IPL 2024: আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খানিক অক্সিজেন খুঁজে পেয়েছে গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পাওয়ার পর। আজ গুজরাত টাইটান্সের ঘরের মাঠে মরসুমে প্রথমবার টানা দুই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন বিরাট কোহলিরা। গত দুই মরসুমে সফল গুজরাত এই বছর রয়েছে বেকায়দায়। জয়ের কাছাকাছি পৌঁছেও বেশ কিছু ম্যাচে হারতে হয়েছে তাদের। শুভমান গিলদের দুর্বলতার সুযোগ নিয়ে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিজয়পতাকা ওড়াতে মরিয়া ফাফ দু প্লেসির দল। ম্যাচের শুরুতেই টস গিয়েছে তাদের পক্ষে। প্রথমে বোলিং বেছে নিয়েছে বেঙ্গালুরু।
Read More: বিশ্বকাপ জিততে দুর্দান্ত চাল পাকিস্তানের, ভারতকে বিশ্বসেরা করা এই খেলোয়াড়কে করলো কোচ !!
ইনিংসের গোড়াতেই ঋদ্ধিমান সাহা’কে আউট করে রণহুঙ্কার দিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ফেরেন শুভমান গিল’ও। কিন্তু এরপরেই আটকে যায় বেঙ্গালুরুর রথের চাকা। তরুণ সাই সুদর্শন এবার গুজরাত টাইটান্সের সর্বোচ্চ রান সংগ্রাহক। আজও দুরন্ত ইনিংস খেললেন তিনি। ৪৯ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন তামিলনাড়ুর তরুণ। মারেন ৮টি চার ও ৪টি ছক্কা। শাহরুখ খানের সাথে ৮৬ রানের জুটি গড়েন তিনি। সাধারণত লোয়ার অর্ডারে ফিনিশার হিসেবে খেলেন শাহরুখ। আজ তাঁকে চার নম্বরে নামিয়ে বাজিমাত করলেন কোচ আশিষ নেহরা। ৩০ বলে ৫৮ করে মহম্মদ সিরাজের বলে আউট হন তিনি।
সিরাজের সামনে দ্বিতীয় উইকেট তুলে নেওয়ার সুযোগও এসে গিয়েছিলো আজ। ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ফর্মে সাথে সাই সুদর্শন। অনেকখানি দূরত্ব ছুটে এসে শরীর ছুঁড়ে দিয়েও বলের নাগাল পান নি উইল জ্যাকস। ইংল্যান্ডের অলরাউন্ডারের প্রচেষ্টা ব্যর্থ হয়। সাইয়ের মত বিধ্বংসী ক্রিকেটারের উইকেট হাতছাড়া হওয়ার রীতিমত ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় স্বয়ং সিরাজকে। হাত ছুঁড়ে নিজের হতাশা ব্যক্ত করেন তিনি। খানিক দূরেই ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। হতাশায় মাথা নাড়তে দেখা যায় বেঙ্গালুরুর মহাতারকাকেও। শেষ ওভারে যশ দয়ালের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক দু প্লেসি। আসে ১৬ রান। ছক্কা মেরে ফিনিশ করেন ডেভিড মিলার। গুজরাত পৌঁছায় ২০০ রানে।