Images
LSG vs MI | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

মিচেল মার্শ ✈️, এইডেন মার্করাম ✈️, নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার ✈️, আব্দুল সামাদ, দিগভেশ সিং রাঠী, শার্দুল ঠাকুর, আবেশ খান, রবি বিষ্ণোই।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

এইডেন মার্করাম ✈️, নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার ✈️, আব্দুল সামাদ, দিগভেশ সিং রাঠী, শার্দুল ঠাকুর, আবেশ খান, রবি বিষ্ণোই, মণিমরণ সিদ্ধার্থ।

ইমপ্যাক্ট প্লেয়ার- শাহবাজ আহমেদ, হিম্মত সিং, প্রিন্স যাদব, মিচেল মার্শ/মণিমরণ সিদ্ধার্থ, আকাশ মহারাজ সিং।

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

রায়ান রিকলটন (উইকেটরক্ষক) ✈️, রোহিত শর্মা, উইল জ্যাকস ✈️, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার ✈️, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ✈️, অশ্বিনী কুমার।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

রায়ান রিকলটন (উইকেটরক্ষক) ✈️, উইল জ্যাকস ✈️, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার ✈️, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ✈️, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর।

ইমপ্যাক্ট প্লেয়ার- রোহিত শর্মা/ভিগনেশ পুথুর, করবিন বশ ✈️, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, সত্যনারায়ণ রাজু।

LSG vs MI Dream 11 Prediction-

ব্যাটার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা, আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান ✈️

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, মিচেল মার্শ ✈️, শার্দুল ঠাকুর

উইকেটরক্ষক- ঋষভ পন্থ

বোলার- মিচেল স্যান্টনার ✈️, ট্রেন্ট বোল্ট ✈️, রবি বিষ্ণোই

অধিনায়ক- নিকোলাস পুরান

সহ-অধিনায়ক- শার্দুল ঠাকুর

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2025: আইপিএলের মাঝপথে নেতৃত্ব খোয়ালেন তারকা ক্রিকেটার, পুরনো মুখে আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *