IPL 2025: ২০০৮ সালে যখন আইপিএল (IPL) পথচলা শুরু করেছিলো, তখন থেকেই টুর্নামেন্টের সাথে সংযুক্ত রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দীর্ঘ সতেরো বছরে চার বার ফাইনালে পা রেখেছে তারা। কিন্তু একবারও শিকে ছেঁড়ে নি ভাগ্যে। ২০২৫-এ ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল চায় ফ্র্যাঞ্চাইজি। তাই সাম্প্রতিক মেগা নিলামে নতুন উদ্যমে দল গঠনে সচেষ্ট হয়েছিলেন কর্মকর্তারা। পুরনো স্কোয়াডের তারকাদের ফেরানোর জন্য যখন চেন্নাই, রাজস্থান বা কলকাতার (KKR) মত দল মরিয়া লড়াই করছিলো, তখন সিরাজ, দু প্লেসি বা উইল জ্যাকসের জন্য দর’ই হাঁকে নি বেঙ্গালুরু। বরং তারা ছুটেছে জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, ফিল সল্টদের (Phil Salt) পিছনে। ৮২.৮০ কোটি টাকা খরচ করে নিলাম থেকে যে স্কোয়াড গড়েছে তারা তাকে চ্যাম্পিয়নশিপের দাবীদার বলছেন অনেকেই। এই স্কোয়াডের নেতৃত্বে কে থাকেন, নজর এখন সেদিকেই।
Read More: IND vs AUS 2nd Test Stats Preview: ব্র্যাডম্যান’কে ছুঁতে পারেন বিরাট, অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে তৈরি হতে পারে ৭ রেকর্ড !!
অধিনায়ক হিসেবে ফিরবেন বিরাট ?
বিরাট কোহলিই (Virat Kohli) একমাত্র খেলোয়াড় যিনি আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকে এখনও অবধি দলবদল করেন নি। শুরুটা করেছিলেন বেঙ্গালুরুর হয়ে। এখনও রয়েছেন সেখানেই। এবারও ২১ কোটি টাকার বিনিময়ে তাঁকে রিটেন করেছে ফ্র্যাঞ্চাইজি। ২০১৩ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক ছিলেন তিনি। ২০২১ অবধি সামলেছেন পূর্ণ সময়ের দায়িত্ব। ২০২২-এর আইপিএল (IPL) শুরুর আগে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ব্যাটন তুলে দেওয়া হয়েছিলো ফাফ দু প্লেসি’র (Faf du Plessis) হাতে। প্রোটিয়া তারকা তিন বছরে দুই বাস্র প্লে-অফে তুলেছেন দল’কে। ব্যাটার হিসেবেও তাঁর পারফর্ম্যান্স ছিলো নজরকাড়া। তবুও বয়সের কারণে দু প্লেসি’কে আর দলে ফেরানোর প্রচেষ্টা করে নি রয়্যাল চ্যালেঞ্জার্স। ফলে নেতার আসন আপাতত ফাঁকা। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছে যে আবারও পদে ফেরানোর হতে পারে কোহলিকেই। তিনি নিজেও নাকি প্রস্তুত প্রত্যাবর্তনের জন্য।
নতুন অধিনায়ক চায় টিম ম্যানেজমেন্ট-
অধিনায়ক পদে কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তনের গুঞ্জন জোরালো আকার ধারণ করেছে গত কয়েক দিনে। কিন্তু ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরের সূত্র জানাচ্ছে যে আপাতত মহাতারকার কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। কোহলির এই মুহূর্তে বয়স ৩৬। আর কতদিন তিনি আইপিএল (IPL) খেলবেন তা নিয়ে কোনো রকম নিশ্চয়তা নেই। এখন থেকেই তাই ভবিষ্যতের পরিকল্পনা করে রাখতে চান তাঁরা। সেই কারণেই পদে বসানো হতে পারে বছর ৩১-এর রজত পতিদারকে (Rajat Patidar)। ২০২১ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্সে (RCB) রয়েছেন তিনিও। ২০২২-এ তাঁকে রিলিজ করা হলেও পরে ফিরিয়ে আনে ফ্র্যাঞ্চাইজি। ব্যাট হাতে আস্থার প্রতিদান’ও দিয়েছেন তিনি। ২০২৪-এও মিডল অর্ডারে বেশ ধারাবাহিক ছিলেন পতিদার। তাঁকে ১১ কোটি টাকায় তাই রিটেন করেছে দল। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে তাঁকেই।
নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে পতিদারের-
ঘরোয়া ক্রিকেটের আঙিনায় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রজত পতিদারের (Rajat Patidar)। এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে মধ্যপ্রদেশের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ব্যাট হাতেও রয়েছেন অসাধারণ ফর্মে। সাতটি ম্যাচ খেলেছেন তিনি। অর্ধশতকের গণ্ডী পেরিয়েছিলেন তিন বার। মেঘালয়ের বিরুদ্ধে রজতের ব্যাট থেকে এসেছিলো ঝোড়ো ৭৮ রান। শক্তিশালী পাঞ্জাবের বিপক্ষে করেন ৬২। মহম্মদ শামি (Mohammed Shami) সমৃদ্ধ বাংলার বিরুদ্ধে তিনি করেন ৬৮ রান। টুর্নামেন্টের গ্রুপ-এ’তে আজ মরণবাঁচন ম্যাচ মধ্যপ্রদেশের। রজতদের শেষ ম্যাচ বিহারের বিপক্ষে। গ্রুপ শীর্ষে থাকা রাজস্থান মুখোমুখি হচ্ছে দ্বিতীয় স্থানে থাকা বাংলা’র। যদি বাংলা নিজেদের ম্যাচ জেতে তাহলে ছিটকে যাবেন রজতরা। কিন্তু অভিষেক পোড়েল, মহম্মদ শামি’রা যদি হেরে যান ও মধ্যপ্রদেশ যদি জেতে তাহলে দুই দলের পয়েন্ট সমান হলেও হেড টু হেড ফলের ভিত্তিতে পরবর্তী পর্বে যাবে তারা।