IPL 2025: আগামী মরসুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে নতুন করে দল গঠন করতে চায় তার প্রমাণ মিলেছিলো তাদের রিটেনশন তালিকাতেই। মাত্র তিন জন’কে ধরে রেখেছিলো তারা। ২১ কোটিতে ‘রিটেনড’ হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli), ১১ কোটিতে ছিলেন রজত পতিদার (Rajat Patidar)। এছাড়া আনক্যাপড ক্রিকেটার যশ দয়াল’কে (Yash Dayal) ৫ কোটি টাকার বিনিময়ে ধরে রাখার পথে হেঁটেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। গত দু’দিনের মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজির সামনে সুযোগ ছিলো আরটিএম ব্যবহার করে মহম্মদ সিরাজ, ফাফ দু প্লেসি, উইল জ্যাকস বা গ্লেন ম্যাক্সওয়েলদের দলে ফেরানোর। কিন্তু সেই পথে না হেঁটে অন্যান্য মহাতারকাদের নিশানা করেছেন কর্মকর্তা’রা। ৮৩ কোটি টাকা হাতে নিয়ে নিলামের আসরে বসেছিলো বেঙ্গালুরু (RCB)। ২২ সদস্যের স্কোয়াড গড়েছে তারা। এর মধ্যে থেকেই বাছতে হবে সেরা এগারো।
Read More: IPL 2025: মুখ পুড়লো বাংলাদেশের, মেগা নিলামে দল পেলেন না একজনও ক্রিকেটার !!
ট্রফি জয়ের আশা দেখাবে RCB একাদশ-
প্রত্যাশামতই রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলিকে। গত তিন বছর তাঁর সঙ্গী হতেন ফাফ দু প্লেসি। প্রোটিয়া তারকার বদলে এবার হয়ত শুরুতে খেলবেন ফিল সল্ট। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে ১১.৫০ কোটিতে কিনেছে বেঙ্গালুরু। তিন নম্বরে দেখা যেতে পারে দেবদত্ত পাডিক্কালকে। কর্ণাটকের ঘরের ছেলে’কে ফ্র্যাঞ্চাইজি ফিরিয়েছে ২ কোটি ৬০ লক্ষ টাকায়। চার নম্বরে খেলতে চলেছেন রজত পতিদার। ২০২১ থেকে আরসিবি জার্সি গায়েই খেলছেন মধ্যপ্রদেশের ক্রিকেটার। আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। পাঁচ ও ছয় নম্বরে দুই অলরাউন্ডারকে রাখার কথা ভাবতে পারে ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার টিম ডেভিড (৩.৪০ কোটি) ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (৮.৭৫ কোটি) দেখা যেতে পারে ব্যাট হাতে।
সাত নম্বরে থাকছেন ক্রুণাল পাণ্ডিয়া। লক্ষ্ণৌ ছেড়ে এবার তিনিও যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে। ৫.৭৫ কোটি টাকা দর উঠেছে তাঁর। যুজবেন্দ্র চাহাল দল ছাড়ার পর শূণ্যস্থান রয়েই গিয়েছিলো একাদশে। আবারও এক লেগস্পিনারের উপর বিনিয়োগ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। আগামী আইপিএলে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন সুয়শ শর্মা। তাঁকে রেখেই সেরা একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। লিভিংস্টোণ ও ক্রুণালের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন তিনি। গত কয়েক বছর পেস বিভাগ হতাশ করেছে বেঙ্গালুরুতে। সেই দুর্বলতা ঢাকতে এবার প্রচুর খরচ করেছে তারা। ১২.৫০ কোটিতে দলে নিয়েছে জশ হ্যাজেলউড’কে। ১০.৭৫-এ ফিরেছেন ভুবনেশ্বর কুমার। একাদশে থাকছেন দু’জনেই। সাথে জুড়ে দেওয়া হতে পারে যশ দয়ালকেও।
এক নজরে সেরা এগারো-
বিরাট কোহলি, ফিল সল্ট (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, রজত পতিদার, টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা।
অধিনায়ক নিয়ে রয়েছে ধোঁয়াশা-
ফাফ দু প্লেসি’কে ‘রিলিজ’ করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। শূন্য অধিনায়কের আসন। মেগা নিলামের আগে শোনা যাচ্ছিলো যে কে এল রাহুলকে সই করিয়ে তাঁর কাঁধে তুলে দেওয়া হবে নেতৃত্বের দায়িত্ব। কিন্তু রাহুল গিয়েছেন দিল্লীতে। ফলত, আগামী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কে হবেন তা নিয়ে জারি রয়েছে ধোঁয়াশা। স্কোয়াড বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের একাংশের ধারণা যে বিরাট কোহলিকে আবার ফেরানো হবে দায়িত্বে। অনেকে আবার মনে করছেন যে ভবিষ্যতের কথা ভেবে রজত পতিদারের হাতে তুলে দেওয়া হবে ব্যাটন। সম্প্রতি ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন ফিল সল্ট ও লিয়াম লিভিংস্টোন। দৌড়ে রয়েছেন তাঁরাও। চার জনের মধ্যে শেষমেশ কার ভাগ্যে শিকে ছেঁড়ে, তা জানা যাবে কিছুদিনের মধ্যেই।
বেঙ্গালুরুর সম্পূর্ণ স্কোয়াড-
Presenting to you, the #ClassOf2025! 💪
A powerhouse of a squad with reliable batters, lethal bowlers, and ace all-rounders, Summer 2025 we’re coming in hot! ❤️🔥#PlayBold #ನಮ್ಮRCB #IPLAuction #BidForBold #IPL2025 pic.twitter.com/v4ywTyYh65
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 26, 2024