আইপিএল ২০১৮ : গম্ভীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার, প্রকাশ করলেন দিল্লির নতুন অধিনায়ক

প্রাক্তন নাইট তথা দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর চলতি আইপিএলকে দ্রুত ভুলে যেতে চাইবেন। নাইট রাইডার্সকে দু’বার খেতাব জেতানো এই অধিনায়ক তার পুরোনো দলে ফিরে এসেছিলেন বহু আশা নিয়ে যাতে তিনি তার পুরোনো দলের হয়ে খেলেই এই প্রতিযোগিতা থেকে মাথা উঁচু করে চলে যেতে পারেন। কিন্তু তার ভাগ্য বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিল তার জন্য। গম্ভীরের […]

ইডেন গার্ডেন্স (Eden Gardens)-

তত্ত্বাবধায়ক সংস্থা- ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)

মাঠের পরিমাপ- ৬৬-৬৮ মিটার (স্কোয়্যার বাউন্ডারি), ৭০-৭৬ মিটার (স্ট্রেট বাউন্ডারি)

হোম টিম- ভারত, বাংলা, কলকাতা নাইট রাইডার্স

দর্শকধারণ সক্ষমতা- ৬৮০০০ (বর্তমান), ১০০০০০ (১৯৮৭-২০১০)

সর্বোচ্চ দর্শকসংখ্যা– ১,১০,৫৬৪ (ভারত বনাম শ্রীলঙ্কা, সেমিফাইনাল, ১৯৯৬ বিশ্বকাপ)

প্রতিষ্ঠা- ১৮৬৪ খ্রীস্টাব্দ

ঠিকানা- Gostho Pal Sarani, Maidan, B.B.D. Bagh, Kolkata, West Bengal 700021

লোকেশন- https://maps.app.goo.gl/eaiML3apDY2WvEK69

ইডেন সম্পর্কে কিছু কথা-

ভারতীয় ক্রিকেটের নন্দনকানন বলা হয় কলকাতার ইডেন গার্ডেন্সকে (Eden Gardens)। ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের দুই বোন এমিলি ও ফ্যানি ইডেনের নামানুসারে এই মাঠের নাম রাখা হয়েছিলো ইডেন গার্ডেন্স। একই নামে ক্রিকেট মাঠ সংলগ্ন একটি বাগানও রয়েছে কলকাতার ময়দান অঞ্চলে। ১৯৩৪ সালে এখানে প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিলো। মুখোমুখি হয় ইংল্যান্ড ও ভারত। এখানে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছিলো ১৯৮৭ সালে। সম্মুখসমরে নেমেছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK)। ঐ একই বছরে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল’ও আয়োজন করেছিলো ইডেন। ২০১১ সালে প্রথম আন্তর্জাতিক টি-২০’র আসর বসে কলকাতার মাঠে। টেস্টের মতই টি-২০তেও মুখোমুখি হয়েছিলো ভারত ও ইংল্যান্ড।

গত শতাব্দীতে ক্রিকেটের পাশাপাশি ফুটবলের জন্যও ব্যবহৃত হত ইডেন গার্ডেন্স (Eden Gardens)। কিন্তু ১৯৮৪তে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি হওয়ার পর কেবলমাত্র ক্রিকেটের ভেন্যু হিসেবেই ব্যবহৃত হয় এই ‘আইকনিক’ মাঠ। ইডেনে আগে ৪০০০০ দর্শক বসে খেলা দেখতে পারতেন। ১৯৮৭’র বিশ্বকাপের আগে আমূল সংস্কার হয় মাঠের। দর্শকাসন বাড়িয়ে করা হয় এক লক্ষ। ২০১১’র বিশ্বকাপের আগে অবশ্য ফের নতুন করে তৈরি করা হয় ইডেনের গ্যালারি। দর্শকাসন এক লক্ষ থেকে কমিয়ে আনা হয় ৬৮০০০-এ। তবে এই মুহূর্তে ফের দর্শকাসন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই ফের ইডেনের আসনসংখ্যা বাড়িয়ে এক লক্ষ করতে পারে রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা।

ইডেন গার্ডেন্সের বিভিন্ন স্ট্যান্ডগুলি-

সমগ্র কলকাতা ময়দান অঞ্চলের মালিকানা রয়েছে ভারতীয় সেনার হাতে। ইডেন গার্ডেন্স’ও (Eden Gardens) তার ব্যতিক্রম নয়। সেই কারণেই ইডেনের দর্শকাসনের বিভিন্ন স্ট্যান্ডগুলির নামকরণের ক্ষেত্রে ক্রিকেট তারকা ও ক্রিকেট প্রশাসকদের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে বীর সেনানীদেরও।

  • সৌরভ গঙ্গোপাধ্যায় স্ট্যান্ড (২২ জানুয়ারি, ২০১৭)
  • পঙ্কজ রায় স্ট্যান্ড (২২ জানুয়ারি, ২০১৭)
  • জগমোহন ডালমিয়া স্ট্যান্ড (২২ জানুয়ারি, ২০১৭)
  • বি এন দত্ত স্ট্যান্ড (২২ জানুয়ারি, ২০১৭)
  • নীলকান্ত জয়চন্দন নায়ার স্ট্যান্ড (২৭ এপ্রিল, ২০১৭)
  • হ্যাঙ্গপ্যান দাদা স্ট্যান্ড (২৭ এপ্রিল, ২০১৭)
  • ধন সিং থাপা স্ট্যান্ড (২৭ এপ্রিল, ২০১৭)
  • যোগিন্দর সিং সরণ স্ট্যান্ড (২৭ এপ্রিল, ২০১৭)
  • ঝুলন গোস্বামী স্ট্যান্ড (২২ জানুয়ারি, ২০২৫)

ইডেনের ক্লাবহাউজটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের নামাঙ্কিত।

ইডেনে ঘটা কিছু উল্লেখযোগ্য ঘটনা-

  • ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর ইডেনে (Eden Gardens) আইএফএ শীল্ডের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৫-০ গোলে পরাজিত করেছিলো ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। কলকাতা ডার্বি’র ইতিহাসে এটিই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়।
  • ১৯৭৭ সালে ইডেনে পা রেখেছিলেন ফুটবল সম্রাট পেলে (Pele)। মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমসের জার্সিতে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি। ২-২ গোলে ড্র হয়েছিলো খেলা। মোহনবাগানের পক্ষে গোল করেছিলেন শ্যাম থাপা ও মহম্মদ হাবিব। কসমসের হয়ে দু’টি গোল ছিলো কার্লোস আলবের্তো ও জিওর্জিও চিনাগলিয়ার।
  • ১৯৮০ সালের ১৬ অগস্ট এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছিলো ইডেন গার্ডেন্স। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচকে কেন্দ্র করে মাঠের উত্তেজনা ছড়ায় গ্যালারিতে। পদপিষ্ট হয়ে সেদিন মৃত্যু হয় ১৬ জন ফুটবলপ্রেমীর।
  • ১৯৮৭ সালে ভারতে আয়োজিত রিলায়েন্স বিশ্বকাপের (ICC World Cup) ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। সেবার ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিলো অস্ট্রেলিয়া। কাপ হাতে নিয়েছিলেন অধিনায়ক অ্যালান বর্ডার।
  • ১৯৯৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইডেনে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো টিম ইন্ডিয়া। শচীন তেন্ডুলকর সাজঘরে ফেরার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। ‘মেন ইন ব্লু’ যখন হারের দোরগোড়ায় তখন উত্তেজিত দর্শকেরা মাঠে বোতল বৃষ্টি শুরু করেন। আগুন লাগিয়ে দেওয়া হয় দর্শকাসনে। ভেস্তে যায় খেলা। পরে ম্যাচ রেফারী ক্লাইভ লয়েড জয়ী ঘোষণা করেন শ্রীলঙ্কাকে।
  • ২০০১ সালে বাইশ গজের দুনিয়ার এক ‘মিরাক্‌ল’-এর সাক্ষী হয়েছিলো ‘সিটি অফ জয়।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ফলো-অন করার পরেও ম্যাচ জিতেছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ইডেনে (Eden Gardens) ৩৭৬ রানের অবিশ্বাস্য জুটি গড়েছিলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। লক্ষ্মণ ২৮১ ও দ্রাবিড় ১৮০ করেন। চতুর্থ ইনিংসে হ্যাট্রিক করেছিলেন হরভজন সিং। টেস্টে সেটিই কোনো ভারতীয়ের প্রথম হ্যাট্রিক।
  • ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হয়েছিলো কলকাতার ইডেন গার্ডেন্সে। ১৯৮৭-এর মত এবারও বিজিতের তকমাই জোটে ইংল্যান্ডের কপালে। বেন স্টোকসের ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে ট্রফি ছিনিয়ে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট।
  • ২০১৯ সালের ২২ থেকে ২৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচটি আয়োজিত হয়েছিলো। টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছিলো বাংলাদেশের। ২০১৬ সালে দেশের ক্লাবস্তরের ক্রিকেটেও প্রথম পিঙ্ক বল ম্যাচটির সাক্ষী ছিলো ইডেন। ভবানীপুরের বিরুদ্ধে ২৯৬ রানে জেতে মোহনবাগান।

ইডেন গার্ডেন্স সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্নাবলী (FAQs)-

১) ইডেন গার্ডেন্স কোথায় অবস্থিত?

উঃ ইডেন গার্ডেন্স ভারতের কলকাতায় অবস্থিত।

২) ইডেন গার্ডন্সে প্রথম টেস্ট ম্যাচ কবে হয়েছিলো?

উঃ ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিলো ১৯৩৪ সালে। মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড।

৩) ইডেনে কতগুলি বিশ্বকাপ ফাইনাল আয়োজিত হয়েছে?

উঃ ইডেনে এখনও অবধি ২টি বিশ্বকাপ ফাইনাল আয়োজিত হয়েছে। ১৯৮৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ ও ২০১৬ সালে আয়োজিত হয়েছে টি-২০ বিশ্বকাপ।

৪) ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম কোনটি?

উঃ কলকাতার ইডেন গার্ডেন্স ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম যা ১৮৬৪ সালে নির্মিত।

৫) টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম টেস্ট হ্যাট্রিকটি কোথায় এসেছিলো?

উঃ ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন হরভজন সিং।