ipl-2025-maxwell-value-took-a-nosedive

IPL 2025: গতকাল থেকে চলছে আইপিএলের (IPL) মেগা অকশন। সৌদি আরবের জেড্ডা শহরে বিপুল অর্থে ক্রিকেটারদের দলে সামিল করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এতদিন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া তারকা হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc)। গত বারের মিনি নিলামে তাঁর জন্য ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছিলো কলকাতা নাইট রাইডার্স। মেগা নিলামে একবার নয় বরং দুই বার ভাঙলো তাঁর রেকর্ড। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ২৬.৭৫ কোটিতে দলে সামিল করে পাঞ্জাব কিংস। কিছুক্ষণের মধ্যেই গতবারের নাইট ক্যাপ্টেনকে ছাপিয়ে যান ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটি টাকায় যোগ দেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে। এছাড়াও ১৮ কোটি করে পেয়েছেন যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং’রা। বাটলার, সল্টদের দামও পেরিয়েছে ১০ কোটির গণ্ডী।

Read More: IPL 2025: দল পেলেন না পৃথ্বী-উইলিয়ামসনরা, দীপক-ভুবনেশ্বর সহ দ্বিতীয় দিনে ভারতীয় পেসাররা হলেন মালামাল !!

এই অর্থের বৃষ্টির মাঝে বেমানান গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) প্রাইস ট্যাগ। যবে থেকে আইপিএল (IPL) খেলে আসছেন তিনি, তবে থেকেই নিলামের সর্বোচ্চ মূল্য পাওয়া তারকাদের মধ্যে প্রথম সারিতে থাকেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। আজ থেকে এক যুগ আগে, আইপিএল (IPL) ২০১২তে তিনি পেয়েছিলেন ছয় কোটি টাকা। যোগ দিয়েছিলেন দিল্লীতে। তরুণ তারকাকে অজি মিডিয়া সেই সময় ডাকা শুরু করেছিলো ‘মিলিয়ন ডলার বেবি’ বলে। সেখান থেকে মুম্বই ইন্ডিয়ান্স-এ যান ৬ কোটিতেই। এরপর ২০১৪ থেকে ২০১৭ অবধি ৬ কোটির বিনিময়েই খেলেছেন পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে। ২০১৮তে দিল্লীতে ফেরেন ৯ কোটি টাকায়। ২০২০’র নিলামে এক দাম বেড়ে দাঁড়ায় ১০.৭৫ কোটিতে। আবার তাঁকে ফেরায় প্রীতি জিন্টার পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিই। যদিও এবার এক বছরের মধ্যেই দল ছাড়েন ম্যাক্সওয়েল।

২০২১ সালে ১৪.২৫ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) যোগ দিয়েছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। পরবর্তী মেগা অকশনের আগে ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) রিলিজ করে দিলেও ১১ কোটিতে পুনরায় কিনে নিয়েছিলো আরসিবি। গত দুই বছর ১১ কোটিই পেয়েছেন তিনি। সেখান থেকে একধাক্কায় অনেক খানি কমে গেলো তাঁর দাম। ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন তিনি। প্রাথমিক আগ্রহ দেখায় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কিন্তু পরে লড়াইটা দাঁড়ায় চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের মধ্যে। চেন্নাই পিছু হটায় ৪.২০ কোটিতে ম্যাক্সওয়েলকে ছিনিয়ে নেয় পাঞ্জাব। তৃতীয় বারের জন্য প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন তিনি। প্রথম বছর যে দাম পেয়েছিলেন, পাচ্ছেন তার চেয়েও কম অর্থ। ২০২৪-এর আইপিএলে তাঁর হতশ্রী পারফর্ম্যান্সের প্রভাব প্রাইস ট্যাগে পড়েছে বলে মনে করা হচ্ছে।

ম্যাক্সওয়েলকে স্বাগত জানিয়েছে পাঞ্জাব-

Also Read: IPL 2025: সিরাজকে দলে ফেরাতে সাফ ‘না’ RCB’র, রেকর্ড মূল্যে গেলেন গুজরাত টাইটান্সে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *