ipl-2025-rcb-did-not-buy-siraj-back

IPL 2025: সৌদি আরবের জেড্ডায় গতকাল ছিলো আইপিএলের (IPL) মেগা নিলামের প্রথম দিন। অর্থ খরচে কোনো রকম কার্পণ্য করেন নি ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। এতদিন মিচেল স্টার্ক ছিলেন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে গত বছরের মিনি নিলামে দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার খড়কুটোর মত উড়ে গেলো সেই রেকর্ড। শ্রেয়স আইয়ার’কে (Shreyas Iyer) নজিরবিহীন দড়ি-টানাটানি চললো। শেষমেশ দিল্লীকে পিছনে ফেলে বাজিমাত পাঞ্জাবের। ২৬.৭৫ কোটি পাচ্ছেন তিনি। দামী খেলোয়াড় হিসেবে শীর্ষস্থান বেশীক্ষণ অবশ্য ধরে রাখতে পারেন নি শ্রেয়স। তাঁকে পিছনে ফেলেন ঋষভ পন্থ (Risabh Pant)। সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লী ক্যাপিটালসকে পিছনে ফেলে ২৭ কোটিতে বাজিমাত করে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

Read More: IND vs AUS 1st Test: ভারতীয় আগ্রাসনে ম্লান ব্যাগি গ্রিন শৌর্য, পারথে স্মরণীয় জয় বুমরাহ বাহিনীর !!

দুটি মার্কি সেটের ১২ মহাতারকাকে দিয়ে শুরু হয়েছিলো গতকালের মেগা নিলাম। সেখানে শ্রেয়স, রাহুল, ঋষভ পন্থদের সাথে ছিলেন মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj)। ডান হাতি পেসার আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। সেখানে এক বছর কাটিয়ে তিনি চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিতেই ছিলেন সাত বছর। ‘ঘরের ছেলে’ হয়ে ওঠার পরেও তাঁকে রিটেন করে নি আরসিবি। নিলামে তারকা ফাস্ট বোলারকে ফেরানোর উদ্যোগ তারা নেয় কিনা তা নিয়ে আগ্রহ ছিলো ক্রিকেটজনতার। কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নি বেঙ্গালুরুকে (RCB)। বরং যতক্ষণ সিরাজকে নিয়ে নিলামে দড়ি-টানাটানি চলে ততক্ষণ নিস্পৃহ হয়ে বসেছিলেন কর্মকর্তারা।

তিনটি আরটিএম ছিলো বেঙ্গালুরুর (RCB) হাতে। যখন অকশনিয়ার মল্লিকা সাগর জানতে চান তাঁরা সিরাজের জন্য আরটিএম ব্যবহার করবেন কিনা। কর্মকর্তারা বিনা দ্বিধায় ‘না’ বলে দেন। রয়্যাল চ্য্যালেঞ্জার্স না চাইলেও সিরাজকে নিয়ে নিলাম ত্রিমুখী যুদ্ধ অবশ্য দেখা গেলো গতকাল জেড্ডায়। ২ কোটি টাকা বেস প্রাইস ছিলো তাঁর। প্রথম প্যাডেল তুলেছিলো গুজরাত টাইটান্স। প্রত্যুত্তর দেয় চেন্নাই সুপার কিংস (CSK)। ২০২৩ আইপিএলের (IPL) দুই ফাইনালিস্টের মধ্যে বেশ কিছুক্ষণ চলে লড়াই। দাম ৮.২৫ কোটি পেরোনোর পর সরে আসে চেন্নাই। তখন আবার দৌড়ে সামিল হয় রাজস্থান রয়্যালস। তাদের কোচ রাহুল দ্রাবিড়ের উইশলিস্টে ছিলেন সিরাজ (Mohammed Siraj)। কিন্তু গুজরাতের মরিয়া মনোভাবের বিরুদ্ধে এঁটে উঠতে পারলো না রাজস্থান’ও।  ১২.২৫ কোটিতে ‘টাইটান্স’ শিবিরেই নাম লেখালেন সিরাজ।

RCB ছেড়ে GT-তে সিরাজ-

Also Read: IPL 2025: নিলামের প্রথম দিনেই বড় খোলাসা KKR’র, ভেঙ্কটেশ ‘আইয়ার’ দেবেন নাইট রাইডার্সকে নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *