IPL 2025: দুই দিনের জমজমাট মেগা নিলাম শেষ হলো সৌদি আরবের জেড্ডায়। বিগত বছরগুলির রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন তিনি। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে পেলেন ২৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানটি দখল করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিল্লী ও পাঞ্জাবের মধ্যে টানাপোড়েন চলে তাঁকে নিয়ে। শেষমেশ ২৬ কোটি ৭৫ লক্ষে পাঞ্জাবে গেলেন তিনিও। বিপুল দাম পেলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) মত তারকাও। প্রথম দিনে ব্যাটাররা নজর কাড়লেও দ্বিতীয় দিনে দড়ি টানাটানি চললো পেসার ও অলরাউন্ডারদের নিয়ে। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) পেলেন ১০.৭৫ কোটি। ভালো দাম পেলেন উইল জ্যাকস, তুষার দেশপাণ্ডেরাও।
‘শেষ হয়েও হইলো না শেষ’ ছোটো গল্পের সংজ্ঞা দেওয়ার সময় উদ্ধৃতিটি ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের মেগা নিলামকেও হয়ত ব্যাখ্যা করা যায় সেই উদ্ধৃতির সাহায্যেই। নাগাল্যান্ডের খেলোয়াড় কিরিভিটসো কেনসে অবিক্রিত থাকার পরেই নিলাম শেষের ঘোষণা করেন অকশনিয়ার মল্লিকা সাগর (Mallika Sagar)। কিন্তু মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত বদলাতে হয় তাঁকে। ফ্র্যাঞ্চাইজিদের তরফে গুটিকয় ক্রিকেটারকে দলে সামিল করার আবেদন করা হয়। বাকি থাকা প্লেয়ার স্লট পূরণ করার জন্য দ্রুত বেশ কয়েকজন তারকাকে দলে সামিল করে একাধিক দল’ই। লুঙ্গি এনগিডি’কে (Lungi Ngidi) দলে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কুলবন্ত খেজরোলিয়া গেলেন গুজরাত টাইটান্সে। কলকাতা নিলো অনুকূল রয়’কে। শেষ মুহূর্তের চমকে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) আরও একটা সুযোগ দিলো মুম্বই (MI)।
মুম্বইতেই ফিরলেন অর্জুন তেন্ডুলকর-
২০২০ সালে মধ্যপ্রাচ্যে বসেছিলো আইপিএলের (IPL) আসর। সেখানে নেট বোলার হিসেবে ছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ২০২১ সালে প্রথমবার নিলাম থেকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসের বিনিময়ে তাঁকে দলে সামিল করে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২-এর মেগা নিলামের আগে রিলিজ করা হলেও ফের একবার তাঁর জন্য ‘বিড’ করেছিলেন আম্বানিরা। তাঁর জন্য এবার’ও মুম্বই ঝাঁপাবে বলেই প্রত্যাশা করেছিলো ক্রিকেটমহল। তেমনটা দেখা যায় নি বাস্তবে। অ্যাক্সিলারেটেড অকশনের প্রথম রাউন্ডে নামই আসে নি অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। অর্থাৎ তাঁকে নিয়ে আগ্রহ দেখায় নি কোনো পক্ষ। শেষলগ্নে দ্বিতীয় পর্বে নাম ঘোষণা করেছিলেন মল্লিকা সাগর, কিন্তু তখনও কোনো রকম উদ্যম দেখায় নি কোনো পক্ষ। আনসোল্ডই থাকতে হয়েছিলো অর্জুন’কে।
বেস প্রাইস ৩০ লক্ষে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ফিরিয়ে আনে অর্জুন তেন্ডুলকরকে। শচীন তেন্ডুলকরের পুত্র’কে হয়ত এবার দেখা যাবে না আইপিএলে (IPL), ভেবেছিলো ক্রিকেটমহল। কিন্তু শেষমেশ হয় নি তা। তাঁর নাম ঘোষণা হতেই ‘শচীন, শচীন’ চিৎকার জোনা যায় আবাদি আল-জোহার এরিনাতে। চার বছরে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন অর্জুন তেন্ডুলকর। উইকেট নিয়েছেন ৩টি। আসন্ন মরসুমে তাঁকে মাঠে নামার আরও বেশী সুযোগ দেওয়া হবে কিনা এখন নজর সেদিকেই। পাঁচ জন’কে রিটেন করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গত দুই দিনের নিলামে দলে সামিল করেছে আরও ১৮ জন’কে। ২৫ জনের কোটা পূরণ করতে না পারলেও ২৩ সদস্যের স্কোয়াড নির্মাণ করেছেন আম্বানিরা। ৪৫ কোটি হাতে নিয়ে নিলামের টেবিলে বসেছিলো তারা। উদ্বৃত্ত রয়েছে ২০ লক্ষ।
অর্জুন’কে স্বাগত জানালো মুম্বই-
🚨 आला रे 🚨
Arjun Tendulkar | 🇮🇳
💰: 30 L#MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPLAuction— Mumbai Indians (@mipaltan) November 25, 2024