ipl-venkatesh-deal-backfired-for-kkr

IPL 2025: সৌদি আরবের জেড্ডা শহরে বসেছে আইপিএলের (IPL) মেগা নিলাম। গতকাল ছিলো প্রথম দিন। স্কোয়াড গঠনের লড়াইতে আজও সম্মুখসমরে নেমেছে দশ ফ্র্যাঞ্চাইজি। এবারের নিলামে ভেঙে গিয়েছে পূর্বের যাবতীয় রেকর্ড। সর্বোচ্চ অর্থ প্রাপকদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর জন্য ২৭ কোটি টাকা খরচ করতেও দ্বিধা করেন নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস মালিকেরা। অন্য দিকে দ্বিতীয় স্থান দখল করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গতবারের ট্রফি জয়ী অধিনায়ককে পেতে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছে পাঞ্জাব কিংস। মেগা নিলামে তাঁরা দু’জন যে বিশাল দাম পাবেন সে নিয়ে সন্দেহ ছিলো না বিশেষজ্ঞদের। কিন্তু চমকে দিয়েছে প্রাইস লিস্টে তিন নম্বরে থাকা নামটি। ভেঙ্কটেশ আইয়ারকে ফিরে পেতে মরিয়া নাইট রাইডার্স খরচ করে বসেছে ২৩ কোটি ৭৫ লক্ষ।

আরটিএম বিকল্প আর ধরে রাখে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। ছয়জনকেই রিটেন করে তারা। মোট খরচ হয় ৫৭ কোটি। কিন্তু আইপিএলের (IPL) নিয়ম বলছে যে চার জন ক্যাপড ও দুই জন আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখতে গেলে নূন্যতম ৬৯ কোটি টাকা খরচ করতেই হবে কোনো ফ্র্যাঞ্চাইজিকে। ফলে বাড়তি ১২ কোটি টাকা কাটা যায় তাদের অকশন পার্স থেকে। অর্থাৎ ৫১ কোটি টাকা হাতে নিয়ে নিলামের টেবিলে বসেছিলেন ভেঙ্কি মাইশোর’রা (Venky Mysore)। ভেবেচিন্তে যে পা ফেলতে হবে তা জানতেন তাঁরা। কিন্তু সম্পূর্ণ উলটো ছবি দেখা গেলো ভেঙ্কটেশের (Venkatesh Iyer) নাম ঘোষণা হওয়ার পরেই। মরিয়া হয়ে বাম হাতি অলরাউন্ডারের পিছনে ছুটলো ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজি।

Read More: IPL 2025: নিলামে মেগা লোকসান গ্লেন ম্যাক্সওয়েলের, অবিশ্বাস্য কম দামে ফিরলেন পাঞ্জাবে !!

স্কোয়াডের গভীরতা নিয়ে থাকছে প্রশ্ন-

Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Venkatesh Iyer | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাথে রীতিমত লড়াই করে মধ্যপ্রদেশের খেলোয়াড়কে দলে সামিল করে কলকাতা (KKR)। গতকালের নিলাম শুরুই হয়েছিলো ১২ জন মার্কি তারকাকে দিয়ে। তাঁদের মধ্যে ১০ জন ভেঙ্কটেশের (Venkatesh Iyer) থেকে কম দাম পেয়েছেন। ফিল সল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মত টি-২০ দুনিয়ার তারকারাও ভেঙ্কটেশের অর্ধেক বা তার কম দাম পেয়েছেন। তাঁদের জন্য না ঝাঁপিয়ে ভেঙ্কটেশের জন্য এমন মরিয়া প্রয়াস কেন? বুঝে পাচ্ছেন না অনেকেই। প্রিয় তারকাকে আরও একবার পছন্দের দলে দেখে খুশি ভক্তদের একাংশ। কিন্তু হাতে যখন যথেষ্ট অর্থ নেই, তখন এভাবে তা খরচ করা আদৌ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলতেও দেখা গিয়েছে নাইট সমর্থকদের একটা বড় অংশকে।

নিলাম থেকে ভেঙ্কটেশ ছাড়াও নাইট রাইডার্স দলে নিয়েছে রহমানুল্লাহ গুরবাজ, রোভম্যান পাওয়েল, অঙ্গকৃষ রঘুবংশী, বৈভব আরোরাদের। একমাত্র ক্যুইন্টন ডি কক ছাড়া তথাকথিত কোনো তারকাকেই পায় নি তারা। শ্রেয়স, কে এল রাহুল, স্টার্কদের জন্য চেষ্টা করেছিলো, কিন্তু দামের ঠেলায় পিছু হটতে হয়েছে। আজ নিলামের দ্বিতীয় দিনেও সেই ছবি দেখা গেলো আল্লাহ গজনফরের ক্ষেত্রে। আফগান তরুণ’কে ফেরাতে চেষ্টা করেছিলো নাইটরা। কিন্তু মুম্বইয়ের টাকার কাছে নতিস্বীকার করতেই হলো তাদের। প্রতিবেদন লেখার সময় অবধি ১৫ জন’কে নিতে পেরেছে কলকাতা। হাতে ৭.৮০ কোটি। সর্বোচ্চ প্লেয়ার স্লট ২৫ জনের হলেও এখনও অন্তত ৩ ক্রিকেটার’কে নিতে হবে তাদের।  তারকা ক্রিকেটাররা হাতছাড়া হয়েছেন আগেই। শেষে হয়ত প্রথম পর্বে অবিক্রিত থাকা ক্রিকেটারদের মধ্যেই কাউকে বেছে নিতে হবে নাইটদের।

KKR-এ ফিরে উচ্ছ্বসিত ভেঙ্কটেশ-

Also Read: IPL 2025: সিরাজকে দলে ফেরাতে সাফ ‘না’ RCB’র, রেকর্ড মূল্যে গেলেন গুজরাত টাইটান্সে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *