ipl-2025-rcb-did-not-use-rtm-for-stars

IPL 2025: গত দুই দিনে সৌদি আরবের জেড্ডা শহরে বসেছিলো আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। আবাদি আল-জোহার এরিনাতে রীতিমত টাকার বৃষ্টি দেখা গেলো। এতদিন মিচেল স্টার্ক ছিলেন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। তাঁর জন্য ২০২৪ আইপিএলের (IPL) মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছিলো কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড একবার নয়, দুই বার ভেঙে গেলো জেড্ডায়। ২৬.৭৫ কোটিতে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যোগ দিলেন পাঞ্জাব কিংসে। তাঁকেও ছাপিয়ে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে গেলেন ২৭ কোটি টাকায়। মেগা অকশনে সর্বোচ্চ ১১০.৫০ কোটি টাকা হাতে ছিলো পাঞ্জাবের। তারা ২৫ জন ক্রিকেটারের কোটাই পূরণ করলো। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ কোটি ছিলো বেঙ্গালুরুর হাতে। তারা ২২ জনের স্কোয়াড গড়লো গত দুই দিনে। উদ্বৃত্ত রয়েছে ৭৫ লক্ষ।

Read More: IPL 2025: ‘ঘরের ছেলে’কে ঘরছাড়া হতে দিলো না মুম্বই, অকশনের শেষ মুহূর্তে ফেরালো অর্জুন তেন্ডুলকরকে !!

RTM-এ তারকাদের ফেরালো না RCB-

Glenn Maxwell and Faf du Plessis | Image: Getty Images
RCB Didn’t Use RTM For Glenn Maxwell and Faf du Plessis | Image: Getty Images

আইপিএলের রিটেনশন তালিকায় চমক দিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ধরে রেখেছিলো মাত্র তিন জন’কে। ২১ কোটি টাকায় ‘রিটেনড’ হয়েছিলেন বিরাট কোহলি। এছাড়া ১১ কোটিতে ছিলেন রজত পতিদার ও ৫ কোটিতে ধরে রাখা হয়েছিলো বাম হাতি পেসার যশ দয়ালকে। তিনটি ‘রাইট টু ম্যাচ’ বা আরটিএম বিকল্প সাথে নিয়ে জেড্ডায় গিয়েছিলো আরসিবি। যার সাহায্যে গত বছরের স্কোয়াডের তিন জন তারকাকে দলে ফেরাতে পারত তারা। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গেলো ফ্র্যাঞ্চাইজির তরফে। সুযোগ থাকা সত্ত্বেও গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস, মহম্মদ সিরাজ, ফাফ দু প্লেসিদের ফেরালেন না কর্মকর্তারা। বরং জোর দিলেন নতুন করে দল গঠন করার উপরেই।

১২.২৫ কোটিতে গুজরাতে গেলেন সিরাজ।। অকশনিয়ার মল্লিকা সাগর আরটিএমের কথা জিজ্ঞেস করেছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া আসে আরসিবি’র তরফে। গ্লেন ম্যাক্সওয়েল দর পেলেন মাত্র ৪ কোটি ২০ লক্ষ। গেলেন পাঞ্জাব কিংসে। গত তিন বছর বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ দু প্লসি। তিনি মাত্র দুই কোটিতে গেলেন দিল্লী ক্যাপিটালসে। দুই ক্ষেত্রেই আরটিএমের প্রস্তাবে কোনো রকম সাড়া দেয় নি রয়্যাল চ্যালেঞ্জার্সের অকশন টেবিল। উইল জ্যাকসকে মুম্বই নিলো ৫.২৫ কোটিতে। এক্ষেত্রেও সমমূল্যের অর্থনৈতিক প্রস্তাব দেয় নি বেঙ্গালুরু। তাদের এই সিদ্ধান্ত চমকে দিয়েছে ক্রিকেটদুনিয়াকে। জ্যাকসকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পেয়ে আরসিবি কর্মকর্তাদের রীতিমত ধন্যবাদ জানিয়ে যান আকাশ আম্বানি।

শক্তিশালী স্কোয়াড গড়লো বেঙ্গালুরু-

Josh Hazlewood | IPL | Image: Getty Images
Josh Hazlewood is RCB’s Most Expensive Signing | Image: Getty Images

কোহলি (Virat Kohli), পতিদাররা (Rajat Patidar) ছিলেন আগেই। মেগা নিলাম থেকে আসন্ন আইপিএলের (IPL) জন্য দুর্দান্ত স্কোয়াড গড়ে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মোট ৮২.২৫ কোটি টাকা খরচ করেছে তারা। দলে নিয়েছে ১৯ জন খেলোয়াড়কে। সর্বোচ্চ ১২.৫০ কোটিতে তারা দলে ফিরিয়েছে জশ হ্যাজেলউড’কে (Josh Hazlewood)। তারকা পেসারের পাশাপাশি ভালো দাম পেয়েছেন দুই উইকেটরক্ষক ফিল সল্ট (১১.৫০ কোটি) ও জিতেশ শর্মা’ও (১১ কোটি)। ১০.৭৫ কোটি পেয়েছেন ভুবনেশ্বর কুমার। তিন বিধ্বংসী অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (৮.৭৫ কোটি), ক্রুণাল পান্ডিয়া (৫.৭৫ কোটি) ও টিম ডেভিড (৩ কোটি) আগামী মরসুমে গায়ে চাপাবেন আরসিবি (RCB) জার্সি। ভারতীয় তরুণ দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) তারা দলে ফিরিয়েছে ২.৬০ কোটিতে। অলরাউন্ডার স্বপ্নীল সিং-এর জন্য আরটিএম ব্যবহার করেছে বেঙ্গালুরু।

এক নজরে RCB স্কোয়াড-

Also Read: IPL 2025: ভেঙ্কটেশ’কে নিতে গিয়ে খালি ব্যাঙ্ক ব্যালান্স, শক্তিশালী স্কোয়াড অধরাই রইলো নাইট রাইডার্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *