আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বহুল প্রচলিত। এর আগে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ-আইসিসি আয়োজিত সাদা বলের দুই টুর্নামেন্টই আয়োজন করেছে তারা। তবে আমেরিকার মাটিতে প্রথমবার কোনো প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে এবার। নিউ ইয়র্ক, ডালাস ও ফ্লোরিডা-মার্কিন মুলুকের তিন প্রান্তের তিন শহরকে চিহ্নিত […]
লকি ফার্গুসন (Lockie Ferguson)
লকি ফার্গুসন (Lockie Ferguson)-
বর্তমান ক্রিকেটবিশ্বে এক্সপ্রেস পেসার যে কয়জন রয়েছেন তাঁদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন লকি ফার্গুসন (Lockie Ferguson)। নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১৯৯১ সালের ১৩ জুন জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম ডাগ ফার্গুসন, মা জান ফার্গুসন ও দাদা মিচ ফার্গুসন (Lockie Ferguson Family)। অকল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলার পুরষ্কার হিসেবে ২০১৬ সালে ডাক পান ওয়ান ডে দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে প্রথমবার ব্ল্যাক ক্যাপসদের হয়ে মাঠে নামেন। ২০১৭ সালে খেলেন টি-২০। এর দুই বছর পর, অর্থাৎ ২০১৯-এ হয় টেস্ট অভিষেক (Lockie Ferguson Debut)। সাদা বলের খেলায় দুর্দান্ত পারফর্ম্যান্সের সৌজন্যে ২০১৭ সালে ডাক পান আইপিএল থেকেও। প্রথম রাইজিং পুনে সুপারজায়ান্টস দলের হয়ে খেলেছিলেন ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। বর্ণময় কেরিয়ারে ফার্গুসন দেশের হয়ে ২০১৯-এর ওডিআই বিশ্বকাপে রানার্স-আপ মেডেল জিতেছেন।
বাংলায় লকি ফার্গুসনের বায়োগ্রাফি (Lockie Ferguson Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | ল্যাখলান হ্যামন্ড ফার্গুসন |
ডাকনাম | লকি |
জন্মস্থান | অকল্যান্ড, নিউজিল্যান্ড |
জন্মতারিখ | ১৩ জুন ১৯৯১ |
উচ্চতা | ৬ ফিট ১ ইঞ্চি (১৮৫ সেন্টিমিটার) |
চোখের মণির রং | বাদামি |
জাতীয় দল | নিউজিল্যান্ড |
আইপিএল দল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
জার্সি নম্বর | ৮৭ (জাতীয় দল), ৬৯ (আইপিএল) |
ব্যাটিং-এর ধরণ | ডান হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | ডান হাতি পেসার |
ক্রিকেটীয় ভূমিকা | ডান হাতি ফাস্ট বোলার |
স্ত্রী -র নাম | এমা কোমোকি |
সন্তানের নাম | — |
রাশিচিহ্ন | মিথুন |
শখ | ভ্রমন, গলফ্ |
পঠনপাঠন | অকল্যান্ড গ্রামার স্কুল |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @lockieferguson |
ফেসবুক প্রোফাইল | @LockieFerguson87 |
ট্যুইটার (X) হ্যান্ডেল | — |
লকি ফার্গুসনের আন্তর্জাতিক অভিষেক (Lockie Ferguson International Debut)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ১২/১২/২০১৯ | অস্ট্রেলিয়া | পারথ |
ওয়ান ডে | ০৪/১২/২০১৬ | অস্ট্রেলিয়া | সিডনি |
টি-২০ | ০৩/০১/২০১৭ | বাংলাদেশ | নেপিয়ার |
লকি ফার্গুসনের কেরিয়ার পরিসংখ্যান (Lockie Ferguson Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | উইকেট | সর্বোচ্চ | বোলিং গড় | ইকোনমি রেট | ইনিংস ৫ উইকেট | ম্যাচে ১০ উইকেট | রান |
Test | ০১ | ০০ | — | — | ৪.২৭ | ০০ | ০০ | ০১ |
ODI | ৬৫ | ৯৯ | ৫/৪৫ | ৩১.৫৫ | ৫.৬৮ | ০১ | ০০ | ১২২ |
T20i | ৪২ | ৬১ | ৫/২১ | ১৭.৭২ | ৭.১৫ | ০১ | ০০ | ২৯ |
IPL | ৪৫ | ৪৬ | ৪/২৮ | ৩১.০০ | ৮.৯৬ | ০০ | ০০ | ৬৮ |
FC | ৪৬ | ১৬৫ | ৭/৩৪ | ২৪.৫২ | ৩.৩২ | ১১ | ০১ | ৫০৫ |
List-A | ১০৪ | ১৭১ | ৬/২৭ | ২৭.৯৭ | ৫.৪৯ | ০৪ | ০০ | ২৪০ |
T20 | ১৫৪ | ১৮১ | ৫/২১ | ২৩.১৮ | ৭.৭৮ | ০১ | ০০ | ২৫৯ |
যে দলগুলির হয়ে খেলেছেন লকি ফার্গুসন (Lockie Ferguson Teams in Bengali)-
নিউজিল্যান্ড, অকল্যান্ড, অকল্যান্ড অনুর্দ্ধ-১৯, ইয়র্কশায়ার, লস অ্যাঞ্জেলিস নাইট রাইডার্স, ওয়েলস ফায়ার (মেন), ম্যাঞ্চেস্টার অরিজিনালস (মেন), গুজরাত টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাইজিং পুনে সুপারজায়ান্টস।
লকি ফার্গুসন রেকর্ড ও কৃতিত্বসমূহ (Lockie Ferguson Records and Achievements)-
- ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন লকি ফার্গুসন। আন্তর্জাতিক টি-২০তে এক ম্যাচে সর্বোচ্চ সংখ্যক মেডেন ওভার করেছেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪টি বলেই কোনো রান দেন নি তিনি।
- টি-২০ ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে কোনো রান খরচ না করেই ৩ উইকেট নিয়েছেন তিনি (Lockie Ferguson Records and Achievements)।
- টি-২০ ক্রিকেট ইতিহাসে সেরা ইকোনমি রেটের মালিক তিনি। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে তাঁর বোলিং পরিসংখ্যান ছিলো ৪-৪-০-৩।
- সবচেয়ে বেশীবার আন্তর্জাতিক টি-২০তে প্রতিপক্ষ ব্যাটারদের হিট উইকেট আউট করেছেন তিনি।
- আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ডেলিভারিটির মালিক তিনি। ২০২২-এর ফাইনালে বল করেন ১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। ঐ মরসুমের দ্রুততম বল ছিলো সেটি।
লকি ফার্গুসনের নেট ওয়ার্থ (Lockie Ferguson Net Worth in Bengali)-
- আইপিএল ২০২৪- ২ কোটি টাকা
- মোট নেট ওয়ার্থ- ২ মিলিয়ন মার্কিন ডলার (আনুমানিক)
লকি ফার্গুসন সম্পর্কীত সাধারণ প্রশ্নাবলী (FAQs)-
লকি ফার্গুসনের সম্পূর্ণ নাম ল্যাখলান হ্যামন্ড ফার্গুসন।
লকি ফার্গুসনের দ্রুততম ডেলিভারিটির গতি ছিলো ১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘন্টা (৯৭.৭ মাইল)
লকি ফার্গুসন আইপিএল খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে।
লকি ফার্গুসন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০১৬ সালে।
লকি ফার্গুসন পাপুয়া নিউ গিনি দলের বিরুদ্ধে ০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন।