নকল যুবরাজকে দেখে, আসল যুবরাজের মজা ওড়ালেন সানিয়া মির্জা! 1
ছবি সংগৃহিতঃ বিসিসিআই-এর অফিসিয়াল টুইটার থেকে

ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের কাছে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচটি দারুণ স্পেশ্যাল ছিল। ওই ম্যাচটা ছিল যুবরাজ সিংয়ের ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের ৩০০তম ম্যাচ। আর প্রত্যাশামতো ওই ম্যাচে জয় পেয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে এলো। যুবরাজের জীবনের এই স্পেশ্যাল দিনটি আরও স্পেশ্যাল হয়ে গিয়েছিল ভারত প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে জেতায়। তাঁর এই বিশেষ দিনটি আরও স্পেশ্যাল করে দিলেন তাঁর একজন ভক্ত। এজবাস্টনের ম্যাচে যুবরাজ নিজের এমন একজন ভক্তের সঙ্গে সাক্ষাৎ করলেন, যাঁকে দেখতে হুবোহু তাঁরই মতো। নিজের মতো দেখতে মানুষটিকে দেখতে পেয়ে যুবি এতবেশি খুশি হয়ে পড়লেন যে, সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে মাঠের বাইরে একটা ছবি তুলে নিলেন তিনি।

নকল যুবরাজকে দেখে, আসল যুবরাজের মজা ওড়ালেন সানিয়া মির্জা! 2

 

পরবর্তী সময় ভারতীয় ক্রিকেট বোর্ড উদ্যোগ নিয়ে সেই ছবিটি ট্যুইটারে পোস্ট করে দেয়। হুবোহু নিজের মতো দেখতে নিজের এক সমর্থকের সঙ্গে যুবরাজের ওই ছবিটি মুহূর্তের মধ্যে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভাইরাল হয়ে যায়। ওই ছটিটি পোস্ট করার পাশাপাশি বিসিসিআই ক্যাপশনে লিখে দেয়, “দু’দুটি যুবরাজ।”

এখানে দেখুনঃ বাংলাদেশ সমর্থকদের ভারতের পতাকার অবমাননা করায়, কড়া জবাব দিল বিসিসিআই!

বোর্ডের এমন উদ্যোগ দেখে আপ্লুত যুবি জবাব মজা করে লিখে দেন, “কোনও চান্স নেই।”

 

 

Bangladesh v India - ICC Champions Trophy - Semi-Final - Edgbaston : News Photo

এরপর ওই ট্যুইটে রিট্যুইট করে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবিন উথাপ্পা লেখেন, “হা হা হা”

Image result for robin uthappa with yuvraj

ট্যুইটারে এমন মজার ছবি দেখে নিজেকে আটকাতে পারেননি ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা। তিনিও যুবরাজের সঙ্গে ‘নকল’ যুবরাজকে দেখে তাজ্জোব হয়ে লিখে দিলেন, “একেবারে অবিকল।”

Image result for sania mirza hot

বৃহস্পতিবার এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তুলনায় কমজোর প্রতিপক্ষ বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে এলো বিরাট কোহলির ভারত। ভারতের হয়ে ব্যাট হাতে প্রথমে ৪৬ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেন শিখর ধাওয়ান। পরে দলের আরও এক ওপেনার রোহিত শর্মা শতরান হাঁকিয়ে বসেন। অন্যদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭৮ বলে ৯৬ রানের একটি চমকপ্রদ ইনিংস খেলে দলকে নিশ্চিত জয়ের দিকে টেনে নিয়ে যান। তার আগে টসে হেরে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে। বাংলাদেশের হয়ে নজরকাড়া ব্যাট করতে দেখা যায় তামিম ইকবাল (৭০) এবং মুশফিকুর রহিমকে (৬১)। এরপর কেদার যাদব এবং বুমরাহ–র নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাংলাদেশের একের পর এক ব্যাটসম্যান কম রানের বিনিময়ে সাজঘরের রাস্তা ধরেন। শেষ পর্যন্ত সে ভাঙন না থামায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং ব্রিগেডের বিরুদ্ধে বড়সড় রান তুলতে ব্যর্থ হন মাশরাফি, শাকিবরা। শেষমেশ প্রতিযোগিতার ফাইনালে ওঠার রাস্তা থেকে ছিটকে গিয়ে তার ফলও ভুগতে হল টিম বাংলাদেশকে।

আরোও দেখুনঃ এক ঢিলে দুই পাখি মারলেন সহবাগ………

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *