IPL 2024: দীর্ঘ ১ মাসের ব্যাবধানে ও ৬ ম্যাচ পর অবশেষে আইপিএলে জয় সুনিশ্চত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। গতকাল ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে ২০৬ রান বানিয়ে ফেলে RCB, যে রান তাড়া করতে এসে সম্পূর্ণরূপে ব্যার্থ হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি সিজিনে ব্যাট হাতে অসম্ভব ভালো ব্যাটিং প্রদর্শন দেখিয়েছে SRH দলের ব্যাটসম্যানরা। RCB’র বিরুদ্ধে প্রথম খেলায় SRH ২৮৭’রান বানায় যেটি আইপিএল ইতিহাসের সর্বাধিক।
RCB’র কাছে ৩৫ রানে পরাজিত হলো SRH

শুধু RCB’র বিরুদ্ধে নয় চলতি সিজিনে ৩ দলের বিরুদ্ধেই ২৫০’র বেশি রান বানিয়েছে SRH। প্রথমে ব্যাটিং করতে এসে চলতি সিজিনে ৫ ম্যাচেই জয় পেয়েছে হায়দ্রাবাদ তবে শেষে ব্যাটিং করতে এসে আবার একবার পরাজয়ের সম্মুখীন হতে হলো দলকে। গতকাল ম্যাচে মেজাজ হারিয়েছেন দলের মালকিন কাব্য মারান (Kaviya Maran)। পাওয়ারপ্লেতে দিল্লির বিরুদ্ধে ১২৫ রান বানানো সানরাইজার্স দল গতকাল আরসিবির বিরুদ্ধে পাওয়ার প্লের ভিতরেই ৪ উইকেট হারিয়ে ফেলে এবং অর্ধেক ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে SRH, সেটি মানতে পারছিলেন না কাব্য।
গতকাল প্রথমে ব্যাটিং করতে এসে বিরাট কোহলি ৫১, ডু প্লেসিস ২৩, রজত পতিদার ৫০ ও ক্যামেরন গ্রিনের ৩৭ রান দলকে পৌঁছে দেয় ২০৬’রানে। জবাবে ব্যাটিং করতে এসে ট্রেভিস হেড (১), অভিষেক শর্মা (৩১), মার্করাম (৭), নীতিশ রেড্ডি (১৩), ক্লাসেন (৭) ও আব্দুল সামাদ (১০) রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতেই কাব্যর প্রতিক্রিয়া হয়ে ওঠে ভাইরাল।
Finally Inner peace
Kavya Say What's this raaa😂#RCBvsSRH pic.twitter.com/N3pGRAFphH
— black cat (@Cat__offi) April 25, 2024