IPL'এর মাঝে MI'এর এই খেলোয়াড়ের উপর উঠলো যৌন হয়রানির অভিযোগ, হতে পারে কারাবাস !! 1

জমে উঠেছে আইপিএলের ১৭তম সিজিন (IPL 2024), আপাতত এই মরশুমে প্রথম জয় সুনিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গত রবিবার দিল্লির বিরুদ্ধে প্রথম জয় সুনিশ্চিত করে মুম্বই, প্রথম ৩ ম্যাচে জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হয় মুম্বই ইন্ডিয়ান্স তবে চতুর্থ ম্যাচে অসাধারন ভাবে ফিরে আসলো MI পল্টন। হার্দিক পান্ডিয়ার দলের এক প্লেয়ারের উপর উঠলো যৌন হয়রানির গুরুতর অভিযোগ। কিংবদন্তি এই প্লেয়ারকে মুম্বইকে অনেক কঠিন সময় থেকে জিতিয়েছেন এবং দলের সাফল্যের পিছনে তার অবদান অনেকটাই।

আরও পড়ুন | IPL 2024: “হৃদস্পন্দন বন্ধ করে দেয় এমন…”, জয়পুরে শেষ বলে গুজরাটের রাজস্থান বধ দেখে উল্লাসে মাতলো নেটপাড়া !!

গুরুতর অভিযোগ উঠলো MI’এর এই খেলোয়াড়ের উপর

Ipl 2024
MI vs DC | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্সের যে খেলোয়াড়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তিনি আর কেউ নন, শ্রীলঙ্কা ক্রিকেট দলের কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। ২০১৮ সালে মালিঙ্গার ক্রিয়াকলাপ জনসমুক্ষে হলো ভাইরাল, ওই সময় মালিঙ্গার বিরুদ্ধে একজন মহিলাকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। যদিও পরবর্তী সময়ে বিষয়টি ধামাচাপা পরে গিয়েছিল।

ভারতীয় গায়িকা চিন্নামাই শ্রীপাদা মালিঙ্গার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, “আমি বেনামে থাকতে চাই, কয়েক বছর আগে যখন আমি মুম্বাইতে ছিলাম। আমি ও আমার বন্ধু এক হোটেলে ছিলাম, আমি তাকে খুঁজছিলাম ঠিক তখনই শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটার লাসিথ মালিঙ্গার সঙ্গে আমার দেখা হয়। উনি আমাকে বলেন আমার বন্ধু ওনার ঘরেতেই রয়েছেন। আমি যখন ভিতরে ঢুকি তখন কাউকে দেখতে পাইনি। তিনি আমাকে একা পেয়ে ফায়দা তোলেন এবং আমাকে বিছানায় ধাক্কা দিয়ে বিছানায় উঠে আমাকে স্পর্শ করেন। আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। তখন হোটেলের কর্মীরা লাগেজ নিতে দরজা ধাক্কা দিলে তিনি দরজা খুলতে চলে যান। এরপর আমি ওয়াশরুমে চলে যাই এবং তিনি চলে যাওয়ার পর আমিও সেখান থেকে চলে যাই।

লাসিথ মালিঙ্গার আইপিএল ক্যারিয়ার

Lasith Malinga, ipl 2024
Lasith Malinga | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা আইপিএল ইতিহাসের অন্যতম সফলতম বোলার। ২০০৯ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়েই খেলে এসেছেন ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ। বর্তমানে MI দলের বোলিং কোচের ভূমিকাও পালন করছেন। আইপিএলে তিনি ১২২ ম্যাচে ১৭০ উইকেট পেয়েছেন। তার ইকোনোমি রেট মাত্র ৭.১৪ এবং ৬ বার ৪টি করে উইকেট ও ১ বার ৫ উইকেট নিয়েছেন আইপিএলে। ২০২২-২৩ বর্ষে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ থাকার পর আবার পুরানো ফ্র্যাঞ্চাইজি MI’তে ফিরে আসলেন মালিঙ্গা।

এছাড়াও পড়ুন | IPL 2024: “ওর মতো ফিটনেস যে কোন টিমের…”, বিরাটকে নিয়ে বড় খোলসা করলেন নির্বাচক প্রধান অজিত আগারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *