T20 World Cup: ফারুখি-রশিদ যুগলবন্দীতে চূর্ণ নিউজিল্যান্ড, সুপার এইটের দিকে পা বাড়ালো আফগানিস্তান !!

T20 World Cup: গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আফগানিস্তানের দাপট অব্যাহত। গত ম্যাচে তারা ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলো উগান্ডাকে। দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য দেখালো রশিদ খান (Rashid Khan), রহমানুল্লাহ গুরবাজদের। শক্তিশালী নিউজিল্যান্ডকে খড়কুটোর মত উড়িয়ে দিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ-সি’র মগডালে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেললেন তাঁরা। টসে হেরে প্রথম ব্যাট করতে হয়েছিলো আফগানদের। বোল্ট (Trent […]

জেমস নীশম (James Neesham)-

নিউজিল্যান্ড দলের অন্যতম কার্যকরী অলরাউন্ডার জেমস নীশম (James Neesham)। ক্রিকেটদুনিয়ায় তিনি ‘জিমি’ নামেই অধিক পরিচিত। অকল্যান্ডে ১৯৯০ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। অকল্যান্ডের হয়েই ঘরোয়া ক্রিকেট কেরিয়ারের সূচনা করেন। পরে দল বদলে যান ওটাগোতে। এই পরিবর্তনটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ভালো পারফর্ম্যান্সের সুবাদে ডাক আসে জাতীয় দল থেকে। ২০১২ সালে প্রথম টি-২০ খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পরের বছর জানুয়ারিতে খেলেন ওডিআই। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিলো আরও একটা বছর (James Neesham Debut)। ২০১৪ সালেই আইপিএলে প্রথমবার পা রাখেন তিনি। খেলেন দিল্লী ক্যাপিটালস জার্সিতে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। কেবল আন্তর্জাতিক ক্রিকেট নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলেছেন তিনি। ২০১৯-এর ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভালো পারফর্ম করেছিলেন। নিউজিল্যান্ডের হারের পর তাঁর একটি ট্যুইট (James Neesham Tweet) বেশ ভাইরাল হয়। ক্রিকেটের পাশাপাশি নীশমের ‘সেন্স অফ হিউমর’ও বেশ সমাদৃত।

বাংলায় জেমস নীশমের বায়োগ্রাফি (James Neesham Biography in Bengali)-

সম্পূর্ণ নাম জেমস ডগলাস শেনন নীশম
ডাকনাম জিমি
জন্মস্থান অকল্যান্ড, নিউজিল্যান্ড
জন্মতারিখ ১৭ সেপ্টেম্বর, ১৯৯০
উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি (১৮৮ সেন্টিমিটার)
চোখের মণির রং বাদামি
জাতীয় দল নিউজিল্যান্ড
আইপিএল দল
জার্সি নম্বর ৫০
ব্যাটিং-এর ধরণ বাম হাতি
বোলিং-এর ধরণ ডান হাতি মিডিয়াম পেসার
ক্রিকেটীয় ভূমিকা অলরাউন্ডার
স্ত্রী -র নাম অ্যালেক্স ম্যাকলয়েড
সন্তানের নাম
রাশিচিহ্ন কন্যা
শখ রাগবি,গলফ্‌
পঠনপাঠন অকল্যান্ড গ্রামার স্কুল
ইন্সটাগ্রাম প্রোফাইল @jimmyneesham
ফেসবুক প্রোফাইল @JimmyNeesh
ট্যুইটার (X) হ্যান্ডেল @JimmyNeesh

জেমস নীশমের আন্তর্জাতিক অভিষেক (James Neesham Debut in International Cricket)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১৪/০২/২০১৪ ভারত ওয়েলিংটন
ওয়ান ডে ১৯/০১/২০১৩ দক্ষিণ আফ্রিকা পার্ল
টি-২০ ২১/১২/২০১২ দক্ষিণ আফ্রিকা ডারবান

জেমস নীশমের কেরিয়ার পরিসংখ্যান (James Neesham Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ১২ ৭০৯ ১৩৭* ৩৩.৭৬ ৬৬.৬২ ০২ ০৪ ১৪
ODI ৭৬ ১৪৯৫ ৯৭* ২৮.২০ ৯৯.৯৩ ০০ ০৭ ৭১
T20i ৭৯ ৯৪৪ ৪৮* ২২.৪৭ ১৫৪.৫০ ০০ ০০ ৩৯
IPL
FC ৬৮ ৩৩৭৩ ১৪৮ ৩২.৪৩ ৭১.৬৪ ০৫ ১৮ ১২৪
List-A ১৪০ ৩৩৪৩ ১২০* ৩৪.১১ ১০৪.৫০ ০২ ২০ ১৪৯
T20 ২৭৬ ৩৯৫৭ ৯৭* ২৩.৯৮ ১৪২.১৩ ০০ ১১ ২২০

যে দলগুলির হয়ে খেলেছেন জেমস নীশম (James Neesham Teams in Bengali)-

নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড-এ, নিউজিল্যান্ড একাদশ, নিউজিল্যান্ড অনুর্দ্ধ-১৯, অকল্যান্ড, ডার্বিশায়ার, ডার্বিশায়ার দ্বিতীয় একাদশ, এসেক্স, কেন্ট, কেন্ট দ্বিতীয় একাদশ,গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জাফনা কিংস, কেন্ট, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, নর্থ আইল্যান্ড, ওটাগো, ওভাল ইনভিন্সিবেলস (মেন), পোলার্ড একাদশ, প্রিটোরিয়া ক্যাপিটালস, রংপুর রাইডার্স, ট্রিনবাগো নাইট রাইডার্স, ওয়েলশ ফায়ার (মেন), এডমন্টন রয়্যালস, হোবার্ট হারিকেনস, মিসিসাউঙ্গা পাইরেটস, নর্দার্ন ওয়ারিয়র্স, পেশওয়াল জালমি, ওয়েলিংটন।

জেমস নীশম রেকর্ড ও কৃতিত্বসমূহ (James Neesham Records and Achievements)-

  • অভিষেক টেস্টেই শতরান করেছিলেন জেমস নীশম। তাঁর খেলা সেই অপরাজিত ১৩৭ রানের ইনিংসটিই টেস্টে তাঁর সর্বোচ্চ।
  • কেরিয়ারের প্রথম দুই টেস্টেই শতরান করেছিলেন জেমস নীশম (James Neesham Achievements)।
  • ওডিআই ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট সমৃদ্ধ ইনিংসটির মালিক জেমস নীশম। মাউন্ট মঙ্গানুইয়ের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৯ সালে করেন মাত্র ১৩ বলে অপরাজিত ৪৭। স্ট্রাইক রেট ছিলো ৩৬১.৫৩। সর্বোচ্চ স্ট্রাইক রেট সমৃদ্ধ ইনিংসটিও একজন কিউই’র। তিনি জেমস ফ্র্যাঙ্কলিন। কানাডার বিরুদ্ধে ২০১১’র বিশ্বকাপে ৮ বলে ৩৮৭.৫০ স্ট্রাইক রেটে ৩১* করেছিলেন তিনি।

জেমস নীশম নেট ওয়ার্থ (James Neesham Net Worth in Bengali)-

৩২ কোটি টাকা (আনুমানিন ৪ মিলিয়ন মার্কিন ডলার)।

জিমি নীশম সম্পর্কীত প্রশ্নাবলী (FAQs)-

জিমি নীশম কত সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন?

জিমি নীশম ২০১২ সালে প্রথম জাতীয় দলে ডাক পান।

জিমি নীশম কোন দলের হয়ে আইপিএল খেলেছেন?

জিমি নীশম দিল্লী, রাজস্থান, কলকাতার মত দলের হয়ে আইপিএল খেলেছেন।

জিমি নীশমের স্ত্রী'র নাম কি?

জিমি নীশমের স্ত্রী-র নাম অ্যালেক্স ম্যাকলয়েড।

টেস্ট অভিষেকে জিমি নীশম কত রান করেছিলেন?

জিমি নীশম টেস্ট অভিষেকে অপরাজিত ১৩৭ রান করেছিলেন।

জিমি নীশমের পছন্দের ক্রিকেটার কারা?

জিমি নীশমের পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, মার্টিন গাপ্টিল ও টিম সাউদী।