IND vs ENG 5th T20i Dream 11 Prediction in Bengali: মুম্বইতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, পঞ্চম টি-২০তে কেমন হবে ফ্যান্টাসি একাদশ? জানুন সব তথ্য একটিমাত্র ক্লিকে !! 1

IND vs ENG: গত শুক্রবার পুনের মাঠে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। মুম্বইয়ের ওয়াংখেড়েতে তাদের সামনে থাকছে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ। অধিনায়ক হিসেবে কোনো টি-২০ সিরিজে একটির বেশী ম্যাচ হারের নি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখার লক্ষ্য সামনে রেখেই রবিবার মাঠে নামতে পারেন তিনি। আগের ম্যাচগুলির মতই মুম্বইতেও স্পিনকে প্রধান অস্ত্র করতে পারে ‘মেন ইন ব্লু।’ নজর কাড়তে পারেন বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোইরা। ওয়াংখেড়ের মাঠের সাথে বিশেষ পরিচয় রয়েছে হার্দিক, তিলক’দের। তারকা হয়ে উঠতে পারেন তাঁরাও। ৩-১ পিছিয়ে থাকা ইংল্যান্ডের পক্ষে সিরিজ জয় আর সম্ভব নয়। তবুও মরণকামড় দিতে পারে ‘থ্রি লায়স।’ ব্রুক-বাটলার-বেন ডাকেটদের লক্ষ্য সান্ত্বনার জয় ছিনিয়ে নিয়ে ওডিআই সিরিজের আগে আত্মবিশ্বাস বেশ খানিকটা বাড়িয়ে নেওয়া।

Read More: ব্যাটিং-এর পর দস্তানা হাতেও ব্যর্থ সঞ্জু স্যামসন, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া কেবল সময়ের অপেক্ষা !!

IND vs ENG ম্যাচের সময়সূচি-

পঞ্চম টি-২০ ম্যাচ

তারিখ- ০২/০২/২০২৪

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | Image: Twitter
Wankhede Stadium, Mumbai | Image: Twitter

মুম্বইয়ের ‘আইকনিক’ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের অন্তিম টি-২০তে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। লাল মাটির পিচে সাধারণত রানের উৎসব দেখা যায় কুড়ি-বিশের ফর্ম্যাটে। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর ১৭২, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৬১। রবিবারও বড় রান ওঠার সম্ভাবনা থাকছে। ব্যাটিং বিক্রম রুখতে ফের বড় ভূমিকা নিতে হতে পারে স্পিনারদের। এখানে ইতিপূর্বে আয়োজিত ১২টি আন্তর্জাতিক টি-২০’র মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে প্রথম ব্যাটিং করা দল। আর বাকি ৭টিতে জয় এসেছে রান তাড়া করে। চলতি সিরিজে প্রত্যেকটি ম্যাচেই টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন। শিশির সমস্যা এড়াতে মুম্বইতেও সেই একই ট্রেন্ড অনুসৃত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mumbai Weather Forecast | Image: Twitter
Mumbai Weather Forecast | Image: Twitter

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে এখনও পর্যন্ত ক্রিকেটের পথে কাঁটা ছড়িয়ে দেয় নি আবহাওয়া। বিশেষজ্ঞদের মতে চিত্রটা একইরকম থাকতে চলেছে রবিবারও। বাণিজ্যনগরীর আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। মুম্বইয়ের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ শতাংশ হওয়ার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন হাওয়া বইতে পারে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে।

IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েট-ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) কুড়ি-বিশের ফর্ম্যাটে সম্মুখসমরে নেমেছে ২৮ বার। ফলাফল টিম ইন্ডিয়ার পক্ষে ১৬-১২। ঘরের মাঠে ৯টি ম্যাচ জিতেছে ‘মেন ইন ব্লু।’ অ্যাওয়ে ভেন্যুতে তারা জিতেছে ৪ বার। আর নিরপেক্ষ মাঠে জয়ের সংখ্যা ৩। অন্য দিকে ইংল্যান্ড ভারতে এসে জয় ছিনিয়ে নিয়েছে ৬ বার। ঘরের মাঠে জিতেছে আরও ৫টি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে তারা জিতেছে ১ বার।

IND vs ENG লাইভ স্ট্রিমিং-

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও চলবে লাইভ স্ট্রিমিং।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত (IND)-

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রাণা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।

ইংল্যান্ড (ENG)-

ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, সাকিব মাহমুদ, আদিল রশিদ।

IND vs ENG 5th T20i Dream 11 Prediction-

ব্যাটার- তিলক বর্মা, হ্যারি ব্রুক, রিঙ্কু সিং

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, জেমি ওভারটন, ব্রাইডন কার্স

উইকেটরক্ষক- জস বাটলার

বোলার- বরুণ চক্রবর্তী, সাকিব মাহমুদ, হর্ষিত রাণা, রবি বিষ্ণোই

অধিনায়ক– বরুণ চক্রবর্তী

সহ-অধিনায়ক- হার্দিক পান্ডিয়া

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IND vs ENG 4th T20i: জোচ্চুরি করে জিতেছে ভারত, ম্যাচ শেষে গম্ভীর-সূর্যকুমারদের দিকে আঙুল তুললেন জস বাটলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *