পুলিশের জালে ভারতীয় দলের প্রাক্তন কোচ, বাজেয়াপ্ত হলো ১ কোটি টাকা !! 1

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী থাকলো দেশ। জাতীয় দলের প্রাক্তন কোচ জড়ালেন দুর্নীতিতে। মহিলা দলের প্রাক্তন কোচ তুষার আতর্থের (Tushar Atorthe) বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি টাকার বেশী উদ্ধার করে বরোদা পুলিশ। জিজ্ঞাসাবাদে অর্থের উৎস সম্পর্কে কোনোরকম সন্তোষজনক উত্তর দিতে পারেন নি তুষার। পাশাপাশি তাঁর পুত্র ঋষি আতর্থের (Rishi Atorthe) দিকেও উঠেছে অভিযোগের আঙুল। বেআইনি কাজকর্মের সাথে এর আগেও জড়িয়েছেন তুষার। ২০১৯ সালে বেটিং দুর্নীতিতে জড়িয়ে তিনি গ্রেফতার হয়েছিলেন পুলিশের হাতে। এবার ফের আইনবিভাগের রক্তচক্ষুর মুখে পড়তে হলো তাঁকে।

Read More: IND vs ENG: সিরিজের মাঝপথে বুমরাহকে বিশ্রাম দেওয়ায় তেলেবেগুনে জ্বলে উঠলেন এই কিংবদন্তি, রাহুল-রোহিতকে নিলেন একহাত !!

বিবৃতি প্রকাশ করেছে স্পেশ্যাল অপারেশনস গ্রুপ-

Tushar Atorthe | ভারত | Image: Getty Images
Tushar Atorthe | Image: Getty Images

বরোদা পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ (SOG)-র তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে গত ২ মার্চ তুষার আতর্থের বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে প্রাক্তন ভারতীয় কোচের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছিলো পুলিশ প্রশাসন। প্রতাপগঞ্জ অঞ্চলে অভিযান চালিয়ে তুষারের বাড়ি থেকে ১ কোটি ১০ লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। একটি ব্যাগের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা রাখা ছিলো। তুষারের (Tushar Atorthe) পুত্র ঋষির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে এই অর্থ। এর আগেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে পুলিশের কাছে। বিক্রম রায়পাটওয়ার ও অমিত জনিত নামক আরও দুই ব্যক্তির কাছ থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন তুষার-

Indian Women's Team | ভারত | Image: Getty Images
Indian Women’s Team | Image: Getty Images

সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক আঙিনায় ভারতীয় মেয়েদের সেরা পারফর্ম্যান্স অবশ্যই ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেওয়া। সুবিধাজনক জায়গা থেকেও সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বসেছিলো ‘উইমেন ইন ব্লু।’ বিশ্বজয়ের স্বপ্ন ভেঙেছিলো মিথালী রাজ (Mitahli Raj), ঝুলন গোস্বামীদের (Jhulan Goswami)। সেই বছর কোচ হিসেবে ভারতীয় মহলা দলের সাথে যুক্ত ছিলেন তুষার আতর্থে (Tushar Atorthe)। এর পরের বছর ভারতীয় মহিলাদের এশিয়া কাপের ফাইনালে নিয়ে যাওয়ার পিছনেও তাঁর হাত ছিলো। যদিও মহাদেশীয় শ্রেষ্ঠত্ব নির্ধারণের পরীক্ষাতেও সফল হতে পারে নি সেইবার ভারত। এরপর ২০১৮তেই সাজঘরের অন্দরে মতবিরোধের কারণে জাতীয় দল থেকে পদত্যাগ করেন তিনি।

আগেও গ্রেফতার হয়েছেন তুষার-

Mithali Raj and Tushar Atorthe | ভারত | Image: Getty Images
Mithali Raj and Tushar Atorthe | Image: Getty Images

এর আগেও পুলিশের খাতায় নাম উঠেছে তুয়ার আতর্থে’র (Tushar Atorthe)। ২০১৯ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। ২০১৯ সালের আইপিএলে দিল্লী ক্যাপিটালস (DC) বনাম পাঞ্জাব কিংস (PBSK) ম্যাচ চলাকালীন একটি ক্যাফে থেকে ১৯জনকে গ্রেফতার করা হয়েছিলো। তাদের মধ্যে নাম ছিলো তুষার আতর্থি’র। যদিও পরে ১৯জনকেই বেল দেয় আদালত। তুষারের পাশাপাশি ক্রিকেটদুনিয়ার সাথে সম্পর্ক ছিলো তাঁর পুত্র ঋষিরও (Rishi Atorthe)। বরোদার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। খেলেছে অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের হয়েও। ৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১২ উইকেট রয়েছে তাঁর। ২২ লিস্ট-এ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। ৪৫টি-২০তে তাঁর উইকেটের সংখ্যা ৪৬।

Also Read: WPL 2024, RCBW vs UPW, Match-11: ইউ পি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুরন্ত জয় বেঙ্গালুরুর, প্লে-অফের আরও কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *