ধোনির হয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন ভারত অধিনায়ক তা দেখে নিতেই হবে 1

জামাইকা: গত রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ভারতকে হারতে হয়েছিল ১১ রানে। সেই দিন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হয়। তিনি ৫৪ রান করেন ১০৮ বলে। এই কচ্ছপগতির ব্যাটিং সমালোচিত হয়। ২০০১ সালের পর এটাই ভারতের সবচেয়ে মন্থর ব্যাটিং। আর ধোনির ওয়ানডে কেরিয়ারেও সবচেয়ে মন্থর ব্যাটিং।

ধোনির হয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন ভারত অধিনায়ক তা দেখে নিতেই হবে 2
(ছবি সংগৃহিতঃ ইএসপিএনক্রিকইনফো)

ভিডিওঃ আপনি যদি ধোনিকে ঘৃণাও করেন, এই ভিডিওটি দেখার পর আপনি কান্নায় ভেঙ্গে পড়বেন।

তবে শেষ ওয়ানডে ও সিরিজ জিতিয়ে এহেন ধোনিকে সেঞ্চুরি উপহার দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ধোনির অবসর নিয়ে প্রশ্ন ওঠায় কড়া জবাব দিলেন বিরাট কোহলি। জানালেন, কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে তা ধোনিকে শেখানোর প্রয়োজন নেই। এটা মাথায় রাখা উচিত সবার।

ধোনির হয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন ভারত অধিনায়ক তা দেখে নিতেই হবে 3
(ছবি সংগৃহিতঃ ইএসপিএনক্রিকইনফো)

সিরিজ জয়ের পর ধোনির পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক বিরাট। তিনি বলেন, “ধোনির ব্যাটে বলে সংযোগ ভাল হচ্ছে। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, এটা ধোনিকে শেখানোর প্রয়োজন নেই। কীভাবে ইনিংস তৈরি করতে হয়, ও সেটা খুব ভাল করেই জানে।”

ধোনির হয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন ভারত অধিনায়ক তা দেখে নিতেই হবে 4
বিরাট কোহলি

এখানে দেখুনঃ কোহলির জায়গায় যে দু’জনকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ভাবতে পারে বিসিসিআই

চতুর্থ একদিনের ম্যাচে অ্যান্টিগার পিচে খেলা কঠিন ছিল। ধোনির পাশে দাঁড়িয়ে সেটাও জানালেন বিরাট। অধিনায়ক বলেন, “কোন ধরনের উইকেটে খেলছি সেটার ওপরও পারফরমেন্স নির্ভর করে। গত কয়েকদিন আমি অনুশীলনে শুধু স্পিন খেলে এসেছি। কিন্তু এই ধরণের উইকেটে স্ট্রোক নেওয়া সহজ কাজ নয়। অনুশীলন থেকে কোনও ক্রিকেটারের সম্পর্কে যা খুশি ভেবে নেওয়া যায় না। উইকেটে অসমান বাউন্স থাকলে বল ডিফেন্ড করতে হয়। স্ট্রাইকও রোটেট করতে হয়। ওই ম্যাচে হয়তো সেটা করেনি মাহি। কিন্তু এর আগে ৭০ বা ৮০ রানের ইনিংসও এসেছে ওর ব্যাট থেকে।”

ধোনির হয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন ভারত অধিনায়ক তা দেখে নিতেই হবে 5
বিরাট কোহলি
ধোনির হয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন ভারত অধিনায়ক তা দেখে নিতেই হবে 6
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি

উল্লেখ্য, অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তারা পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে হারাল ৩-১ ব্যবধানে। শেষ ম্যাচ জিতলে সিরিজ ড্র করতে পারতো ক্যারিবিয়ানরা। কিন্তু সেটা হতে দেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। জামাইকার সাবাইনা পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ২০৫ রান করে। ভারতীয় পেসার মুহাম্মদ শামি ৪৮ রানে নেন ৪ উইকেট। এই টার্গেট সামনে নিয়ে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। বিরাট কোহলি ২ ছক্কা ও ১২ চারের সাহায্যে ১১৫ বলে ১১১ রানে করে অপরাজিত থাকেন।

ধোনির হয়ে মুখ খুললেন বিরাট, কী বললেন ভারত অধিনায়ক তা দেখে নিতেই হবে 7
বিরাট কোহলি (ছবি সংগৃহিতঃ গেটি ইমেজেস)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *