ভিডিও: যশস্বীর ‘বেহিসেবি’ কার্যকলাপে ভুগলো ভারত, ঘাম না ঝরিয়েই ৫ রান আদায় জিম্বাবুয়ের !!

IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ সিরিজের (IND vs ZIM) চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। গত তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে আপাতত এগিয়ে রয়েছে তারা। আজ জিতলে সিরিজ চলে আসবে হাতের মুঠোয়। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলের লক্ষ্য এখন সেটাই। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে টসভাগ্য আজও সুপ্রসন্ন হলো ভারতের। টানা চতুর্থ […]

খলিল আহমেদ (Khaleel Ahmed)-

তরুণ ফাস্ট বোলারদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন খলিল আহমেদ (Khaleel Ahmed)। ১৯৯৭ সালে রাজস্থানের টঙ্কে জন্ম তাঁর। বাবার নাম খুরশিদ আহমেদ। তিন বোন রয়ছে তাঁর (Khaleel Ahmed Family Information)। তাঁর পরিবার চেয়েছিলো ক্রিকেট নয়, বরং পড়াশোনাতেই মন দিন খলিল। টেনিস বল দিয়ে হাতেখড়ি তাঁর। ১২ বছর বয়সে পরিবারকে না জানিয়েই প্রথম ক্রিকেট কোচিং ক্যাম্পে ভরতি হয়ে গিয়েছিলেন তিনি। জাহির খান ও ইরফান পাঠানের ভক্ত ছিলেন খলিল। কোচ ইমতিয়াজ খান (Khaleen Ahmed First Coach) তাঁকে জয়পুরের রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠান। সেখানেই অনুর্দ্ধ-১৪ রাজস্থান রাজ্য দলের ক্যাম্পে যোগদান করেন তিনি। রাজ সিং দুঙ্গারপুর ট্রফিতে ৪ ম্যাচে ২৬ উইকেট তুলে নেওয়ার পর গতি পায় তাঁর কেরিয়ার।

২০১৬ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে ছিলেন খলিল (Khaleel Ahmed)। ২০১৬ সালেই আইপিএল দল পেয়েছিলেন তিনি। দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হন তিনি। এরপর ২০১৭ সালে রাজ্য দল রাজস্থানের হয়ে টি-২০ ও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। লিস্ট-এ ক্রিকেট খেলেন ২০১৮ সালে (Khaleel Ahmed Debut)। ধারাবাহিক ভালো পারফর্ম্যান্স করে নজরে পড়েছিলেন জাতীয় নির্বাচকদের। ২০১৮ সালে সুযোগ পান ভারতের নীল জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার। বেশ কিছু ম্যাচ টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন তিনি। ২০১৮তে দিল্লী ছেড়ে গিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। সেখান থেকে ফের ফিরে এসেছেন দিল্লীতেই।

বাংলায় খলিল আহমেদের বায়োগ্রাফি (Khaleel Ahmed Biography in Bengali)-

সম্পূর্ণ নাম সৈয়দ খলিল খুরশিদ আহমেদ
ডাকনাম
জন্মস্থান টঙ্ক, রাজস্থান
জন্মতারিখ ৫ ডিসেম্বর, ১৯৯৭
উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি (১৮৫ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল দিল্লী ক্যাপিটালস
জার্সি নম্বর ১৩
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ বাম হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা ফাস্ট বোলার
স্ত্রী-র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন ধনু
শখ ভ্রমণ
পঠনপাঠন জ্ঞানেন্দ্র রাই নগর বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়
ইন্সটাগ্রাম প্রোফাইল @khaleelahmed13
ফেসবুক প্রোফাইল
ট্যুইটার (X) হ্যান্ডেল @imK_Ahmed13

খলিল আহমেদের আন্তর্জাতিক অভিষেক (Khaleel Ahmed International Debut in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ১৮/০৯/২০১৮ হংকং দুবাই
টি-২০ ০৪/১১/২০১৮ ওয়েস্ট ইন্ডিজ কলকাতা

যে দলগুলির হয়ে খেলেছেন খলিল আহমেদ (Khalil Ahmed Teams)-

ভারত, ভারত-এ, ভারত-বি, ভারত অনুর্দ্ধ-১৯, রাজস্থান, রাজস্থান অনুর্দ্ধ-১৯, রাজস্থান অনুর্দ্ধ-১৬, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লী ক্যাপিটালস

খলিল আহমেদের পরিসংখ্যান (Khaleel Ahmed Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট সর্বোচ্চ বোলিং গড় ইকোনমি রেট ইনিংস ৫ উইকেট রান
Test
ODI ১১ ১৫ ৩/১৩ ৩১.০০ ৫.৮১ ০০ ০৯
T20i ১৪ ১৩ ২/২৭ ৩৫.৩০ ৮.৮২ ০০ ০১
FC ১২ ২৫ ৪/১৯ ৩৫.০০ ২.৯৫ ০০ ৫২
IPL ৫৩ ৬৯ ৩/২১ ২৫.৪১ ৮.৭৮ ০০ ০১
List-A ৫৯ ৮৬ ৪/৩৫ ২৬.৯৫ ৫.০০ ০০ ৪২
T20 ১০৬ ১৩৬ ৫/১৮ ২৪.৪২ ৮.৩৬ ০১ ১০

খলিল আহমেদের নেট ওয়ার্থ (Khaleel Ahmed Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ৫.২৫ কোটি টাকা
  • রঞ্জি ট্রফি- ৪০০০০ টাকা প্রতি দিন
  • বিজয় হাজারে ট্রফি- ২৫০০০ টাকা প্রতি দিন
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফি- ১৭৫০০ টাকা প্রতি দিন
  • মোট নেট ওয়ার্থ- ১৫ কোটি টাকা (আনুমানিক)

খলিল আহমেদের গ্যারাজে রয়েছে যে গাড়িগুলি (Khaleel Ahmed Car Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
মার্সিডিজ এসইভি ১.৩২-২.৯৬ কোটি টাকা
টয়োটা ফরচুনার ৩৫.০২ লক্ষ টাকা

খলিল আহমেদ সম্পর্কীত প্রশ্নাবলী (Khaleel Ahmed FAQs)-

খলিল আহমেদ আইপিএলে কোন দলের হয়ে খেলেন?

খলিল আহমেদ দিল্লী ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করে থাকেন।

খলিল আহমেদ কত সালে ভারতের হয়ে অভিষেক করেন?

২০১৮ সালে হংকং-এর বিরুদ্ধে খলিল আহমেদ প্রথমবার ভারতের জার্সি গায়ে চাপান।

খলিল আহমেদের দ্রুততম ডেলিভারিটির গতি কত?

খলিল আহমেদের দ্রুততম ডেলিভারিটির গতি ১৪৮ কিলোমিটার প্রতি ঘন্টা।

খলিল আহমেদ কোন রাজ্য দলের হয়ে খেলেন?

খলিল আহমেদ রাজস্থানের হয়ে খেলেন।

খলিল আহমেদের পছন্দের ক্রিকেটার কে?

খলিল আহমেদের পছন্দের ক্রিকেটার জাহির খান ও ইরফান পাঠান।