IPL 2025: সতেরো বছর কেটে গেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতে আসে নি আইপিএল (IPL) ট্রফি। চার বার ফাইনাল খেলেছে তারা, কিন্তু ফিরতে হয়েছে খালি হাতেই। গত বার টানা ছয় ম্যাচ জিতে তারা যখন শেষ চারের টিকিট ছিনিয়ে নিয়েছিলো, তখন আশা জেগেছিলো সমর্থকদের মধ্যে। কিন্তু বিধি বাম। এলিমিনেটর ম্যাচে হেরে ছিটকে যেতে হয়েছিলো। এবার নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। গত বারের স্কোয়াড থেকে মাত্র তিন জনকে ‘রিটেন’ করার পথে হেঁটেছে তারা। চলতি মাসে সৌদি আরবের জেড্ডায় যে মেগা নিলাম হয়েছিলো, সেখানে নতুন করে গড়া হয়েছে দল। যে সকল ক্রিকেটারদের স্কোয়াডে সামিল করেছে টিম ম্যানেজমেন্ট, তা নতুন করে আশার আলো দেখাচ্ছে অনুরাগীদের। মনে করা হচ্ছে এই তিন কারণের জন্য ২০২৫-এ খরা কাটতে পারে আরসিবি’র।
Read More: দ্বিতীয় টেস্টে বাদ শুভমান গিল, এন্ট্রি নিচ্ছেন রোহিত শর্মা, প্রকাশ্যে আসলো ভারতীয় দলের একাদশ !!
বোলিং বিভাগে রয়েছে ভারসাম্য-
![IPL 2025: নিলামের পর শক্তিশালী বেঙ্গালুরু, এই তিন কারণে জিততে চলেছে প্রথম আইপিএল ট্রফি !! 2 Josh Hazlewood | IPL | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2022/05/1030811-hazlewoodcsk.jpg)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বরাবরের সমস্যা বোলিং। বহুবার ২০০ বা তার বেশী রান স্কোরবোর্ডে তুলেও তা রক্ষা করতে পারে নি তারা। সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য এবার মরিয়া ছিলো ফ্র্যাঞ্চাইজি। নিলামে বোলিং বিভাগ পুনর্গঠনের দিকেই অধিক ফোকাস দিয়েছিলেন কর্মকর্তারা। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মত তারকাকেও আরটিএম ব্যবহার করে ফেরানোর সিদ্ধান্ত নেন নি তারা। বরং জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ভুবনেশ্বর কুমারের মত টি-২০ স্পেশ্যালিস্টদের উপর বিনিয়োগ করেছেন। পাওয়ার প্লে ও ডেথ ওভারে এই দুই ফাস্ট বোলারকেই দেখা যাবে বল হাতে। যুজবেন্দ্র চাহালের প্রস্থানের পর বেঙ্গালুরুর স্পিন ডিপার্টমেন্টও বেশ দুর্বল হয়ে পড়েছিলো। দিল্লীর লেগস্পিনার সুয়শ শর্মাকে দিয়ে সেই শূন্যস্থানও পূরণের কথা ভেবেছে ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে আইপিএলের (IPL) অন্যতম সেরা বোলিং আক্রমণ এই মুহূর্তে রয়েছে বেঙ্গালুরুতে।
স্কোয়াডে রয়েছে দুর্দান্ত গভীরতা-
![IPL 2025: নিলামের পর শক্তিশালী বেঙ্গালুরু, এই তিন কারণে জিততে চলেছে প্রথম আইপিএল ট্রফি !! 3 Phil Salt and Liam Livingstone | IPL | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/11/slat-livingstone.png)
বড় নামের পিছনে না ছুটে প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের সই করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ফাফ দু প্লেসি সরে যাওয়ায় ওপেনিং স্লটে যে শূন্যস্থান তৈরি হয়েছিলো তা পূরনের জন্য তারা নিয়েছে ফিল সল্টকে (Phil Salt)। উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিকের শূন্যস্থানইও পূরণ করবেন তিনি। তিন নম্বর পজিশনে ধারাবাহিকতার অভাব কাটিয়ে উঠতে দলে নিয়েছে দেবদত্ত পাডিক্কালকে। চারে থাকছেন রজত পতিদার। গ্লেন ম্যাক্সওয়েলকে এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। তাঁর জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে লিয়াম লিভিংস্টোন’কে (Liam Livingstone)। স্কোয়াড গভীরতা বাড়াতে অলরাউন্ডারদের দলে নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছিলো বেঙ্গালুরু (RCB)। তারা স্কোয়াডে সামিল করেছে টিম ডেভিডকেও। ব্যাটিং-এর পাশাপাশি পেস বোলিং-ও করেন তিনি।
গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ব্যাক-আপ রয়েছে দলে-
![IPL 2025: নিলামের পর শক্তিশালী বেঙ্গালুরু, এই তিন কারণে জিততে চলেছে প্রথম আইপিএল ট্রফি !! 4 Jitesh Sharma | Image : Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/03/JITESH-SHARMA.jpg)
গত তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অত্যধিক নির্ভরশীল ছিলো বিরাট কোহলি, ফাফ দু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের উপর। এই মুহূর্তে একমাত্র বিরাট ছাড়া আর কেউই নেই ফ্র্যাঞ্চাইজিতে। কোনও এক বা দুই জনের উপর যাতে দল অধিক মাত্রায় নির্ভরশীল না হয়ে পরে তা নিশ্চিত করতে একঝাঁক তারকা ক্রিকেটারকে এবার সই করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। পাশাপাশি চোট-আঘাত বা অন্যান্য সমস্যাতেও যাতে সঙ্কটে না পড়তে হয় তাও নিশ্চিত করার পথে হেঁটেছেন কর্মকর্তারা। টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোনের বিকল্প হিসেবে রোমারিও শেপার্ড, ফিল সল্টের বিকল্প হিসেবে জিতেশ শর্মা বা জশ হ্যাজেলউডের বিকল্প হিসেবে লুঙ্গি এনগিডিদের দলে সামিল করে নিয়েছেন তাঁরা। কোনো অবস্থাতেই ভারসাম্য বিঘ্নিত হবে না একাদশের। যা বেঙ্গালুরুকে করে তুলেছে আসন্ন আইপিএলের (IPL) অন্যতম ফেভারিট।