IPL 2025: ভেঙ্কটেশ আইয়ারকে ‘রিটেন’ না করার ফল ভুগলো নাইট রাইডার্স, একধাক্কায় অর্ধেক হলো অকশন পার্স !! 1

IPL 2025: আজকের আইপিএল (IPL) নিলামের শুরুর দিকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের থেকে খানিকটা পিছনেই ছিলো গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঋষভ পন্থ, ডেভিড মিলারদের মত মহাতারকাদের জন্য ‘বিড’ই করে নি তারা। নিজেদের পুরনো ক্রিকেটার শ্রেয়স আইয়ার বা মিচেল স্টার্কের জন্য দর হাঁকলেও ১০ বা ১১ কোটির বেশী এগোতে দেখা যায় নি ভেঙ্কি মাইশোর, জয় মেহতাদের। মার্কি ক্রিকেটারদের মধ্যে একজনকেও দলে সামিল করে নি তারা। অপেক্ষা করাই শ্রেয় বলে মনে করেছিলো শাহরুখ খানের দল। দ্বিতীয় পর্বের নিলাম যখন শুরু হয়, তখন খানিক নড়েচড়ে বসে তারা। প্রাক্তন নাইট অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের জন্য অল-আউট ঝাঁপাতে দেখা গেলো নাইটদের।

Read More: IPL 2025: মেগা নিলামে মহা চমক, ‘আনসোল্ড’ থাকলেন দুই ধুন্ধুমার ওপেনার !!

শ্রেয়স, স্টার্কদের চেয়েও পায় নি নাইট রাইডার্স। হাতছাড়া হয়েছিলেন মহম্মদ শামি’ও। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের জন্য মরিয়া ছিলেন কর্মকর্তারা। প্রথমে তাঁর জন্য প্যাডেল তোলে নাইটরাই। পরে যুদ্ধে যোগ দেয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। দর ৭.৭৫ কোটিতে উঠলে সরে যায় সঞ্জীব গোয়েঙ্কার দল। তখন ভেঙ্কটেশকে পাওয়ার দৌড়ে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিও দীর্ঘক্ষণ নাইটদের সাথে চালালো দড়ি-টানাটানি। কিন্তু সংকল্প থেকে সরে নি নাইট টিম ম্যানেজমেন্ট। শেষমেশ ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বাজিমাত করে তারা। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রথম বা চতুর্থ স্লটের জন্য রিটেনশন মূল্য ১৮ কোটি স্থির করেছিলো বিসিসিআই। মধ্যপ্রদেশের ক্রিকেটারকে যদি সর্বোচ্চ মূল্য দিয়েও রিটেন করত নাইটরা, তাহলে ৫.৭৫ কোটি টাকা কম খরচ করতে হত তাদের।

ছয় জন ক্রিকেটারকে রিটেন করেছে নাইট রাইডার্স। সেই বাবদ খরচ হয়েছিলো ৫৭ কোটি টাকা। হিসেবে অকশন পার্সে ৬৩ কোটি টাকা থাকার কথা তাদের। কিন্তু আইপিএলের নিয়ম বলছে যে চার জন ক্যাপড ও দুইজন আনক্যাপড তারকাকে যদি ধরে রাখতে হয় তাহলে নূন্যতম ৬৯ কোটি খরচ করতেই হবে কোনো ফ্র্যাঞ্চাইজিকে। তার ফলে বাড়তি ১২ কোটি টাকা কাটা গিয়েছে পার্স থেকে। ৫১ কোটি সাথে করে আজকের মেগা নিলামে পা রেখেছিলো কলকাতা। সেখান থেকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা একজন ক্রিকেটারের পিছনে খরচ করায় আপাতত তাদের হাতে ২৭ কোটি ২৫ লক্ষ টাকা। এখনও ১৮টি খেলোয়াড়ের জায়গা ফাঁকা রয়েছে দলে। পছন্দের তারকার প্রত্যাবর্তনে নাইট সমর্থকদের একটা অংশ খুশি হলেও এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

ভেঙ্কি’কে ফিরে পেয়ে উচ্ছ্বসিত KKR-

Also Read: IPL 2025 Auction: রেকর্ড গড়লেন পন্থ-শ্রেয়স, নতুন দলে এন্ট্রি নিচ্ছেন বাটলার-স্টার্করা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *