Rinku Singh,
Rinku Singh | Image: Getty Images

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। চলতি আইপিএল বিচার করবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড। আপাতত খবরের শিরোনামে উঠে এসেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। যশ দোয়ালের শেষ ওভারে ৫ ছক্কা হাঁকানোর পর ভাগ্য সুপ্রসন্ন হয় রিঙ্কু সিংয়ের। ভারতীয় দলের হয়ে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক করে ফেলেছেন রিঙ্কু। গত ১ বছর ধরে তিনি ভারতীয় দলের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করছেন এবং ভারতের জার্সিতে ১১ ইনিংসে ১৭৬.২৪ স্টাইক রেটে ৩৫৬ রান বানিয়েছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছিল।

আরও পড়ুন | সকলের অবহেলার পাত্র ছিলেন এই খেলোয়াড়, আজ বিশ্বকাপের দলের দরজায় নাড়ছেন কড়া !!

চলতি আইপিএলে চোট পেয়েছেন রিঙ্কু

Rinku Singh, ipl 2024
Rinku Singh | Image: Getty Images

তবে চলতি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে দেখা যাচ্ছে রিঙ্কু সিংকে (Rinku Singh)। চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস এবং রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করেননি রিঙ্কু। আউটফিল্ডে তিনি অন্যতম সেরা ফিল্ডার, তবে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কলকাতা দলের ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাটে রিঙ্কুর চোটের খবর প্রকাশ্যে এনেছিলেন। এমনকি পরবর্তী সময়ে রিঙ্কু জানিয়ে দেন তার চোটের বিষয়ে। মন্তব্য করে রিঙ্কু বলেন, “আমার অল্প চোট রয়েছে। যে কারণে আমি কয়েকটি ম্যাচে ফিল্ডিং করতে পারেনি। তবে আমি ২১ এপ্রিলের ম্যাচে ফিল্ডিং করব।”

বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন রিঙ্কু

Rinku Singh,
Rinku Singh | Image: Getty Images

এই পরিস্থিতিতে বোর্ড কর্মকর্তারা রিঙ্কুকে নিয়ে ঝুঁকি নিতে চাইবেন কিনা সেটা তাদের ব্যক্তিগত মতামত। তবে রিঙ্কুর পরিবর্তন হিসাবে ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন রাজস্থান রয়্যালসের মিডিল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগ (Riyan Parag)। চলতি আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন রিয়ান, ৭ ম্যাচে ১৬১ স্ট্রাইক রেটে ৩১৮ রান বানিয়েছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় বিরাট কোহলির (Virat Kohli) মতন কিংবদন্তির সঙ্গে টক্কর দিচ্ছেন তিনি। রিয়ানের ভালো ফর্ম চিন্তা বাড়িয়ে দিচ্ছে রিঙ্কু সিংয়ের দলে সুযোগ বানানোর। চলতি মরশুমে বেশি সুযোগ পাননি রিঙ্কু, তিনি এখনও পর্যন্ত ৬ ম্যাচের ৫ ইনিংসে মোট ৮৩ রান করেছেন তবে তার রানটি ১৬২.৭৪ স্ট্রাইক রেটে এসেছে।

আরও পড়ুন | IPL 2024: গুজরাতের ঘরের মাঠে মাস্তানি দিল্লী’র, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেলো টাইটান্স শিবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *