IND vs ENG: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। নাগপুর ও কটকের মতই আজও টসের মুদ্রা পড়েছিলো সফরকারী দলের পক্ষেই। গত দুটি ম্যাচে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার।। আজ উলটো পথে হাঁটেন তিনি। প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান। শুরুটা আশানুরূপ করতে পারে নি ‘মেন ইন ব্লু।’ দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত। কিন্তু এরপর শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলির ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়ায় তারা। ‘পয়া’ আহমেদাবাদে ১১২ করেন পাঞ্জাবের তরুণ। অফ ফর্মের অন্ধকার কাটিয়ে চমকপ্রদ অর্ধশতক কোহলিরও। ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) ছন্দ বজায় রাখলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পঞ্চাশের মাইলস্টোন পেরোন তিনিও। নির্ধারিত ৫০ ওভারে ভারত থামলো ৩৫৬ রান করে।
Read More: “স্বপ্নের ফর্মে রয়েছে…” ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকালেন শুভমান গিল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
আহমেদাবাদে আবারও শুভমান ‘শো’-
![IND vs ENG 3rd ODI: ধুন্ধুমার শতরান শুভমানের, কোহলি-শ্রেয়সদের দাপটে স্কোরবোর্ডে ৩৫৬ তুললো টিম ইন্ডিয়া !! 2 Shubman Gill and Shreyas Iyer | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Shubman-100-vs-ENG.jpg)
দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিটি অনিশ্চয়তার করিডরে রেখেছিলেন মার্ক উড (Mark Wood)। ব্যাট বাড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিলো না রোহিত শর্মা’র। ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ দস্তানাবন্দী করেন উইকেটরক্ষক ফিল সল্ট। কটকে শতরানের পর আহমেদাবাদে মাত্র ১ রানেই থামতে হয় ভারত অধিনায়ককে। টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে তখন মাত্র ৬। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ খাদের কিনারে পৌঁছে যাওয়া দলকে ধীরে ধীরে লড়াইতে ফেরালেন শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সের সাথে যেমন জড়িয়ে রয়েছে ভিভিএস লক্ষ্মণের নাম, তেমনই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন শুভমানের জন্য স্পেশ্যাল। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে বহু চমৎকার ইনিংস খেলেছেন এই মাঠে। আজও তাঁকে খালি হাতে ফেরালো না এই মাঠ।
বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমানের জুটি ১১৬ রান যোগ করে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রমাগত ব্যর্থতা অন্ধকারে ডুবিয়েছিলো ‘কিং’ কোহলিকে। আজ আহমেদাবাদের বাইশ গজ অক্সিজেন যোগালো তাঁকে। ৫৫ বলে ৫২ করেন তিনি। কেরিয়ারের ৭৩তম ওডিআই অর্ধশতক করে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। সিনিয়র সতীর্থ আউট হওয়ার পরেও ইনিংসকে এগিয়ে নিয়ে যান শুভমান গিল (Shubman Gill)। দেখতে দেখতে পেরিয়ে যান সপ্তম শতরানের মাইলস্টোন। শেষমেশ ১০২ বলে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১২ করে আদিল রশিদের শিকার হন তিনি। নাগপুরে ৩৬ বলে ৫৯ করেছিলেন শ্রেয়স আইয়ার। কটকে করেন ৪৭ বলে ৪৪। আজও ব্যাট হাতে বেশ ঝলমলে দেখিয়েছে তাঁকে। চার নম্বরে নেমে মাত্র ৬৪ বলে ৮টি চার ও জোড়া ছক্কার সাহায্যে তিনি করেন ৭৮ রান।
রানের পাহাড়ে ভারতীয় দল-
![IND vs ENG 3rd ODI: ধুন্ধুমার শতরান শুভমানের, কোহলি-শ্রেয়সদের দাপটে স্কোরবোর্ডে ৩৫৬ তুললো টিম ইন্ডিয়া !! 3 Shreyas Iyer | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Shreyas-Iyer-vs-ENG.png)
গত দুই ম্যাচে ডান হাতি-বাম হাতি কম্বিনেশন বজায় রাখার জন্য কে এল রাহুলকে ছয়ে নামাচ্ছিলেন কোচ গম্ভীর। রান পান নি তিনি। আজ পছন্দের পাঁচ নম্বরে ফিরে বেশ সাবলীল ব্যাটিং করেন কর্ণাটকের তারকা। ২৯ বলে ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সৌজন্যে করেন ৪০ রান। ৯ বলে ১৭ রানের ঝোড়ো ক্যামিও খেলেন হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে নেমেছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ১২ বলে ১৩ করে সাজঘরে ফেরেন তিনি। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রাণা’র (Harshit Rana) ব্যাট থেকে আসে যথাক্রমে ১৪ ও ১৩ রান। শেষ বলে আর্শদীপ সিং রান-আউট হওয়ায় গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। ইংল্যান্ডের হয়ে আজ ৪টি উইকেট নিয়েছেন আদিল রশিদ। একটি করে সাফল্য সাকিব মাহমুদ, গাস অ্যাটকিনসন ও জো রুটের। দুটি উইকেট পেয়েছেন মার্ক উড।