MI vs LSG, IPL 2024, MATCH 67 Toss Report in Bengali: টস জিতলেন হার্দিক, শেষ ম্যাচে শত্রুতা অব্যহত, দল থেকে বাদ পড়লেন তিলক-বুমরাহ !!

আজ আইপিএলের নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস (MI vs LSG)। দুই দল আজ তাদের গ্রুপ তালিকার শেষ ম্যাচটি খেলতে চলেছে। আপাতত দুই দলই প্লে-অফের দৌড় থেকে বাইরে চলে গিয়েছে। দুই দলের কাছে সুযোগ নেই আর বাকি ম্যাচ খেলার। আজ মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে শেষবারের মতো নামতে চলেছে দুই দল। […]

দীপক হুডা (Deepak Hooda)-

ভারতীয় ক্রিকেটের বৃত্তে অলরাউন্ডার দীপক হুডা (Deepak Hooda) বেশ পরিচিত নাম। হরিয়ানার রোহতকে জন্ম তাঁর। বাবা জগবীর সিং ছিলেন ভারতীয় বায়ুসেনাতে। এক ভাই রয়েছে দীপকের। নাম আশিষ হুডা (Deepak Hooda Family Information)। ছেলেবেলা থেকেই খেলাধুলায় পারদর্শী ছিলেন দীপক। মাত্র ১৪ বছর বয়সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের অনুর্দ্ধ-১৭ দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ক্রিকেট কেরিয়ারের শুরুটা দীপক করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে। পরে অবশ্য নিজের খেলায় বদল আনেন তিনি। হয়ে ওঠেন ব্যাটিং অলরাউন্ডার। কেরিয়ারের শুরু থেকেই ইংল্যান্ডের কিংবদন্তি তারকা কেভিন পিটারসেনকে আদর্শ মেনে এসেছেন দীপক (Deepak Hooda Inspiration)। রাহুল দ্রাবিড় ও এম এস ধোনিও রয়েছেন তাঁর পছন্দের তালিকায়।

২০১৩ সালে বরোদার হয়ে গুজরাতের বিরুদ্ধে ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় অভিষেক হয় দীপক হুডার (Deepak Hooda)। ২০১৪ সালের নভেম্বর মাসে প্রথম লিস্ট-এ ক্রিকেট খেলেন। বরোদার জার্সিতে মাঠে নামা দীপকের প্রতিপক্ষ ছিলো সেই গুজরাত। ঐ একই বছরের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। প্রতিপক্ষ ছিলো বাংলা। শতরান করেন তিনি (Deepak Hooda Debut)। ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-এ কার্যকরী দীপক। তাঁর কোচ সঞ্জীব সাওয়ান্ত (Deepak Hooda Coach) তাঁর বোলিং-কে ‘খুবই নিখুঁত’ বলেছেন। ২০১৫ সালে আইপিএল অভিষেক হয় তাঁর। এরপর বছর সাতেকের অপেক্ষার পর মিলেছে জাতীয় জার্সিও। ব্যক্তিগত জীবনে বক্সিং তারকা স্বাতী বুরা’কে বিয়ে করেছেন দীপক (Deepak Hooda Wife)।

দীপক হুডা বায়োগ্রাফি (Deepak Hooda Biography in Bengali)-

সম্পূর্ণ নাম দীপক জগবীর হুডা
ডাকনাম হারিকেন
জন্মস্থান রোহতক, হরিয়ানা
জন্মতারিখ ১৯ এপ্রিল, ১৯৯৫
উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি (১৮০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
জার্সি নম্বর
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি স্পিন বোলার
ক্রিকেটীয় ভূমিকা ব্যাটিং অলরাউন্ডার
স্ত্রী-র নাম স্বাতী বুরা
সন্তানের নাম
রাশিচিহ্ন মেষ
শখ গান শোনা
পঠনপাঠন কেন্দ্রীয় বিদ্যালয়
ইন্সটাগ্রাম প্রোফাইল @deepakhooda30
ফেসবুক প্রোফাইল @deepakhoodaofficialss
ট্যুইটার (X) হ্যান্ডেল @HoodaOnFire

দীপক হুডার আন্তর্জাতিক অভিষেক (Deepak Hooda Debut in Internation Cricket)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ০৬/০২/২০২২ ওয়েস্ট ইন্ডিজ আহমেদাবাদ
টি-২০ ২৪/০২/২০২২ শ্রীলঙ্কা লক্ষ্ণৌ

দীপক হুডার কেরিয়ার পরিসংখ্যান (Deepak Hooda Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test
ODI ১০ ১৫৩ ৩৩ ২৫.৫০ ৮০.৯৫ ০০ ০০ ০৩
T20i ২১ ৩৬৮ ১০৪ ৩০.৬৬ ১৪৭.২০ ০১ ০০ ০৬
IPL ১১১ ১৩৬৪ ৬৪ ১৮.১৯ ১২৮.৪৪ ০০ ০৭ ১০
FC ৫৪ ৩৪৯০ ২৯৩* ৪৫.৯২ ৬৪.১৪ ১১ ১৮ ২৫
List-A ৯৩ ২৮৯০ ১৮০ ৪০.১৩ ৯৪.৭৮ ০৬ ১৪ ৩৯
T20 ১৯৯ ৩৩৫৭ ১০৮ ২৪.৫০ ১৩৭.৫৮ ০২ ২০ ২৪

যে দলগুলির হয়ে খেলেছেন দীপক হুডা (Deepak Hooda Teams in Bengali)-

ভারত, ভারত অনুর্দ্ধ-১৯, বরোদা, রাজস্থান রয়্যালস, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

দীপক হুডার রেকর্ড ও কৃতিত্বসমূহ (Deepak Hooda Records in Bengali)-

  • পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে দুটি ক্যাচ ধরেছিলেন দীপক হুডা। যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে শতরান করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৮ জন ভারতীয় শতরান করেছেন। তার মধ্যে দীপকও একজন।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে বল হাতে মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দীপক হুডা। (Deepak Hooda Achievements in Bengali)
  • ২০১৪ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন দীপক হুডা।
  • দ্বিতীয় ব্যাটার হিসেবে বরোদার হয়ে রঞ্জি ট্রফি অভিষেকেই শতরান করেন দীপক হুডা।

যে বিতর্কে জড়িয়েছিলেন দীপক হুডা (Deepak Hooda Controversy)-

২০২০-২১ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলার সময় আচমকাই বরোদা স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপক হুডা। বরোদা অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন তিনি। দাবী করেন ক্রুণাল নাকি তাঁকে অশ্রাব্যত গালিগালাজ করেছেন, এমনকি কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীপককে সাসপেন্ড করে বরোদা ক্রিকেট সংস্থা। পরবর্তী মরসুমে বরোদা ছেড়ে দীপক হুডা রাজস্থানে যোগ দেন।

দীপক হুডা নেট ওয়ার্থ (Deepak Hooda Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ৫ কোটি ৭৫ লক্ষ টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৪০ কোটি টাকা (আনুমানিক)

দীপক হুডা গাড়ি সমূহ (Deepak Hooda Car Collection)-

ভারতীয় তারকা অলরাউন্ডার দীপক হুডার গ্যারাজে রয়েছে শেভ্রোলে ক্রুজ গাড়িটি। যার এই মুহূর্তে দেশের বাজারে মূল্য ১৫ লক্ষ টাকার আশেপাশে।

দীপক হুডা সম্পর্কীত কিছু প্রশ্নাবলী (Deepak Hooda FAQs)-

দীপক হুডা কবে থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন?

ভারতের জার্সিতে দীপক হুডার অভিষেক হয় ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

দীপক হুডা কোন দলের বিরুদ্ধে টি-২০ শতরান করেছিলেন?

দীপক হুডা আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করেছিলেন।

দীপক হুডা কোন দলের হয়ে আইপিএল খেলেন?

দীপক হুডা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলে থাকেন।

দীপক হুডার স্ত্রী কোন পেশার সাথে যুক্ত?

দীপক হুডার স্ত্রী স্বাতী বুরা একজন বক্সিং চ্যাম্পিয়ন।

দীপক হুডা ভারতের হয়ে কতগুলি ম্যাচ খেলেছেন?

আপাতত দীপক হুডা ভারতের হয়ে ১০টি একদিনের ম্যাচ ও ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন।