জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) হলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের একজন। বর্তমানে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার অন্যতম সেরা প্রদর্শন দেখিয়েছিলেন এই কিংবদন্তি বোলার। তার এই দুরন্ত পারফরমেন্সের জেরেই বিশ্বকাপ টি-টোয়েন্টিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ এর খেতাব জিতেছিলেন বুমরাহ নিজেই। বিশ্বকাপের মঞ্চে যখনই তাকে বল হস্তান্তর করা হয়েছিল তখনই অসাধারণভাবে পারফর্ম করেছেন তিনি। এবার […]
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)
আধুনিক ক্রিকেটে যে কয়জন ফাস্ট বোলার ভয় ধরাতে পারেন প্রতিপক্ষ ব্যাটিং-এ, সেই তালিকার উপরের দিকে স্থান হবে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। গুজরাতের আহমেদাবাদের এক পাঞ্জাবি পরিবারে জন্ম তাঁর। পিতার নাম জসবীর সিং (Jasbir Singh), মা দলজিৎ কৌর। জুহিকা বুমরাহ নামে এক সহোদরা রয়েছে তাঁর। (Jasprit Bumrah Family Information) শৈশবেই বাবা’কে হারান জসপ্রীত। হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়ে মারা যান জসবীর। ২০১২-১৩ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাতের হয়ে প্রথম মাঠে নেমেছিলেন বুমরাহ। ফাইনালে দারুণ বোলিং করে দলকে ট্রফি এনে দেন। ঘরোয়া ক্রিকেট ম্যাচে তাঁর মুখোমুখি হওয়ার পর স্বয়ং মহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নাম কুড়োবেন বুমরাহ। জহুরীর চোখ যে রত্ন চিনতে ভুল করে নি, তা বর্তমানে বুমরাহ’র কেরিয়ারের দিকে তাকালেই বোঝা যায়।
২০১৩ সালে বিদর্ভের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় জসপ্রীত বুমরাহ’র। লিস্ট-এ কেরিয়ারের সূচনাটা করেন অনুর্দ্ধ-২৩ ভারতীয় দলের জার্সিতে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মুম্বই ইন্ডিয়ান্সের ট্রায়ালে নজর কাড়েন প্রাক্তন ভারতীয় কোচ জন রাইটের। তাঁর হাত ধরেই সুযোগ পান আইপিএলে। জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন ২০১৬ সাল থেকে ভারতের জার্সিতে একের পর এক অনবদ্য পারফর্ম্যান্স নিজের গোটা কেরিয়ার জুড়েই দিয়ে এসেছেন তিনি। টেস্ট, একদিনের ম্যাচ হোক বা টি-২০, তিন ফর্ম্যাটেই অনবদ্য বুমরাহ। লেন্থের হেরফের ও গতির তারতম্যে ব্যাটারদের নাজেহাল করতে তাঁর জুড়ি মেলা ভার। মাঠের বাইরে স্ত্রী সঞ্জনা গণেশন ও পুত্র অঙ্গদের সাথেই সময় কাটে তাঁর (Jasprit Bumrah Wife)।
বাংলায় জসপ্রীত বুমরাহ’র বায়োগ্রাফি (Jasprit Bumrah Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | জসপ্রীত জসবীরসিং বুমরাহ |
ডাকনাম | জসসি, বুম বুম |
জন্মস্থান | আহমেদাবাদ, গুজরাত |
জন্মতারিখ | ৬ ডিসেম্বর, ১৯৯৩ |
উচ্চতা | ৫ ফিট ১০ ইঞ্চি (১৭৮ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | ভারত |
আইপিএল দল | মুম্বই ইন্ডিয়ান্স |
জার্সি নম্বর | ৯৩ |
ব্যাটিং-এর ধরণ | ডান হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | ডান হাতি বোলার |
ক্রিকেটীয় ভূমিকা | ফাস্ট বোলার |
স্ত্রী-র নাম | সঞ্জনা গণেশন |
সন্তানের নাম | অঙ্গদ বুমরাহ |
রাশিচিহ্ন | ধনু |
শখ | ভ্রমণ |
পঠনপাঠন | নির্মাণ হাই স্কূল, আহমেদাবাদ |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @jaspritb1 |
ফেসবুক প্রোফাইল | @JaspritJBumrah |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @Jaspritbumrah93 |
জসপ্রীত বুমরাহ’র আন্তর্জাতিক অভিষেক (Jasprit Bumrah’s Internation Debut)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ০৫/০১/২০১৮ | দক্ষিণ আফ্রিকা | কেপ টাউন |
ওয়ান ডে | ২৩/০১/২০১৬ | অস্ট্রেলিয়া | সিডনি |
টি-২০ | ২৬/০১/২০১৬ | অস্ট্রেলিয়া | অ্যাডিলেড |
জসপ্রীত বুমরাহ’র কেরিয়ার পরিসংখ্যান (Jasprit Bumrah’s Career Stats)-
ফর্ম্যাট | ম্যাচ | উইকেট | সর্বোচ্চ | বোলিং গড় | ইকোনমি রেট | ইনিংসে ৫ উইকেট | ম্যাচে ১০ উইকেট | রান |
Test | ৩৬ | ১৫৯ | ৬/২৭ | ২০.৬৯ | ২.৭৪ | ১০ | ০০ | ২৭১ |
ODI | ৮৯ | ১৪৯ | ৬/১৯ | ২৩.৫৫ | ৪.৫৯ | ০২ | ০০ | ৯১ |
T20i | ৬২ | ৭৪ | ৩/১১ | ১৯.৬৬ | ৬.৫৫ | ০০ | ০০ | ০৮ |
IPL | ১২৭ | ১৫৮ | ৫/১০ | ২২.৪৫ | ৭.৩১ | ০২ | ০০ | ৬৫ |
FC | ৬৪ | ২৫১ | ৬/২৭ | ২২.৫২ | ২.৭২ | ১৬ | ০০ | ৪৫১ |
List-A | ১১৪ | ২০১ | ৬/১৯ | ২১.৯৪ | ৪.৪৫ | ০৩ | ০০ | ১৫৪ |
T20 | ২১৯ | ২৭৩ | ৫/১০ | ২০.৯৫ | ৬.৯৮ | ০২ | ০০ | ৯৯ |
যে দলগুলির হয়ে খেলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah Teams)-
ভারত, ভারত-এ, ভারত গ্রিন, গুজরাত, ভারত অনুর্দ্ধ-২৩, পশ্চিমাঞ্চল, মুম্বই ইন্ডিয়ান্স
জসপ্রীত বুমরাহ’র রেকর্ড ও কৃতিত্ব (Jasprit Bumrah’s Records)-
- ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে তিন ফর্ম্যাটেই আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করার নজির রয়েছে জসপ্রীত বুমরাহ’র।
- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মেডেন ওভার করার কৃতিত্ব জসপ্রীত বুমরাহ’র। তিনি ১০টি মেডেন ওভার করেছেন।
- ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাট্রিক করেন জসপ্রীত বুমরাহ। ভারতীয়দের মধ্যে তৃতীয় বোলার হিসেবে হ্যাট্রিক করেন তিনি। (Jasprit Bumrah Achievements)
- ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হন জসপ্রীত বুমরাহ। মাত্র ৫৭ ইনিংসে এই কৃতিত্বের অধিকারী হন তিনি।
- মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫৮ টি উইকেট নিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দ্বিতীয় সফলতম বোলার তিনি। শীর্ষে লাসিথ মালিঙ্কা (১৭০ উইকেট)
জসপ্রীত বুমরাহ নেট ওয়ার্থ (Jasprit Bumrah Net Worth in Bengali)-
- বিসিসিআই গ্রেড A+ চুক্তি- বার্ষিক ৭ কোটি টাকা
- টেস্ট ম্যাচ- ১৫ লক্ষ টাকা / ম্যাচ
- ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
- টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
- আইপিএল ২০২৪- ১২ কোটি টাকা
- মোট নেট ওয়ার্থ- ৬০ কোটি টাকা (আনুমানিক)
জসপ্রীত বুমরাহ বাড়ি ও গাড়িসমূহ (Jasprit Bumrah House and Car Collection in Bengali)-
২০১৫ সালে জসপ্রীত বুমরাহ একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেন গুজরাতে। যার বর্তমান বাজারমূল্য ৩ কোটি টাকা। এছাড়াও দেশের নানা প্রান্তে তাঁর সম্পত্তি রয়েছে। তাঁর গ্যারাজে মার্সিডিজ বেঞ্জ, নিসান, রেঞ্জ রোভারের মত ব্র্যান্ডের গাড়ি রয়েছে।
জসপ্রীত বুমরাহ’র বাণিজ্যিক চুক্তিসমূহ (Jasprit Bumrah Brand Endorsements in Bengali)-
- অ্যাসিকস
- ওয়ান প্লাস
- রয়্যাল স্ট্যাগ
- জ্যাগল
- বোট
- ড্রিম ইলেভেন
- কাল্ট স্পোর্টস
- ইউনিক্স
- এসট্রোলো
জসপ্রীত বুমরাহ সম্পর্কীত প্রশ্নাবলী (Jasprit Bumrah FAQs)-
২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের দ্রুততম ডেলিভারিটি করেছিলেন জসপ্রীত বুমরাহ। তার গতি ছিলো ১৫৩.৩৬ কিলোমিটার/ঘন্টা
জসপ্রীত বুমরাহ’র স্ত্রী’র নাম সঞ্জনা গণেশন। তিনি পেশায় একজন ক্রীড়া সঞ্চালক। দুজনের অঙ্গদ নামে এক পুত্রসন্তানও রয়েছে।
২০১৬ সালে ভারতের হয়ে অভিষেক হয় জসপ্রীত বুমরাহ’র।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ হ্যাট্রিক অর্জন করেছিলেন। টেস্ট ক্রিকেটে হরভজন সিং ও ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েন তিনি।
জসপ্রীত বুমরাহ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেন।