“করাচির টিকিট কনফার্ম…” USA’র বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের শিকার হলো পাকিস্তান !! 1

চলতি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম আপসেট হয়ে উঠলো হোস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের ভিতরের লড়াই। গতকাল বিশ্বকাপের ১১তম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হতে হলো পাকিস্তানকে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গতকাল ইতিহাস রচনা করলো আমেরিকা দল। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা পাকিস্তানকে সুপার ওভারে পরাস্ত করে বড় জয় ছিনিয়ে নিলো।

পাকিস্তানের বড় লক্ষমাত্রা ছিল আগামী ৯টি জুন ভারতকে পরাস্ত করার, তবে USA’র কাছে পরাজিত হয়ে সুপার এইটে তাদের পৌঁছানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। গতকাল খেলার কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মোনাঙ্ক প্যাটেল। দ্বিতীয় ওভারেই সৌরভ নেত্রভালকারের (Saurabh Netravalkar) দুর্দান্ত বোলিংয়ে প্যাভিলিয়নে ফেরেন ইনফর্ম মোহাম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাওয়ার প্লের ভিতরেই উসমান খান (৩) ও ফখর জামান (১১) রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতেই ব্যাকফুটে চলে আসে পাকিস্তান।

বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করলো USA

Usa vs pak, t20 world cup 2024
USA vs PAK | Image: Getty Images

যদিও কঠিন সময়ে অলরাউন্ডার শাদাব খান (Shadab Khan) ২৫ বলে ১টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। গতকাল নিজের ব্যাটিংয়ের জন্য বেশ সমালোচিত হয়েছেন ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। ৪৩ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৪৪ রান বানিয়েছেন তিনি। শেষ দিকে ইফতিখারের (১৮) ও শাহীনের (২৩) রানের বিনিময়ে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান বানাতে সূক্ষম হয়েছিল।

Read More: T20 World Cup 2024: ভাগ্যের চাকা ঘুরছে শুভমান গিলের, পাকিস্তানের বিরুদ্ধে পাচ্ছেন মাঠে নামার সুযোগ !!

রান তাড়া করতে এসে, পাওয়ার প্লের শেষ ওভারে নাসিম শাহ (Naseem Shah) স্টিভেন টেলরকে (Steven Taylor) প্যাভিলিয়নে ফেরান। যদিও ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল (Monank Patel) ও অ্যান্ড্রিস গাউসের ৪৮ বলে ৬৮ রানের পার্টনারশিপ দলে সমতা ফিরিয়েছিল। ১৪তম ওভারে হ্যারিস রউফের বলে প্যাভিলিয়নে ফেরেন গাউস ও ১৫তম ওভারে মোহাম্মদ আমিরের বলে ক্যাপ্টেন মোনাঙ্ক আউট হতেই খেলায় ফেরে পাকিস্তান।

শেষের দিকে ২৬ বলে ৩৬ রানের বিধ্বংসী ব্যাটিং চালান গত ম্যাচের হিরো অ্যারন জোন্স। পাশাপশি শেষ বলে প্রয়োজনীয় ৫ রানের জায়গায় চার হাঁকিয়ে খেলাটি সুপার ওভারে নিয়ে যান নীতীশ কুমার (Nitish Kumar)। ম্যাচ টাই হতেই সুপার ওভারে গড়ায় খেলা, নিয়ম অনুযায়ী প্রথমে ব্যাটিং করতে আসতে হয় USA’কে। স্টিভেন টেলর ও হারমিত সিং আসেন USA’র হয়ে প্রথমে ব্যাটিং করতে, পাকিস্তানের পক্ষ থেকে মোহাম্মদ আমির তার বোলিং শুরু করেন, তবে আমিরের বিরুদ্ধে ১৮ রান তুলে ফেলে USA।

এই রান তাড়া করতে এসে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে ইফতিখার আহমেদ ও ফখর জামান ব্যাটিং করতে আসেন দ্বিতীয় বলে চার হাঁকিয়ে ম্যাচে নিজেদের বজায় রাখলেও তৃতীয় বলেই প্যাভিলিয়নে ফেরেন ইফতিখার। তাছাড়া নতুন ব্যাটসম্যান শাদাব ৩বলে ৭ রান সংগ্রহ করতে সক্ষম হন, সুপার ওভারে USA পাকিস্তানকে হারিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং।

দেখেনিন টুইট

Read Also: T20 World Cup 2024: ডালাসের বাইশ গজে ডানা মেললো ‘আমেরিকান ড্রিম’, মুখ থুবড়ে পড়লেন বাবর-শাহীনরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *