ipl-ashwin-predicts-kohli-to-lead-rcb

IPL 2025: সতেরোবারের চেষ্টাতেও ট্রফিহীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চার বার ফাইনাল খেলেছে তারা, কিন্তু হাতে আসে নি খেতাব। ২০২৫-এ প্রথমবার আইপিএল (IPL) জয়ের লক্ষ্য সামনে রেখে মাঠে নামার কথা ভাবছে তারা। নতুন উদ্যমে দলগঠনের পথে হেঁটেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। গত বছরের স্কোয়াড থেকে কেবল বিরাট কোহলি, রজত পতিদার ও যশ দয়ালকে ‘রিটেন’ করেছিলো তারা। গত ২৪ ও ২৫ তারিখের মেগা নিলাম থেকে দলে সামিল করেছে আরও ২০ জন’কে। ৮৩ কোটি টাকার অকশন পার্স নিয়ে জেড্ডা পৌঁছেছিলো তারা। খরচ হয়েছে ৮২ কোটি ৮০ লক্ষ। ফিল সল্ট (Phil Salt), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), ভুবনেশ্বর কুমারদের (Bhuvneshwar Kumar) মত মহাতারকারা আগামী মরসুমে অংশ হচ্ছেন বেঙ্গালুরুর। মাঠে অধিনায়ক হিসেবে তাঁদের সামলাবেন কে তা নিয়ে রয়েছে জল্পনা।

Read More: হার্দিককে পিটিয়ে ছাতু করলেন পাক ব্যাটার, এক ওভারেই দেখা গেলো ছক্কার বৃষ্টি !!

কোহলিই পেতে পারেন অধিনায়কত্ব-

Virat Kohli might not play all matches for rcb in ipl 2023 due to bcci work load management
Virat Kohli might not play all matches for rcb in ipl 2023 due to bcci work load management

গত তিন মরসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়ক হিসেবে ছিলেন ফাফ দু প্লেসি (Faf du Plessis)। প্রোটিয়া তারকার পারফর্ম্যান্স বেশ ভালো ছিলো। ব্যাট হাতে ২০২২ থেকে ২০২৪-এর মধ্যে তিনি করেছেন যথাক্রমে ৪৬৮, ৭৩০ ও ৪৩৮ রান। নেতা হিসেবেও নজর কেড়েছিলেন তিনি। তিন মরসুমের মধ্যে দুই বার আইপিএলের (IPL) প্লে-অফে পা রেখেছে দল। ২০২৩-এ অল্পের জন্য হাতছাড়া হয়েছিলো শেষ চারের টিকিট। এতদসত্ত্বেও এবার ফাফ’কে আর রিটেন করার পথে হাঁটে নি রয়্যাল চ্যালেঞ্জার্স। এমনকি নিলামে স্বল্প দামেও তাঁকে ফেরানোর চেষ্টা করে নি ফ্র্যাঞ্চাইজি। এক্ষেত্রে পারফর্ম্যান্স নয় বরং বয়স’ই তাঁর বিরুদ্ধে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। আগামী মরসুমে দু প্লেসি’র (Faf du Plessis) বিকল্প হিসেবে ফ্র্যাঞ্চাইজিকে খুঁজে নিতে হবে নতুন অধিনায়ক।

তারকা অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) মনে করছেন যে ফের একবার বিরাট কোহলির (Virat Kohli) হাতেই নেতৃত্বের ব্যাটন সঁপে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজি। একটি ইউটিউব ভিডিওতে তিনি বলেছেন, “মনে হচ্ছে যে বিরাট কোহলিই অধিনায়ক হবে। ওরা (মেগা নিলামে) কোনো অধিনায়কের জন্য ঝাঁপায় নি। ওরা যদি অন্য কারও কাঁধে দায়িত্ব তুলে দিতে মরিয়া না হয় তাহলে কোহলি ছাড়া অন্য কাউকে আমি বেঙ্গালুরুর নেতৃত্ব দিতে দেখছি না।” ২০২২-এ পূর্ণ সময়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট (Virat Kohli)। কিন্তু সূত্রের খবর যে আবারও পদে ফিরতে আপত্তি নেই তাঁর। মেগা নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিকে তা জানিয়েওছেন মহাতারকা। আশা করা হচ্ছে যে দিনকয়েকের মধ্যেই সিদ্ধান্ত প্রকাশ্যে আনবে টিম ম্যানেজমেন্ট।

বেঙ্গালুরু স্কোয়াডকে সমীহ অশ্বিনের-

Ravichandran Ashwin | IPL | Image : Getty Images
Ravichandran Ashwin | Image : Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জেড্ডাতে আইপিএলের (IPL) মেগা নিলামে যেভাবে এগিয়েছে তাকে সমীহ করছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তাদের খেতাবের অন্যতম দাবীদার বলে মনে করছেন তিনি। ইউটিউব ভিডিওতে তিনি জানান, “আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওদের নিলাম পর্বটা দুর্দান্ত কেটেছে। ওরা দলে ভারসাম্য তৈরি করতে পেরেছে ধৈর্য্য ধরে রেখে। নিলামে অনেকেই বহু কোটি টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন। তারা শুরুতেই প্রচুর টাকা উড়িয়েছে, কিন্তু আরসিবি’র হাতে টাকা থাকা সত্ত্বেও তারা ধৈর্য্য ধরে ছিলো। ওদের কাকে কাকে প্রয়োজন সে বিষয়ে সম্যক ধারণা ছিলো। দল’কে গুরুত্ব দিয়েছে ওরা। ১২ জন বা ১৪ জনের উপর বাজি ধরেছে। পরিবেশ-পরিস্থিতি মাথায় রেখে দল গড়েছে। আরটিএম থাকলেও ব্যবহার করে নি। বরং পছন্দের তারকাদের স্কোয়াডে সামিল করেছে।”  

Also Read: IPL 2025: KL রাহুল নয়, বেঙ্গালুরুর প্রাক্তনী হচ্ছেন দিল্লী ক্যাপিটালসের নতুন অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *