IPL 2025: আজ আইপিএলের (IPL) দাক্ষিণাত্য ডার্বি। চেপকের ময়দানে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মরসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই শিবিরই। ঘরের মাঠে মুম্বইকে হারিয়েছে চেন্নাই। আর বেঙ্গালুরু অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কলকাতা নাইট রাইডার্সকে। আজ কোন পথ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে পয়েন্ট তালিকার শীর্ষে পা রাখতে পারে সেদিকেই নজর সকলের। মুম্বই বধে সুপার কিংস শিবিরের তুরুপের তাস হয়ে উঠেছিলেন রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, নূর আহমেদরা। আজও নজর থাকবে তাঁদের দিকে। বিশেষ করে ঘূর্ণি পিচে চায়নাম্যান নূরকে কেমন করে সামলায় বেঙ্গালুরু তার উপর নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য। পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্সদের ভরসা যোগাচ্ছে বিরাট কোহলি, ফিল সল্ট, ক্রুণাল পাণ্ডিয়াদের ফর্ম। নজর থাকবে জশ হ্যাজেলউডের দিকেও।
IPL 2025 ম্যাচের সময়সূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ম্যাচ নং- ০৮
তারিখ- ২৮/০৩/২০২৫
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB) । আইপিএলের (IPL) অন্যান্য মাঠগুলির মত চেন্নাইতে রানের পাহাড় সাধারণত চোখে পড়ে না। বরং মন্থর পিচে বল পড়ে ব্যাটে আসতে সময় লাগে খানিক। ফলে সহজ হয় না বড় শট খেলা। চেপকে অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক বাইশ গজ দেখা যায়। শুক্রবার চেন্নাই বনাম বেঙ্গালুরু লড়াইতেই সেই একই দৃশ্য চোখে পড়তে পারে। সেদিকে তাকিয়েই স্পিন শক্তি বাড়ানোর দিকে জোর দেবে দুই শিবিরই। এখানে ইতিপূর্বে ৮৬টি আইপিএল (IPL) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ৪৯টি ম্যাচে। বাকি ৩৭টিতে রান তাড়া করতে নামা দল জয় পেয়েছে। বছরের এই সময় শিশির নির্ণায়ক ভূমিকা নিতে পারে। সেক্ষেত্রে টসজয়ী অধিনায়ক আগে বোলিং করে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

এখনও পর্যন্ত আইপিএলের (IPL) একটি ম্যাচও বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হয় নি। শুক্রবার চেন্নাইতেও সেই সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশ আংশিক মেঘলা থাকলেও বর্ষণের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রীর আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৪ শতাংশ হওয়ার সম্ভাবনা। যা অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের কাছে। ম্যাচ চলাকালীন ২১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।
CSK vs RCB হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩৩
- চেন্নাইয়ের জয়- ২১
- বেঙ্গালুরুর জয়- ১১
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ২৭ রানে জয়ী
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটেও।
দুই দলের সম্ভাব্য একাদশ-

চেন্নাই সুপার কিংস (CSK)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র ✈️, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), শিবম দুবে, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান ✈️, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ ✈️, নাথান এলিস ✈️।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র ✈️, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), শিবম দুবে, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান ✈️, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ ✈️, নাথান এলিস ✈️, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার- ডেভন কনওয়ে ✈️, আন্দ্রে সিদ্ধার্থ, অংশুল কম্বোজ, মুকেশ কুমার, খলিল আহমেদ/রাহুল ত্রিপাঠী।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
ফিল সল্ট ✈️, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন ✈️, টিম ডেভিড ✈️, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড ✈️, যশ দয়াল।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
ফিল সল্ট ✈️, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন ✈️, টিম ডেভিড ✈️, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড ✈️, যশ দয়াল, সুয়শ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- রসিক দার সালাম, দেবদত্ত পাডিক্কাল/সুয়শ শর্মা, স্বপ্নীল সিং, স্বস্তিক চিকারা, জেকব বেথেল✈️।
CSK vs RCB Dream 11 Prediction-
ব্যাটার- ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, রজত পাটিদার
অলরাউন্ডার- রচিন রবীন্দ্র ✈️, রবীন্দ্র জাদেজা, ক্রুণাল পাণ্ডিয়া
উইকেটরক্ষক- ফিল সল্ট ✈️
বোলার- জশ হ্যাজেলইড ✈️, নূর আহমেদ ✈️, খলিল আহমেদ, সুয়শ শর্মা
অধিনায়ক- নূর আহমেদ ✈️
সহ-অধিনায়ক- রচিন রবীন্দ্র ✈️
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।