IPL 2025: নিলাম শেষ হতেই কপাল পুড়লো ঋষভ পন্থের, কোটি টাকার লোকসান হচ্ছে শ্রেয়স, ভেঙ্কটেশ, আর্শদীপদেরও !! 1

IPL 2025: গত ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসেছিলেন আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। আবাদি আল-জোহার এরিনাতে স্কোয়াড নির্মাণের লক্ষ্যে ধুন্ধুমার যুদ্ধ চললো দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে। ২০২২-এর মেগা নিলামে খরচ হয়েছিলো ৫৫১ কোটি টাকা। অর্থের পরিমাণ এক ধাক্কায় বেড়ে গেলো প্রায় ৮৮ কোটি। ২০৪টি স্লট শূন্য ছিলো। নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিলো ৫৭৭ জন ক্রিকেটারের। পরিসংখ্যান বলছে যে ১৮২ জনের জন্য ৬৩৯.১৫ কোটি খরচ করেছে দশ ফ্র্যাঞ্চাইজি। শূন্য থেকে গিয়েছে বাকি ২২ টি স্লট। পূর্বের যাবতীয় রেকর্ড ভেঙে আইপিএলের দুনিয়ার সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার নজির গড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ঠিক এক ধাপ পিছনেই রইলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আকাশছোঁয়া দাম পেলেন ভেঙ্কটেশ আইয়ার, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, জস বাটলাররাও।

Read More: IPL 2025: নেতৃত্বে থাকছেন KL রাহুল, স্টার্ক-ব্রুক-অক্ষরদের নিয়ে ধুন্ধুমার একাদশ গড়ছে দিল্লী ক্যাপিটালস !!

রেকর্ড দাম পেলেন একঝাঁক তারকা-

Shreyas Iyer and Rishabh Pant | IPL | Image: Getty Images
Shreyas Iyer and Rishabh Pant | Image: Getty Images

আইপিএলের (IPL) মেগা নিলামে ইতিহাস লিখলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এতদিন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া তারকা ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। গত বারের মিনি নিলামে তাঁর জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার ধুলোয় গড়াগড়ি খেলো সেই রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে ২৫ কোটির গণ্ডী টপকান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাঞ্জাব ও দিল্লীর দড়ি টানাটানি শেষে তিনি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিতে যান ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে। সর্বোচ্চ দামের মুকুট কিছুক্ষণের মধ্যেই শ্রেয়সের মাথা থেকে কেটে নেন ঋষভ (Rishabh Pant)। তাঁকে নিতে আসরে নেমেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দর ২০.৭৫ স্পর্শ করার পর হাল ছেড়ে দিয়েছিলো অরেঞ্জ আর্মি। কিন্তু আরটিএম ব্যবহারে তৎপর হয় দিল্লী ক্যাপিটালস। ফলে নয়া মোড় নিয়েছিলো নিলামযুদ্ধ।

ঋষভ পন্থকে (Rishabh Pant) কোনো ভাবেই হাতছাড়া করতে রাজী ছিলো না লক্ষ্ণৌ (LSG)। দর বাড়িয়ে ২৭ কোটি করেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর পিছু হটে দিল্লী। রেকর্ড অর্থে নবাবের শহরে পা বাড়ান উইকেটরক্ষক-ব্যাটার। দর-কষাকষি তীব্র পর্যায়ে পৌঁছায় ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েও। সম্মুখসমরে নেমেছিলো বেঙ্গালুরু ও কলকাতা। ৫১ কোটি টাকার অকশন পার্স থেকে ২৩.৭৫ কোটি টাকা মধ্যপ্রদেশের অলরাউন্ডারের পিছনেই খরচ করে দেয় গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম দিনের শুরুতেই অকশনিয়ার মল্লিকা সাগর ডেকেছিলেন আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) নাম। আরটিএম ব্যবহার করে ১৮ কোটিতে বাম হাতি পেসারকে দলে ফেরায় পাঞ্জাব। যুজবেন্দ্র চাহালের জন্যও একই পরিমাণ অর্থ খরচ করেছে তারা। বিদেশীদের মধ্যে সর্বোচ্চ ১৫.৭৫ কোটি দাম পেয়েছেন জস বাটলার।

কর দিতে হাতছাড়া বিপুল টাকা-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | IPL | Image: Getty Images

মেগা নিলামে বিশাল অঙ্কের টাকা পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়াররা। কিন্তু পুরো টাকাটাই হাতে পাবেন না তাঁরা। ২০২৫ থেকে ২০২৭, অর্থাৎ তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটাররা। প্রত্যেক বছর ১০ শতাংশ হিসেবে মোট ৩০ শতাংশ টাকা কর হিসেবে জমা দিতে হবে তাঁদের। ঋষভের ক্ষেত্রে ২৭ কোটির মধ্যে ৮.১ কোটি জমা হবে সরকারের কোষাগারে। ক্রিকেট তারকা তিন বছরে পাচ্ছেন মোট ১৮.৯ কোটি টাকা। আইপিএল (IPL) চলাকালীন যদি আহত হন কোনো তারকা, তাহলে তাঁকে চুক্তির সম্পূর্ণ টাকাটাই দেবে ফ্র্যাঞ্চাইজি। যদি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কেউ আহত হন এবং ছিটকে যান, সেক্ষেত্রে নতুন কাউকে রেজিস্টার করা যাবে। তবে ভারতীয় দলের হয়ে খেলার সময় চোট পেলে বিসিসিআই-এর প্লেয়ার ইনস্যুরেন্সের সুবাদে পুরো টাকাই পাবেন খেলোয়াড়রা। যদিও বিদেশীদের ক্ষেত্রে এই সুবিধা নেই।

Also Read: IPL 2025: মেগা নিলামে দল পেলেন না একঝাঁক তারকা, প্রতিপক্ষের ঘুম ওড়াতে পারে ‘অবিক্রিত’ একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *