IPL 2024, PBKS vs MI: স্কাই ঝড় থামাতে পাঞ্জাব বোলারদের দুরন্ত কামব্যাক, ১৯২ রানে শেষ হলো MI'এর প্রথম ইনিংস !! 1

IPL 2024: জমে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের (PBKS vs MI) ৩৩ তম ম্যাচ। আজকের ম্যাচেও শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) ছাড়াই খেলতে হচ্ছে পাঞ্জাব কিংসকে। যদিও ক্যাপ্টেন স্যাম কুরান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই প্রথম উইকেট হারান ঈশান কিষান। ৮ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তবে দলের দুই কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ধীরগতির উইকেটে দুরন্ত ব্যাটিং করলেন দুজনেই।

১৯২ রানে শেষ হলো মুম্বাইয়ের প্রথম ইনিংস

Ipl 2024,  pbks vs mi
PBKS vs MI | Image: Getty Images

প্রাক্তন অধিনায়ক রোহিত ২৫ বলে ২টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৩৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে দলের হয়ে সর্বাধিক ৫৩ বলে ৭টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৭৮ রান বানান। ফর্মে থাকা তিলক ভার্মা ১৭বলে ২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৩ রান বানান। তাছাড়া ক্যাপ্টেন পান্ডিয়া (১০), টিম ডেভিড (১৪) রান বানিয়ে দলের স্কোরকে ১৯২’তে পৌঁছে দেয়। পাঞ্জাব কিংসের কথা বলতে গেলে, ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন হার্শাল প্যাটেল (Harshal Patel), ৪১ রান দিয়ে ২ উইকেট নেন স্যাম কুরান ও রাবাদা তুলে নেন ১ উইকেট।

আরও পড়ুন | IPL 2024: মুহূর্তে হারের হতাশা ভুললেন শুভমান, গ্যালারির সুন্দরী মন কাড়লো গুজরাত অধিনায়কের, দেখুন ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *