IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রতিবারের মত এই বছর সম্পূর্ণ টুর্নামেন্টের সূচি অবশ্য প্রকাশ করা সম্ভব হয় নি বোর্ডের পক্ষে। ২০২৪ সালে দেশে রয়েছে সাধারণ নির্বাচন। নিরাপত্তাব্যবস্থা সংক্রান্ত সমস্যা এড়ানোর জন্যই আংশিক সূচি প্রকাশে বাধ্য হয়েছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। আপাতত আইপিএলের প্রথম ১৭ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। থাকছে ২১টি ম্যাচ। বাকি ম্যাচগুলির সূচি ভোটের দিনক্ষণ প্রকাশের পর জানানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এই নিয়ে আইপিএলে (IPL) সতেরোতম মরসুম হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচেই অংশ নিয়েছিলো তারা। এরপর কেটে গিয়েছে দেড় দশকেরও বেশী সময়। বারকয়েক নক-আউট পর্ব এমনকি ফাইনালে পা রাখলেও খেতাব জয় সম্ভব হয় নি তাদের পক্ষে। পুরনো ব্যর্থতাকে পিছনে ফেলে এই বছর ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। ট্রফিজয়কে ‘পাখির চোখ’ করে মাঠে নামছেন বিরাট কোহলি (Virat Kohli), ফাফ দু প্লেসিরা। আসন্ন মরসুমের জন্য গত ১৯ ডিসেম্বরের মিনি নিলাম থেকে আলঝারি জোসেফ, লকি ফার্গুসনের মত তারকাকে দলে সামিল করেছে তারা। ট্রেডিং পদ্ধতিতে দলে নিয়েছে ক্যামেরন গ্রিনকে (Cameron Green)। প্রস্তুতি সম্পূর্ণ, এবার খালি মাঠে নামার অপেক্ষা। তবে এর মধ্যেই খারাপ খবরের সম্মুখীন হতে হলো আরসিবি শিবিরকে। ২০২৪-এই আইপিএলকে (IPL) বিদায় জানানোর ঘোষণা করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।
Read More: WPL 2024, GGW vs RCBW: মরসুমের প্রথম জয় পেলো গুজরাত জায়ান্টস, মুনি-উলভার্টদের দাপটে ১৯ রানে পরাজয় বেঙ্গালুরুর !!
সরে যাচ্ছেন দীনেশ কার্তিক-

ক্রিকেটীয় আঙিনায় দীর্ঘদিন ধরে রয়েছেন দীনেশ কার্তিক (Dinesh karthik)। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটারের কেরিয়ার বারবার ভুগেছে ধারাবাহিকতার অভাবে। একটা দীর্ঘ সময় তাঁকে ঢাকা থাকতে হয়েছে মহেন্দ্র সিং ধোনি নামক এক মহীরুহের ছায়ায়। তবে হারিয়ে যান নি তিনি। বারবার লড়াই করে ফিরে এসেছেন নির্বাচকদের আলোচনায়। সুযোগ করে নিয়েছেন জাতীয় দলেও। ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছেন তিনি। খেলেছেন ২০২২ টি-২০ বিশ্বকাপেও। যে গুটিকয় ক্রিকেটার আইপিএলের প্রথম মরসুম থেকে একটানা খেলে এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন কার্তিকও। দিল্লী ডেয়ারডেভিলস (ক্যাপিটালস) জার্সিতে ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিষেক হয়েছিলো তাঁর।
২৪২ আইপিএল ম্যাচে ৪৫১৬ রান রয়েছে কার্তিকের (Dinesh Karthik), তবে দীর্ঘ পথচলা থামতে চলেছে এইবার। গত ষোলো বছরে দিল্লী, কলকাতা, গুজরাত লায়ন্স, পাঞ্জাব কিংস হয়ে তিনি ২০২২ সালে থিতু হয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। গত দুই মরসুম বিরাট কোহলিদের হয়েই নিয়মিত খেলেছেন তিনি। ২০২২ মরসুমে সাফল্য পেয়েছিলেন। কিন্তু ২০২৩ সালে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি কার্তিক। হতে হয়েছিলো সমালোচনার শিকার। বছর ৩৮-এর ক্রিকেটার ২০২৪-কে জবাব দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান। দিনকয়েক আগেও কমেন্ট্রি করছিলেন ভারত বনাম ইংল্যান্ড টেস্টে। বর্তমানে ব্যস্ত আইপিএল (IPL) প্রস্তুতিতে। এবারই শেষ, সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন তিনি।
IPL-এ RCB-র প্রথম পর্বের ম্যাচগুলি-
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২২/০৩/২০২৪ | চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | চেন্নাই | সন্ধ্যে ৮:০০ |
২৫/০৩/২০২৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস | বেঙ্গালুরু | সন্ধ্যে ৭:৩০ |
২৯/০৩/২০২৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু | সন্ধ্যে ৭:৩০ |
০২/০৪/২০২৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস | বেঙ্গালুরু | সন্ধ্যে ৭:৩০ |
০৬/০৪/২০২৪ | রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | জয়পুর | সন্ধ্যে ৭:৩০ |