IPL 2025: গত মরসুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এক দশক পর কেটেছিলো ট্রফি খরা। সফল অধিনায়ককে রিটেনশন তালিকায় না দেখে তাই চমকেছিলেন অনেকেই। সংবাদসংস্থা রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইট সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore) আভাস দিয়েছিলেন যে আর্থিক বিষয়ে বনিবনা না হওয়াতেই শ্রেয়সকে (Shreyas Iyer) ছাড়তে হয়েছে। ২৪ নভেম্বর মেগা নিলামে তাঁকে ফিরে পাওয়ার চেষ্টা করেছিলো কলকাতা। প্রথম প্যাডেল’ও তুলেছিলো তারা। কিন্তু সামর্থে কুলিয়ে ওঠে নি আর। ৯.৭৫ কোটির বেশী এগোতে পারে নি বেগুনি-সোনালী শিবির। শেষমেশ ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব কিংসে (PBKS) নাম লেখান তিনি। শ্রেয়স হাতছাড়া হওয়ার পরেই পরবর্তী মরসুমে নাইটদের নেতা কে হবেন তা নিয়ে শুরু হয় জল্পনা।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান, ICC’র কাছে নিল মোটা অঙ্কের টাকা !!
অধিনায়কত্ব পাচ্ছেন অজিঙ্কা রাহানে-
২০২২ আইপিএলে (IPL) কলকাতা জার্সি গায়ে চাপিয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ২০২৩ ও ২০২৪-এ খেলেছেন চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে। ২০২৫-এ ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজিতে তাঁর ফিরে আসার পথটা বেশ নাটকীয়। মেগা নিলামের প্রথম পর্বে যখন তাঁর নাম ডাকা হয়েছিলো তখন আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। পরে অ্যাক্সিলারেটেড পর্বে তাঁকে ১.৫০ কোটি টাকার বেস প্রাইসেই ছিনিয়ে নেয় নাইট রাইডার্স (KKR)। প্রত্যাবর্তনের সাথে সাথে কলকাতার অধিনায়কত্ব’ও সম্ভবত পাচ্ছেন তিনিই। নেতা হিসেবে পরীক্ষিত অজিঙ্কা। ভারতের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছেন টেস্ট সিরিজ। সদ্যই মুম্বইয়ের নেতা হিসেবে জিতেছেন রঞ্জি ও ইরানী কাপ। আইপিএলের (IPL) আসরেও অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৮ ও ২০১৯ সালে সামলেছেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব।
রাহানের (Ajinkya Rahane) অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। নাইট রাইডার্স (KKR) অন্দরমহলের এক সূত্র সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে (TOI) দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “হ্যাঁ, এই মুহূর্তে ৯০ শতাংশ নিশ্চিত যে অজিঙ্কা রাহানেই কেকেআর-এর নতুন অধিনায়ক হবে। ও অধিনায়ক হিসেবে আদর্শ বলেই ওকে দলে সামিল করেছে কেকেআর।” গত দুই বছর চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খোলা মনে খেলার স্বাধীনতা পেয়েছিলেন রাহানে (Ajinkya Rahane)। কখনও ওপেনিং আবার কখনও তিনে নেমে ঝোড়ো ক্যামিও খেলেছেন বেশ কয়েকটি। নাইট রাইডার্সে ব্যাট হাতে তাঁর ভূমিকা কি হয় সেদিকেও থাকবে নজর। ওপেনার হিসেবে বেগুনি-সোনালী শিবিরের হাতে রয়েছেন গুরবাজ, ডি কক, সুনীল নারাইন’রা (Sunil Narine)। বিশেষজ্ঞদের ধারণা হয়ত তিনে খেলতে পারেন তিনি।
আপাতত দৌড়ে নেই ভেঙ্কটেশ আইয়ার –
জেড্ডার মেগা নিলামে নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ার’কে (Venkatesh Iyer) দলে ফিরিয়েছে ২৩.৭৫কোটি টাকা দিয়ে। তাঁর পিছনে কলকাতা ফ্র্যাঞ্চাইজির মরিয়া দৌড় থেকে অনেকেই মনে করেছিলেন যে আগামী মরসুমে নেতৃত্ব পাচ্ছেন তিনিই। এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশ নিজেও অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছিলেন। জানান, “আমি বরাবরই বিশ্বাস করে এসেছি যে ‘অধিনায়ক’ একটা তকমা মাত্র। কিন্তু নেতৃত্ব বলতে বোঝায় এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে সবাই মনে করে যে তাঁরা খেলতে পারে এবং দলের জন্য অবদান রাখতে পারে। যদি আমায় দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খুশিমনে তা পালন করবো। নীতিশ রাণা আহত থাকার সময় একটি ম্যাচে আমি দায়িত্ব পালন করেছি। ভাইস-ক্যাপ্টেন’ও ছিলাম।” কিন্তু ২০২৫ সালে সম্ভবত সহ-অধিনায়ক পদ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে।