Rishabh Pant: ভারতীয় ভক্তদের খণ্ডে খণ্ডে বিভক্ত করে দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলাকালীন। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই উঠে আসলো বড় আপডেট। জানা গিয়েছে আসন্ন আইপিএলের আগেই দিল্লি ক্যাপিটালস দলে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। এমনকি দলের মূল অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) ছেড়ে দিতে চলেছে […]
দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals)
দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals)-
২০০৮ সালে আইপিএলের সূচনালগ্নে যে আটটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েছিলো তাদের মধ্যে একটি দিল্লী। প্রথম দলের নাম ছিলো দিল্লী ডেয়ারডেভিলস (Delhi Daredevils)। কালো ও জার্সিতে তারা আত্মপ্রকাশ করে। পরে জার্সির রং থেকে বাদ পড়ে কালো। বদলে জায়গা করে নেয় নীল। বর্তমানে নীল ও লাল জার্সিতে মাঠে নামে দিল্লী দল। ২০১৮ সালে তাদের নাম দিল্লী ডেয়ারডেভিলস থেকে বদলে হয় দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals)। বদল আসে লোগাতেও। প্রথমে একটি ক্রিকেট বল ছিলো দিল্লী ফ্র্যাঞ্চাইজির লোগোতে। বদলে জায়গা পায় তিনটি বাঘ। টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল হলেও এখনও অবধি একবারও আইপিএল ট্রফি জিততে পারে নি দিল্লী দল। ২০২০ সালে ফাইনাল খেলাই তাদের সেরা পারফর্ম্যান্স।
দিল্লী ক্যাপিটালস সংক্রান্ত সাধারণ তথ্যাবলী (DC General Information in Bengali)-
সম্পূর্ণ নাম | দিল্লী ক্যাপিটালস (পূর্বতন নাম- দিল্লী ডেয়ারডেভিলস) |
ডাকনাম | ডিসি |
স্থাপনা | ২০০৮ |
মালিক | জিএমআর গ্রুপ, জেএসডব্লু গ্রুপ |
সিইও | সুনীল গুপ্তা |
হেড কোচ/মেন্টর | রিকি পন্টিং (হেড কোচ), সৌরভ গঙ্গোপাধ্যায় (ডায়রেক্টর) |
ক্যাপ্টেন | ঋষভ পন্থ |
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া | ফেসবুক- @DelhiCapitalsOfficial |
ইন্সটাগ্রাম- @delhicapitals | |
ট্যুইটার (X)- @delhicapitals | |
ওয়েবসাইট- delhicapitals.in | |
নেট ওয়ার্থ (২০২৩-২৪) | ৬৪.১ মিলিয়ন মার্কিন ডলার (৫৩৪, ৩৯,৩৩,৬৭০ টাকা) |
স্পন্সর | হিরো ফিনকর্প, গ্রিন প্যানেল, ডিপি ওয়ার্ল্ড, ফিক্স ডার্মা, জিও, অ্যাকো, পুমা, জেএসডব্লু পেইন্টস, ড্রিম ইলেভেন, জিও সিনেমা, ফ্যানকোড, বিসলেরি, হারিকেন এনার্জি ড্রিঙ্কস |
খেতাবজয় | — |
দিল্লী ক্যাপিটালসের ইতিহাস (History of DC in Bengali)-
- ২০০৮ সালে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তত্ত্বাবধানে পথচলা শুরু করে আইপিএল। শহরভিত্তিক দলগুলির জন্য দরপত্র তোলার আহ্বান জানিয়েছিলো বোর্ড। নূন্যতম ফ্র্যাঞ্চাইজি ফি রাখা হয়েছিলো ৫০ মিলিয়ন মার্কিন ডলার। জিএমআর গ্রুপ ৮৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে দিল্লী ফ্র্যাঞ্চাইজির মালিকানা হাতে পায়।
- প্রথমে ফ্র্যাঞ্চাইজির নাম রাখা হয়েছিলো দিল্লী ডেয়ারডেভিলস। আইকন প্লেয়ার হিসেবে যুক্ত হয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ।
- দিল্লী ডেয়ারডেভিলসের প্রথম প্রতিপক্ষ ছিলো রাজস্থান রয়্যালস। জয় দিয়েই যাত্রা শুরু করেছিলো তারা।
- ২০১৮ সালের মার্চ মাসে জিএমআর গ্রুপ ৫৫০ কোটি টাকার (৬৯ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে ফ্র্যাঞ্চাইজির ৫০ শতাংশ বিক্রি করে দেয় জেএসডব্লু সংস্থাকে।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসে নাম বদলায় দিল্লী ডেয়ারডেভিলস। তাদের নতুন নাম হয় দিল্লী ক্যাপিটালস। বদল আসে লোগোতেও।
- ২০২০ সালে ফাইনাল খেললেও এখনও ট্রফি জিততে পারে নি দিল্লী ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল ২০২৪-এ দিল্লী ক্যাপিটালসের স্কোয়াড (Delhi Capitals’ Squad in IPL 2024)-
নাম | ভূমিকা | জার্সি নম্বর |
ঋষভ পন্থ (অধিনায়ক) | উইকেটরক্ষক | ১৭ |
যশ ধূল | ব্যাটার | ২২ |
ডেভিড ওয়ার্নার | ব্যাটার | ৩১ |
পৃথ্বী শ | ব্যাটার | ১০০ |
হ্যারি ব্রুক | ব্যাটার | ৮৮ |
স্বস্তিক চিকারা | ব্যাটার | — |
অভিষেক পোড়েল | উইকেটরক্ষক | ২৪ |
শে হোপ | উইকেটরক্ষক | ৪ |
ট্রিস্টান স্টাবস | উইকেটরক্ষক | ৩০ |
কুমার কুশাগ্র | উইকেটরক্ষক | ৩ |
রিকি ভুঁই | উইকেটরক্ষক | ৫ |
মিচেল মার্শ | অলরাউন্ডার | ৮ |
ললিত যাদব | অলরাউন্ডার | ১৬ |
অক্ষর প্যাটেল | অলরাউন্ডার | ২০ |
জেক ফ্রেজার ম্যাকগার্ক | অলরাউন্ডার | ৩৩ |
সুমিত কুমার | অলরাউন্ডার | ১২ |
অনরিখ নর্খিয়া | বোলার | ২ |
ঈশান্ত শর্মা | বোলার | ২৯ |
মুকেশ কুমার | বোলার | ৪৯ |
খলিল আহমেদ | বোলার | ৭১ |
কুলদীপ যাদব | বোলার | ২৩ |
লুঙ্গি এনগিডি | বোলার | ২২ |
ঝাই রিচার্ডসন | বোলার | ৬০ |
রসিক দার সালাম | বোলার | ৪৪ |
লিজাড উইলিয়ামস | বোলার | — |
প্রবীণ দুবে | বোলার | ৪৬ |
ভিকি ওটসওয়াল | বোলার | — |
আইপিএলে এখনও অবধি দিল্লী ক্যাপিটালসের পারফর্ম্যান্স (DC Performance in IPL So Far)-
মরসুম | লীগ ফলাফল | চূড়ান্ত ফলাফল |
২০০৮ | চতুর্থ স্থান | সেমিফাইনালিস্ট |
২০০৯ | প্রথম স্থান | সেমিফাইনালিস্ট |
২০১০ | পঞ্চম স্থান | লীগ পর্বে বিদায় |
২০১১ | দশম স্থান | লীগ পর্বে বিদায় |
২০১২ | প্রথম স্থান | প্লে-অফ |
২০১৩ | নবম স্থান | লীগ পর্বে বিদায় |
২০১৪ | অষ্টম স্থান | লীগ পর্বে বিদায় |
২০১৫ | সপ্তম স্থান | লীগ পর্বে বিদায় |
২০১৬ | ষষ্ঠ স্থান | লীগ পর্বে বিদায় |
২০১৭ | ষষ্ঠ স্থান | লীগ পর্বে বিদায় |
২০১৮ | অষ্টম স্থান | লীগ পর্বে বিদায় |
২০১৯ | তৃতীয় স্থান | প্লে-অফ |
২০২০ | দ্বিতীয় স্থান | রানার্স-আপ |
২০২১ | প্রথম স্থান | প্লে-অফ |
২০২২ | পঞ্চম স্থান | লীগ পর্বে বিদায় |
২০২৩ | নবম স্থান | লীগ পর্বে বিদায় |
২০২৪* (চলছে) | ষষ্ঠ স্থান | — |
চ্যাম্পিয়ন্স লীগ টি-২০তে দিল্লীর পারফর্ম্যান্স (DC Performance in CLT20)-
মরসুম | লীগ ফলাফল | চূড়ান্ত ফলাফল |
২০০৯ | ষষ্ঠ স্থান | লীগ পর্বে বিদায় |
২০১০ | — | — |
২০১১ | — | — |
২০১২ | তৃতীয় স্থান | সেমিফাইনালিস্ট |
দিল্লী ক্যাপিটালসের রেকর্ডসমূহ (DC Records in Bengali)-
- আইপিএলের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দিল্লী ক্যাপিটালসের নেতৃত্ব দেন শ্রেয়স আইয়ার (২৩ বছর ৩ মাস ২১ দিন)
- একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে টুর্নামেন্টে এক থেকে দশ সব পজিশনেই কোনো না কোনো মরসুমে শেষ করেছে দিল্লী ক্যাপিটালস। যদিও এখনও অবধি একবারও ট্রফি জেতে নি তারা।
- আইপিএলের ইতিহাসে একটা নয়টি ম্যাচ হেরেছে দিল্লী ক্যাপিটালস। একটানা এর চেয়ে বেশী ম্যাচ হারার রেকর্ড অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির নেই। কলকাতা নাইট রাইডার্স ও পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়াও টানা ৯ ম্যাচ হেরেছে।
- সবচেয়ে বড় রানের ব্যবধানে পরাজয়ের নজিরও গড়েছে দিল্লী ক্যাপিটালস। ২০১৭ সালে তারা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরেছিলো ১৪৬ রানের বিশাল ব্যবধানে।
দিল্লী ক্যাপিটালস তারকাদের পরিসংখ্যান (DC Payers’ Stats in Bengali)-
সেরা পাঁচ ব্যাটার-
নাম | ম্যাচ | মোট রান | ব্যাটিং গড় | শতরান | অর্ধশতরান | সর্বোচ্চ |
ঋষভঁ পন্থ | ১০৬ | ৩০৯২ | ৩৪.৭৪ | ০১ | ১৭ | ১২৮* |
ডেভিড ওয়ার্নার | ৯০ | ২৫৭১ | ৩১.৭৪ | ০২ | ২২ | ১০৯* |
বীরেন্দ্র শেহবাগ | ৮৬ | ২৩৮২ | ২৯.৭৭ | ০১ | ১৭ | ১১৯ |
শ্রেয়স আইয়ার | ৮৭ | ২৩৭৫ | ৩১.৬৬ | ০০ | ১৬ | ৯৬ |
শিখর ধাওয়ান | ৬৩ | ২০৬৬ | ৩৮.৯৮ | ০২ | ১৬ | ১০৬* |
সেরা পাঁচ বোলার-
নাম | ম্যাচ | উইকেট | বোলিং গড় | ইনিংসে ৫ উইকেট | সর্বোচ্চ |
অমিত মিশ্র | ১০৩ | ১১০ | ২৩.৯৩ | ০১ | ৫/১৭ |
কাগিসো রাবাডা | ৫০ | ৭৬ | ২০.৫২ | ০০ | ৪/২১ |
অনরিখ নর্খিয়া | ৪৫ | ৫৯ | ২৫.৮৬ | ০০ | ৩/৩৩ |
অক্ষর প্যাটেল | ৭৬ | ৫৭ | ৩২.৪০ | ০০ | ৩/২১ |
মর্ণি মর্কেল | ৪১ | ৫১ | ২৩.৩১ | ০০ | ৪/২০ |
আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হোম গ্রাউন্ড (DC Home grounds in IPL)-
অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম) সাধারণত দিল্লী ক্যাপিটালস নিজেদের হোম ম্যাচগুলি খেলে থাকে। তবে নানা সময় দিল্লী ফ্র্যাঞ্চাইজি রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম ও বিশাখাপত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামেও হোম ম্যাচ খেলেছে তারা।
দিল্লী ক্যাপিটালস সম্পর্কীত প্রশ্নাবলী (Delhi Capitals FAQs)-
দিল্লী ক্যাপিটালস এখনও অবধি একবারও আইপিএল জিততে পারে নি।
২০২০ সালের আইপিএল ফাইনালে অংশ নিয়েছিলো দিল্লী ক্যাপিটালস
দিল্লী ক্যাপিটালসের বর্তমান অধিনায়ক ঋষভ পন্থ।
দিল্লী ক্যাপিটালসের প্রথম অধিনায়ক বীরেন্দ্র শেহবাগ।
দিল্লী ক্যাপিটালস দলটি GMR গ্রুপ ও JSW গ্রুপের যৌথ মালিকানায় রয়েছে।