IPL 2025: ২০২২ সালে আবির্ভাবেই চমকে দিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। তারা জিতে নিয়েছিলো আইপিএল (IPL) খেতাব। ২০২৩-এও ফাইনাল খেলেছলো তারা। শেষ মুহূর্তের ভুলে হাতছাড়া হয় ট্রফি। ২০২৪ মরসুমে অবশ্য অনেকখানি পিছিয়ে পড়েছিলো টাইটান্স শিবির। অধিনায়ক হার্দিকের দল ছাড়ার ধাক্কা সামলে উঠতে পারে নি তারা। নতুন নেতা শুভমান গিলের (Shubman Gill) খানিক সময় লেগেছিলো দায়িত্ব বুঝে নিতে। লীগ তালিকায় তারা শেষ করে অষ্টম স্থানে। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে সামনের দিকে এগোতে এবার মরিয়া গুজরাত। পাঁচ জন’কে রিটেন করার পর ২৪ ও ২৫ তারিখের মেগা নিলামে তারা অংশ নিয়েছিলো ৬৯ কোটি টাকা হাতে নিয়ে। জেড্ডায় তাদের জালে ধরা পড়েছেন একঝাঁক মহাতারকা। তাঁদের রেখেই দল সাজাচ্ছেন কোচ নেহরা (Ashish Nehra)।
Read More: IPL 2025: নেতৃত্বে থাকছেন KL রাহুল, স্টার্ক-ব্রুক-অক্ষরদের নিয়ে ধুন্ধুমার একাদশ গড়ছে দিল্লী ক্যাপিটালস !!
ধুন্ধুমার ব্যাটিং মজুত GT-র ভাঁড়ারে-
![IPL 2025: শুভমানের সাথে জুটি বাঁধছেন বাটলার, গুজরাতের বোলিং শক্তি ভয় ধরাচ্ছে প্রতিপক্ষদের !! 2 Jos Buttler | IPL | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/04/buttler-vs-gt.jpg)
আসন্ন মরসুমে গুজরাত টাইটান্সের (GT) হয়ে ওপেন করতে দেখা যাবে দুই প্রাক্তন কমলা টুপি জয়ী তারকাকে। শুভমান গিল’কে রিটেন করেছিলো ফ্র্যাঞ্চাইজি। তাঁর সঙ্গী হতে চলেছেন জস বাটলার (Jos Buttler)। মেগা নিলামে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে ইংল্যান্ডের তারকাকে স্কোয়াডে সামিল করেছে টাইটান্স শিবির। এখনও যা খবর তাতে অধিনায়ক হিসেবে শুভমানই (Shubman Gill) থাকছেন বলে জানা যাচ্ছে। যদি মরসুমের মাঝে বদলের প্রয়োজন হয় সেক্ষেত্রে নেতৃত্বের দৌড়েও থাকবেন বাটলার। ইংল্যান্ডের নেতা হিসেবে টি-২০ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব’ও রয়েছে তাঁর। দল পরিচালনায় ‘অনভিজ্ঞ’ শুভমানকে অবশ্যই সাহায্য করবেন তিনি। তিন নম্বরে গুজরাতের হয়ে খেলতে পারেন সাই সুদর্শন (B.Sai Sudharshan)। গত দুই মরসুমে নজর কেড়েছেন তিনি। ব্যাটিং-এর সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে তাঁকে।
গুজরাতের একাদশে একঝাঁক অলরাউন্ডার-
![IPL 2025: শুভমানের সাথে জুটি বাঁধছেন বাটলার, গুজরাতের বোলিং শক্তি ভয় ধরাচ্ছে প্রতিপক্ষদের !! 3 Shubman Gill and Rashid Khan | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/10/1000141039.png)
গুজরাতের (GT) সেরা একাদশে জায়গা করে নিতে পারে অন্তত পাঁচ জন দুর্ধর্ষ অলরাউন্ডার। ‘রিটেনড’ হওয়া শাহরুখ খান রয়েছেন। নিলাম থেকে স্কোয়াডে সামিল করা হয়েছে ওয়াশিংটন সুন্দর’কে (Washington Sundar)। ধুন্ধুমার ব্যাটিং-এর পাশাপাশি স্পিন বোলিং-এ নজর কাড়তে পারেন তাঁরা। এছাড়াও টাইটান্স শিবিরের স্বীকৃত দুই ম্যাচ উইনার রশিদ খান (Rashid Khan) ও রাহুল তেওয়াটিয়াকেও (Rahul Tewatia) দেখা যাবে একাদশে। গত তিন বছরে লোয়ার অর্ডারে বহু ম্যাচের রং বদলে দিয়েছেন দু’জনে। বল হাতে রশিদ (Rashid Khan) কতটা কার্যকরী তা আর নতুন করে বলার প্রয়োজন রাখে না। গুজরাতের অলরাউন্ডার ব্রিগেডের নবতম সদস্য জেরাল্ড ক্যুৎসিয়ে (Gerald Coetzee)। ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিয়মিত বোলিং করতে পারেন তিনি। সাথে বড় শট লাগাতেও তিনি সিদ্ধহস্ত। অলরাউন্ডারদের অন্তর্ভুক্তি ভারসাম্য যুগিয়েছে দলে।
ঈর্ষণীয় বোলিং বিভাগ গুজরাতের-
![IPL 2025: শুভমানের সাথে জুটি বাঁধছেন বাটলার, গুজরাতের বোলিং শক্তি ভয় ধরাচ্ছে প্রতিপক্ষদের !! 4 Mohammed Siraj | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/04/378682.jpg)
আসন্ন আইপিএলে (IPL) দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে তারকাখচিত বোলিং বিভাগ সম্ভবত গুজরাত টাইটান্সের (GT)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে তারা ছিনিয়ে নিয়েছে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। খরচ করেছে ১২.৭৫ কোটি টাকা। নতুন বলে উইকেট তুলে নিতে তিনি সিদ্ধহস্ত। সম্ভবত তাঁকে দিয়ে পাওয়ার প্লে’তে তিন ওভারের স্পেল করাবেন অধিনায়ক শুভমান। ১ ওভার তুলে রাখা হবে মাঝের ওভারগুলির জন্য। এছাড়া নতুন বলে সিরাজের সাথে শুরু করতে চলেছেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। দক্ষিণ আফ্রিকার সুপারস্টারকে ছেড়ে দিয়েছিলো পাঞ্জাব কিংস। সেই সুযোগটাই নিয়েছে গুজরাত। নিলামে তাঁকে দলে সামিল করেছে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে। নিয়ন্ত্রিত ফাস্ট বোলিং-এ দলের সম্পদ হয়ে উঠতে পারেন তিনি। বোলিং-এর সময় একাদশে জুড়ে দেওয়া হতে পারে সাই কিশোরকেও।
এক নজরে সেরা এগারো-
শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সাই সুদর্শন (ইমপ্যাক্ট প্লেয়ার), শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড ক্যুৎসিয়ে, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, সাই কিশোর (ইমপ্যাক্ট প্লেয়ার)।
গুজরাতের সম্পূর্ণ স্কোয়াড-
The 25 for 2025 💙#AavaDe | #TATAIPLAuction | #TATAIPL pic.twitter.com/OrwH5aCx8a
— Gujarat Titans (@gujarat_titans) November 25, 2024