IND vs ENG: টেস্ট ক্রিকেটে মুখ থুবড়ে পড়লেও টি-২০তে স্বপ্নের ফর্মে রয়েছে ‘মেন ইন ব্লু।’ গত জুনে কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের পর তারা একটানা সিরিজ জিতেছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও দক্ষিণ আফিকার বিরুদ্ধে। অন্যদিকে লড়তে প্রস্তুত ইংল্যান্ড’ও। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই সিরিজ তাদের কাছে উপমহাদেশের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার বড় সুযোগ। বুধবারের ম্যাচে নজর থাকবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও তিলক বর্মার উপর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছিলেন দুজনেই। চাইবেন ছন্দ ধরে রাখতে। ভারতের হয়ে ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং’রা। পক্ষান্তরে অভিজ্ঞ জস বাটলার, জোফ্রা আর্চারদের পাশাপাশি ইংল্যান্ডের হয়ে তারকা হয়ে উঠতে পারেন জেকব বেথেল, হ্যারি ব্রুকের মত তরুণরা।
Read More: গম্ভীরের ফেভারিট হওয়ায় সুযোগ পাচ্ছেন ‘হর্ষিত রানা’, কপাল পুড়ছে মহম্মদ সিরাজের !!
IND vs ENG ম্যাচের সময়সূচি-
প্রথম টি-২০ ম্যাচ
তারিখ- ২২/০১/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)
Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-
ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে সম্মুখসমরে বিশ্বক্রিকেটের দুই হেভিওয়েট-ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। ম্যাচে বড় ভূমিকা নিতে পারে বাইশ গজ। কলকাতায় পূর্বে স্পিন সহায়ক, মন্থর পিচ দেখা যেত ঠিকই, কিন্তু গত কয়েক বছরে সম্পূর্ণ বদলে গিয়েছে বাইশ গজের চরিত্র। এখন টি-২০ ম্যাচে ছড়ি ঘোরান ব্যাটাররাই। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ডের কারণে প্রায়শই বড় রান ওঠে স্কোরবোর্ডে। বুধবারও দেখা যেতে পারে তেমনটাই। ইডেনে প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৭, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে ১৩৩। কিন্তু গড় স্কোরের চেয়ে অনেক বেশী রানের আশায় ক্রিকেটজনতা। এখানে আজ অবধি ১২টি আন্তর্জাতিক টি-২০ আয়োজিত হয়েছে। প্রথমে ব্যাটিং করে জয় এসেছে ৫টি ম্যাচে। বাকি ৭টিতে রান তাড়া করে এসেছে সাফল্য। শিশিরের সমস্যা এড়াতে সম্ভবত টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্তই নেবেন।
Kolkata Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
কলকাতার মাঠে আগামী বুধবার মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ক্রিকেটপ্রেমীরা। হাওয়া অফিস জানিয়েছে যে সেদিন আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রকৃতির কোনো রকম বাধা ছাড়াই সম্পূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবে ‘সিটি অফ জয়।’ জানা গিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫১ শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা। এছাড়াও খেলা চলাকালীন হাওয়া বইতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।
IND vs ENG, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) টি-২০’র ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছে ২৪টি ম্যাচে। পরিসংখ্যান সামান্য এগিয়ে রাখছে টিম ইন্ডিয়াকে। তারা জিতেছে ১৩টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ডের জয়ের সংখ্যা ১১। ঘরের মাঠে ভারতের জয়ের সংখ্যা ৬। তারা ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ভেন্যুতে জিতেছে ৪টি ম্যাচে। নিরপেক্ষ ভেন্যুতে ‘মেন ইন ব্লু’ জিতেছে ৩টি ম্যাচ। ইংল্যান্ড ঘরের মাঠে জিতেছে ৫টি ম্যাচ। ভারতকে তারা ভারতের মাঠে হারিয়েছে ৫ বার। আর নিরপেক্ষ ভেন্যুতে তারা জিতেছে ১টি ম্যাচ।
IND vs ENG লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজের সবক’টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। অনলাইন স্টিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। তবে তার জন্য আলাদা সাবস্ক্রিপশন লাগবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড (ENG)-
জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), ফিল সল্ট, বেন ডাকেট, জেকব বেথেল, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ।
IND vs ENG 1st T20i, Dream 11 Prediction-
ব্যাটার- তিলক বর্মা, হ্যারি ব্রুক, সূর্যকুমার যাদব, ফিল সল্ট
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন, জস বাটলার
বোলার- জোফ্রা আর্চার, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং
অধিনায়ক- সঞ্জু স্যামসন
সহ-অধিনায়ক- বরুণ চক্রবর্তী
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: ওপেনিং করবেন রোহিত-গিল, টি-২০ বিশ্বকাপের পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ‘নো এন্ট্রি’ যশস্বীর !!