ক্রিকেটের অগ্রগতির সাথে সাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অগ্রগতি বেড়েই চলেছে । ভারতের মাটিতে অনিষ্ঠিত হওয়া আইপিএলের (IPL 2024) জন্যই আন্তর্জাতিক সিরিজ গুলিকেও স্থগিত রাখা হয়। ৮ থেকে ১০ দলে পরিণত হয়েছে ২০২৪ আইপিএল, ১০ টি দলের জন্য ১০ স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে আইপিএলের জন্য। তবে, সূত্রের খবর অনুযায়ী সব ঠিক থাকলে এ বছর আইপিএল হতে পারে একটি নতুন স্টেডিয়ামে।
মোহালি ছেড়ে নতুন স্টেডিয়ামে ম্যাচ খেলতে চলেছে পাঞ্জাব কিংস

সম্প্রতি পঞ্জাব ক্রিকেট সংস্থা মুল্লাপুরে একটি নতুন স্টেডিয়াম তৈরি করেছে, পাঞ্জাব কিংস এখানে তাদের ঘরোয়া ম্যাচগুলোতে খেলতে পারে। গত বছর পাঞ্জাব কিংস ধর্মশালা ও মোহালি দুটি মাঠেই তাদের ঘরোয়া ম্যাচ খেলেছিল, যদিও তাদের মূল ঘরের মাঠ হলো মোহালি। মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়াম থেকে ১৫ কিলোমিটার দূরে মুলানপুরে নতুন স্টেডিয়ামের কাজ প্রায় সম্পূর্ণ। বেশ কিছু সূত্রের খবরে এটা প্রকাশ্যে এসেছে ভারত বনাম আফগানিস্তানের একটি টি-টোয়েন্টি ম্যাচ মুল্লাপুরে আয়োজন করা হবে।
তবে সেটি না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এক ওয়েবসাইটে পিসিএ (PCA) সচিব জানিয়েছেন, “এখনও মাঠের কিছু অংশে কাজ বাকি রয়েছে। তাই জন্য ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG) ম্যাচটি মোহালিতেই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এমনকি মাঠের কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, পাঞ্জাব কতৃপক্ষের মতে আসন্ন আইপিএলের আগেই স্টেডিয়ামটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। সূত্রের খবর অনুযায়ী, মুল্লাপুর স্টেডিয়ামের আসনসংখ্যা ৩০ হাজার। স্টেডিয়ামের আশেপাশে মোট ১৮০০ গাড়ি পার্ক করা যাবে। এমনকি ১২টি পিচ রয়েছে স্টেডিয়ামে। প্রথম গেট দিয়ে প্লেয়াররা প্রবেশ করবেন, পাশাপাশি অনুশীলনের জন্য জায়গা রয়েছে। দুই দলের জন্য রোয়েছর দুটি সাজঘর। আসন্ন আইপিএলের (IPL 2024) সময় উন্মোচন হতে পারে এই স্টেডিয়ামের।